জাটকা ধরার ৮ মাসের নিষেধাজ্ঞা উঠল

ইলিশের উৎপাদন ৬ লাখ টনে পৌঁছতে পারে

Daily Inqilab নাছিম উল আলম

০৩ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে জাটকা আহরণ, বিপনন ও পরিবহনে ৮ মাসের নিষেধাজ্ঞা উঠে গেল ১ জুলাই রাতের প্রথম প্রহর থেকে। গত ১ নভেম্বর থেকে ৮ মাসের এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘœ করতে আশি^নের পূর্ণিমার আগে পরে গত ৬ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর রাতের প্রথম প্রহর পর্যন্ত উপকূলীয় ৭ হাজার বর্গ কিলোমিটারে প্রধান প্রজননস্থলে সব ধরণের মাছ আহরণে নিষেধাজ্ঞা ছিল। একই সময়ে সারা দেশেই ইলিশ আহরণ, পরিবহন ও বিপনন বন্ধ ছিল। গত ১ নভেম্বর থেকে ইলিশ পোনা-জাটকা আহরণে নিষেধাজ্ঞার পাশাপাশি সাগরে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞার ফলে দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকায় ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে। ২০২১-২২ অর্থ বছরে দেশে ইলিশের সহনীয় আহরণ ছিল ৫.৬৭ লাখ টন। যার প্রায় ৭০ ভাগের অহরণ ছিল বরিশাল অঞ্চলে। সদ্য সমাপ্ত অর্থ বছরে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধির আশা করছে মৎস্য অধিদপ্তর।
মৎস্য গবেষণা ইনসস্টিটিউট-এর মহাপরিচালক ড. ইয়াহহিয়া মাহমুদ জানিয়েছেন, ইলিশের নির্বিঘœ প্রজনন নিশ্চিত করতে গত বছর অক্টোবরে ২২ দিনের আহরণ, পরিবহন ও বিপননে নিষেধাজ্ঞাকালে উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটার প্রজননস্থলসহ অভ্যন্তরীণ নদ-নদীতে প্রায় ৮৪% মা ইলিশ ডিম ছাড়ে। ফলে সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় ৬ লাখ টনের কাছে পৌঁছতে পারে বলেও আশাবাদী মৎস্য বিজ্ঞানীগণ।
জাটকা আহরণে নির্ভরশীল জেলেদের গত ৮ মাসের আহরণ নিষিদ্ধকালীন সময়ে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে উপকূলীয় ২০টি জেলার ৯৭ উপজেলার ৩ লাখ ৬১ হাজার জেলে পরিবারের জন্য ৫৭ হাজার ৭৩৯ টন চাল বরাদ্ধ ও বিতরণ করেছে সরকার। চার মাসে ৪০ কেজি করে এসব চাল বিতরণ করা হয়। যার মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার ২ লাখ ৩০ হাজার ১৮৭ জেলে পরিবারকে ৩৬ হাজার ৮২৯ টন চাল বিতরণ করা হয়েছে বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।
জাটকা আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় এবারো জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এবং মৎস্য বিভাগের অভিযানে নৌবহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতায় ব্যাপক সাফল্য এসেছে। গত ৮ মাসে দক্ষিণাঞ্চলের ৬টি অভায়াশ্রামসহ অভ্যন্তীরণ ও উপকূলীয় নদ-নদীতে সাড়ে ১১ হাজারেও বেশী অভিযানসহ প্রায় ২ হাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় সাড়ে ৮ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। আইন অমান্য করায় এ সময়ে সাড়ে ১৩শ’ মামলা দায়ের ছাড়াও ৫০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৫৮৪ জন জেলে ও মৎস্যজীবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। এসব অভিযানকালে মৎস্য বিভাগসহ আইন-শৃঙ্খলা বাহিনী ৫৬৫ টন জাটকা আটক করে বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ সরবারহ করে। জাটকা নিধন বিরোধী অভিযানকালে আটককৃত নৌকা ও মৎস্য আহরণ সরঞ্জামসমুহ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে ৬৭ লাখ ৩৩ হাজার টাকা জমা করা হয়েছে বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।
এসব অভিযানের ফলে দেশে বিপুল পরিমাণ জাটকা অবৈধ নিধন থেকে রক্ষা পাওয়ায় ইলিশ সম্পদ আরো সমৃদ্ধ হবার আশা করছেন মৎস্য বিজ্ঞানীগণ।
মৎস্য বিজ্ঞানীদের মতে, জীবনচক্রে অভিপ্রয়াণী মাছ ইলিশ স্বাদু পানি থেকে সমুদ্রের নোনা পানিতে এবং সেখান থেকে পুনরায় স্বাদু পানিতে অভিপ্রয়াণ করে। একটি পূর্ণাঙ্গ ইলিশ প্রতিদিন স্রোতের বিপরিতে ৭১ কিলোমিটার পর্যন্ত ছুটে চলতে সক্ষম। উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন ক্ষেত্রে মুক্তভাবে ভাসমান ডিম ছাড়ার পরে তা থেকে ফুটে বের হয়ে ইলিশের লার্ভা স্বাদু পানি ও নোনা পানির নার্সারী ক্ষেত্রসমুহে বিচরণ করে থাকে। এরা খাবার খেয়ে নার্সারী ক্ষেত্রসমুহে ৭Ñ১০ সপ্তাহ ভেসে বেড়িয়ে জাটকা হিসেব কিছুটা বড় হয়ে সমুদ্রে গিয়ে পরিপক্কতা অর্জন করে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১২Ñ১৮ মাস অবস্থানে প্রজননক্ষম হয়ে ইলিশ আবার স্বাদু পানির নার্সারী ক্ষেত্রে ফিরে এসে ডিম ছাড়ে।
সমুদ্রে যাবার সময় পর্যন্ত যেসব এলাকায় জাটকা খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে, সেগুলোকে ‘গুরুত্বপূর্ণ নার্সারী ক্ষেত্র’ হিসেবে চিহিৃত করে ‘অভয়াশ্রম’ ঘোষণা করা হয়েছে। মৎস্য বিজ্ঞানীগণের সুপারিশে বরিশালের হিজলা ও মেহদিগঞ্জের লতা, ৬ নয়া ভাঙ্গনী ও ধর্মগঞ্জ নদীর মিলনস্থল পর্যন্ত, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী চর রুস্তম পর্যন্ত তেতুুলিয়া নদীর ১শ’ কিলোমিটার, পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার, মদনপুর থেকে ভোলার চর ইলিশা হয়ে চর পিয়াল পর্যন্ত মেঘনার শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার, শরিয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ নিম্ন পদ্মার ১২০ কিলোমিটার পর্যন্ত মোট ৬টি অভয়াশ্রমে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে সব ধরণের আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করায়ও ইলিশসহ সব মাছের উৎপাদন বাড়ছে।
তবে মৎস্য অধিদপ্তরের মতে, দেশে এখনো নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও বেহুন্দি জালসহ অন্যন্য ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণের সাহায্যে যে পরিমান জাটকা আহরণ হচ্ছে, তার এক-দশমাংশ রক্ষা করা গেলেও বছরে আরো অন্তত ১ লাখ টন ইলিশের উৎপাদন বৃদ্ধি পেত। মৎস্য বিজ্ঞানীগণ দেশে নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জালসহ অন্যান্য ক্ষতিকর মৎস্য আহরণ উপকরনের ব্যবহার বন্ধে আরো কঠোর নজরদারীসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন।
তবে আহরণ নিয়ন্ত্রনসহ নজরদারী বৃদ্ধির ফলে দেশে জাটকা’র উৎপাদন ২০১৫ সালে ৩৯,২৬৮ কোটি থেকে ২০১৭ সালে ৪২,২৭৪ কোটিতে উন্নীত হয়। যা পরবর্তি বছরগুলোতেও আনুপাতিকহারে বৃদ্ধি পাওয়ায় দেশে ইলিশের উৎপাদনও গত দুই দশকে প্রায় ৩গুন বৃদ্ধি পেয়েছে। সারা বিশে^ উৎপাদিত ইলিশের প্রায় ৬৫Ñ৭০% এখন বাংলাদেশে উৎপাদন ও আহরিত হচ্ছে। আমাদের অর্থনীতিতে ইলিশের একক অবদান এখন ১%-এরও বেশী, আর মৎস্য খাতে প্রায় ১২%।
এদিকে ইলিশের প্রজনন ক্ষেত্র ও মাইগ্রেশন পথ নির্বিঘœ রাখাসহ সামুদ্রিক মৎস্য সম্পদের মজুত ও জীব বৈচিত্রকে সমৃদ্ধ করার লক্ষ্যে ২০১৯-এর ২৬ জুন থেকে হাতিয়ার নিঝুম দ্বীপ সংলগ্ন ৩ হাজার ১৮৮ বর্গ কিলোমিটার এলাকাকে দেশের প্রথম ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ বা ‘মেরিন রিজর্ভ এরিয়া’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা মূল প্রজনকালসহ সারা বছরই সংরক্ষিত এলাকায় ইলিশের নির্বিঘœ প্রজনন নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
আরও

আরও পড়ুন

ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী

বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ