ঢাকায় ফিরতেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
০৪ জুলাই ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ইতোমধ্যে ঈদের ছুটির দুই দিন পেরিয়ে গেছে। এবারের ঈদযাত্রায় কোনোপ্রকার ঝামেলা পোহাতে না হলেও পরিবহনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদের পর ঢাকায় ফেরা মানুষদের কাছে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।
গতকাল মঙ্গলবার গাবতলী বাস টার্মিনালে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে পূর্ণ আসনে যাত্রী নিয়ে বিভিন্ন কোম্পানির বাস আসতে দেখা গেছে। অধিকাংশ বাসের যাত্রীদের দাবি, তারা বাড়তি ভাড়া দিয়ে এসেছেন। গ্রামে যাওয়া মানুষদের অনেকে বাস যোগে এসে গাবতলীতে নামছেন। অধিকাংশ যাত্রীর হাতে ছিল কোরবানির গোশতের ব্যাগ। কেউ কেউ গাছের পাকা কাঁঠাল পর্যন্ত নিয়ে এসেছেন।
দিনাজপুর থেকে আসা এক যাত্রী বলেন, আসার পথে ভোগান্তি ও গাড়ির জট না থাকলেও বাড়তি ভাড়ার চাপ আছে। অতিরিক্ত ভাড়া না দিলে টিকিটই পাওয়া যাচ্ছে না। সাধারণত অন্য সময়গুলোতে বাড়ি থেকে ঢাকায় আসতে সাড়ে ৯০০ টাকার ভাড়া গুনতে হতো। কিন্তু তাকে ৫০০ টাকা বেশি গুনতে হয়েছে। ৯০০ টাকার টিকিট ১,৪০০ টাকায় টিকেট কিনতে হয়েছে তাকে। রংপুর থেকে গাবতলীতে আসা যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, প্রতিটি বাসে যাত্রী ভরপুর আসছে। কিন্তু ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণের কাছাকাছি। ননএসির টিকিট দেড় হাজারের নিচে মিলছে না। আর এসি টিকিট যেন সোনার হরিণ। তারপরও যারা পেয়েছেন তাদের দুই হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে এসির টিকিট।
যাত্রীরা জানান, প্রতিটি টিকিট কাউন্টারে টিকিট নেই নোটিশ ঝোলানো হলেও বাড়তি টাকা দিয়ে টিকিট মিলেছে। তবে টিকিটে নির্ধারিত মূল্য দেখানো হলেও বাড়তি ভাড়া লেখা হয়নি। বাড়তি ভাড়া আদায় করা হলেও মানসম্মত বাস, সিট ও পরিবেশ দিয়ে আনা হয়নি যাত্রীদের।
তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারে থাকা সংশ্লিষ্টরা। গণমাধ্যম শুনলে কথা বলতে চাচ্ছেন না কেউ। একটি পরিবহনের চালকের সহকারী বলেন, আমরা কোনো বাড়তি ভাড়া আদায় করছি না। হয়ত কাউন্টারে থাকা ব্যক্তিরা দুই একশ বেশি নিতে পারে। আর বুঝেন তো ঈদ বাজার।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী