ফাঁকা ঢাকায় বাধাহীন পথচলা
০৪ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঈদের পর দুই কার্যদিবস পার হলেও এখনো যানজটের নগরীর সড়কগুলো স্বরূপে ফেরেনি। যে সড়কগুলোতে সবসময় গাড়িতে ঠাসা থাকতো, ঈদের ছুটির পর থেকে সেগুলোতে নেই চিরাচরিত সেই চিত্র। এখনো অনেকটা ফাঁকা ঢাকার সড়কগুলো। আর এমন সড়ক পেয়ে বাধাহীনভাবে ছুটছে গাড়ি। যানজটের শহরে কোনো সিগন্যালেই তেমন থামতে হচ্ছে না গাড়িগুলোকে। কখনো থামলেও সেই স্থায়িত্ব বেশিক্ষণের জন্য নয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন, ফার্মগেট, বিজয় সরণী, আসাদগেট, মালিবাগ, বাড্ডা, রামপুরা, বাংলামোটর, গুলশান ও নতুনবাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি সড়কেই গাড়ির চাপ নেই বললেই চলে। সড়কের এমন চিত্র দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। এমন দৃশ্য যেন সবসময় থাকে এমনটা প্রত্যাশা করছেন নগরবাসী।
রাস্তায় গণপরিবহন, রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। কোথাও কোনো যানজট দেখা যায়নি। গণপরিবহনে যাত্রীরা খুব সহজেই উঠতে পারছেন। কোথাও সিগন্যালে গাড়ি আটকে থাকতে দেখা যাচ্ছে না। গাবতলী, মাজার রোড, টেনিক্যাল, আনসার ক্যাম্প, মিরপুর-১, মিরপুর-১০ প্রতিটি অঞ্চলের রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন বেশ কম চলাচল করছে। ফলে এ অঞ্চলের কোথাও কোনো যানজট নেই। গণপরিবহনগুলোতে যাত্রীর সংখ্যাও কম। যাত্রীর জন্য বেশিরভাগ গণপরিবহন দীর্ঘ সময় বাস স্টপেজে অপেক্ষা করছে। যাত্রীদের বাসে উঠতে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না।
রাজধানীতে যেসব গাড়ি চলছে সেগুলোতে যাত্রী তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় কম। নির্ধারিত স্টপেজ ছাড়াও কোথাও কেউ হাত তুললেই সেখানে দাঁড়িয়ে যানগুলোকে যাত্রী তুলতে দেখা গেছে। এ নিয়ে বাসের অনেক যাত্রীর সঙ্গে কন্ডাক্টর ও সহকারীকে তর্কাতর্কিতে জড়াতেও দেখা গেছে। তবে কল্যাণপুর ও গাবতলীগামী যানগুলোতে মানুষ ও যানবাহনের চাপ তুলনামূলক বেশি দেখা গেছে। রাস্তায় মানুষ কম থাকায় বিভিন্ন সড়কে চলা বাসের সংখ্যাও ছিল কম। মালিবাগ থেকে উত্তরার দিকে আসা তুরাগ পরিবহনের এক চালক বলেন, সড়কে মানুষের চাপ অনেকটা কম। অন্য এলাকাতেও তেমন যাত্রী নেই। তাই বাসও কম চলছে।
তবে গত দুই দিনের তুলনায় যাত্রীর চাপ ছিল বেশি। এ কারণে অফিস শুরুর আগে কোনো কোনো অঞ্চলে যাত্রীদের গণপরিবহনে উঠতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। অবশ্য সকাল সাড়ে ১০টার পর গণপরিবহনে যাত্রীদের সেই চাপ ছিল না।
শুধু এই সড়কেই নয়, রাজধানীর অন্যান্য রুটেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নগরীর কোথাও কোথাও রিকশার দৌরাত্ম্য দেখা গেছে। এছাড়া ফাঁকা রাস্তা পেয়ে অনেক ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল বেপরোয়াভাবেও চলতে দেখা গেছে। গণপরিবহনগুলোতে যাত্রীর সংখ্যাও কম থাকায় যাত্রীর জন্য এসব পরিবহনকে দীর্ঘ সময় বাস স্টপেজে অপেক্ষা করতে দেখা গেছে। বাসে উঠতে যাত্রীদের কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। কোথাও সিগন্যালে গাড়ি আটকে থাকতে দেখা যাচ্ছে না।
পল্টন থেকে নতুনবাজারে আসা এক যাত্রী জানান, যানজটের কারণে পল্টন থেকে নতুনবাজারে পৌঁছাতে সাধারণত ঘণ্টা সময় লাগতো। কিন্তু বাসে মাত্র ২৫ মিনিটে নতুনবাজার এসেছি। সবসময় ঢাকা এমন থাকলে কত সুন্দর হতো।
শান্তিনগর থেকে বাড্ডার অফিসে আসা এক যাত্রী বলেন, অফিস সময়ে শান্তিনগর থেকে বাড্ডা পর্যন্ত পুরো রাস্তায় সচরাচর যানজট থাকে। বাসা থেকে অফিস আসতে এক ঘণ্টার বেশি সময় লাগে। ঈদের পর এখনো রাস্তায় যানজট পাইনি। ২০ মিনিটের কম সময়ের মধ্যে শান্তিনগর থেকে বাড্ডায় চলে এসেছি। গত দুই দিনের মতো রাস্তায় যানজট ছিল না। তবে গাড়িতে যাত্রীর চাপ বেশি ছিল। এ কারণে অফিসে আসার পথে গাড়িতে উঠতে একটু বিড়ম্বনায় পড়েছিলাম। সদরঘাট থেকে বেশিরভাগ বাস যাত্রী ভরে আসছিল। তবে বাসে ওঠার পর সহজেই বাড্ডায় চলে এসেছি। কোথাও কোনো যানজটে পড়তে হয়নি।
এক বাস চালক বলেন, গত দুই দিনের তুলনায় সকালে অফিস শুরুর আগে যাত্রীর চাপ একটু বেশি ছিল। রাস্তায় গাড়ির সংখ্যও কিছুটা বেড়েছে। তবে রাস্তায় কোনো যানজট নেই। আমাদের ধারণা, চলতি সপ্তাহে ঢাকার রাস্তায় যানজট হবে না। কারণ ঢাকা থেকে দূরে ঈদ করতে যাওয়া বেশিরভাগ মানুষ এখনো ফিরে আসেনি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক