হাটবাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম
০৫ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টানা বৃষ্টি আর ভারতীয় ঢলে বাড়ছে নদ -নদীর পানি। দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। নদ-নদীর পাশাপাশি খাল-বিল, ডোবা নালাও এখন পানিতে টইটুম্বুর। নতুন এই পানিতে ছুটে আসছে নানা প্রজাতির মিঠাপানির মাছ। পানি বৃদ্ধির এই মৌসুমে তাই মাছ ধরার ফাঁদ বা চাঁই বিক্রি পাল্লা দিয়ে বেড়েছে। গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা যায়, জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা সদর ও গ্রামাঞ্চলের বিভিন্ন হাটবাজারগুলোয় বিক্রি শুরু হয়েছে মাছ ধরার দেশি বিভিন্ন সরঞ্জাম। এসব হাটে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করা হচ্ছে মাছ ধরার চাঁই বা ফাঁদ। ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে খালবিলসহ বাড়ির আশেপাশের ছোট-বড় জলাশয় নতুন পানিতে ভরে গেছে। একই সঙ্গে নি¤œাঞ্চলেও পানিতে ডুবে যাচ্ছে। এসময় নদীসহ বিভিন্ন পুকুরের মাছ ছুটে প্রবেশ করছে খালবিলসহ জলাশয়ে। সেই সাথে মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব চাঁই বা ফাঁদ দিয়ে মাছ ধরার ধুম পড়েছে। বছরের এ সময়টা মাছ ধরার এই চাঁই বা ফাঁদ বেশি কেনা-বেঁচা হয়। এ মৌসুমে কেনা একেকটি বাঁশের মাছ ধরার চাঁই কমপক্ষে এক বছর ব্যবহার করা যাবে। শেরপুর জেলা উত্তরের মাছশিকারিরা দৈনিক ইনকিলাবকে বলেন, বৃষ্টিতে এলাকার বিভিন্ন স্থানের ডোবা ও নালা,খাল বিল পানিতে ভরে গেছে। এসময় তেমন কোনো কাজ থাকে না। জীবন-জীবিকার তাগিদে কাজ কর্ম না থাকায় এসময় বেছে নেয়া হয় অন্য পেশা। এ সময়ে মাছ ধরার এক প্রকার যন্ত্র চাঁই বা ফাঁদের চাহিদা বেড়েছে। স্থানীয় হাট থেকে এ সব চাঁই বা ফাঁদ কিনে মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে। শেরপুর জেলা ( উত্তর ) এঁর কজন কারিগর ইনকিলাবকে জানান, তাঁরা প্রথমে বাঁশ কাটে শলা তৈরি করেন। পরে সেগুলো হালকা রোদে শুকিয়ে লইলনের সূতা দিয়ে বেঁধে বেঁধে চাঁই বা ফাঁদ বানানো হয়। এ কাজে গৃহবধূ থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যরাও সহায়তা করে থাকেন। ফাঁদ বানানোর কাজে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন তারা। এ ফাঁদ দিয়ে চিংড়ি,পুঁটি,খৈলশা, দারকানা ও ট্যাংরা টাকি ইত্যাদি ছোট মাছ শিকার করা হয়। এতে খাবারের জন্য বাজার থেকে মাছ কিনতে হয় না অনেকেরই। ঝিনাইহাতী উপজেলার লয়খা গ্রামের ফাঁদ তৈরির কারিগররা ইনকিলাবকে জানান, একটি বাঁশের দাম ২৫০-৩০০ টাকা। একটি বাঁশ থেকে কমপক্ষে ৬-৭টা চাঁই বা ফঁদ তৈরি করা হয়। একটি তৈরি করতে ২ জনের ৩ দিন সময় লাগে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় শ্রমিক দিয়ে কাজ করাতে হচ্ছে। প্রতিটি চাঁই বড় ৩৫০-৪০০ টাকা ও ছোটটি ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। বন্দভাট পাড়ার রোস্তম আলী বলেন, একটা চাঁই তৈরিতে মজুরি ১৫০ টাকা পড়ে, বিক্রি হয় ৩০০-৩৫০ টাকায়, ছোট ১৮০ টাকা খরচ এবং বিক্রি হয় ২৫০ টাকায়। কারিগররা বলেন, আমাদের মজুরি ধরলে খুব লাভ হয় না। তবে এটা আমাদের পেশা, তাই পরিবারের বউ ও ছেলে মেয়েদের নিয়ে তৈরি করা হয়। ঝিনাইগাতী উপজেলার সদর হাটে মাছ ধরার ফাঁদ বিক্রি করতে আসা মোবারক আলী জানান, বর্ষা মৌসুমে এ হাটে বিক্রি করতে আসি। এসময় চারদিক পানিতে ডুবে গেলে কৃষিকাজ বন্ধ হয়ে যায়। এ সময়টায় তারা মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে সংসার চালান। লয়খা গ্রামের কারিগররা জানান, প্রায় ১০০ পরিবার মাছ ধরার চাঁই তৈরির কাজে জড়িত। আকারভেদে প্রতি জোড়া চাঁই দাম ৩০০ থেকে ৪০০ টাকা। কখনও কখনও এর চেয়েও বেশি দামে বিক্রি করেন। আকারের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয় দাম। এক জোড়া চাঁই তৈরিতে সময় লেগে যায় প্রায় ২-৩ দিন। উপকরণ বাবদ খরচ হয় ২০০ থেকে ২৫০ টাকা। ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ইজারাদারের প্রতিনিধি বণিক সমিতির সেক্রেটারী ফারুক আহমদ দৈনিক ইনকিলাবকে বলেন, বর্ষার সময় নদী নালা ও খাল বিল পানিতে টইটুম্বর থাকে। সেই পানিতে দেশি মাছ ধরার জন্য সরঞ্জামের প্রয়োজন হয়। এসময় হাট-বাজারে বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম কেনাবেচা হচ্ছে বেশি। এই হাট থেকে জেলার মৎসযজীবীসহ বিভিন্ন জেলা থেকে অনেক মৎসজীবী এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এতে এসব সরঞ্জাম বিক্রি করে কারিগররা যেমন লাভবান হচ্ছেন, তেমনি যারা ক্রয় কওে নিয়ে যাচ্ছেন, তারাও মাছ ধরে নিজেদের চাহিদা মেটাতে পারছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে