মানুষ মরছে নির্বিকার চসিক
০৫ জুলাই ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
চট্টগ্রামে ডেঙ্গু জ¦রের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃত্যু। বিশেষ করে ব্যাপকহারে শিশুরা এই জ¦রে আক্রান্ত হওয়ায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের দায়িত্ব যাদের- সে সিটি করপোরেশন এ ব্যাপারে এখনও নির্বিকার। মশক নিধনে ঢাকঢোল পিটিয়ে নানা উদ্যোগ নেয়ার কথা বলা হলেও নগরীতে মশা মারার কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। তাতে জনমনে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। হাসপাতাল ও ক্লিনিকে বাড়ছে রোগীর চাপ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মারা গেছে এগারো বছরের এক কন্যা শিশু। এনিয়ে মৃত্যুর সংখ্যা ১২।
সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য বলছে, নগরীতে ডেঙ্গু রোগী বাড়ছে লাফিয়ে। গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। আর চলতি মাসের প্রথম পাঁচ দিনে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। অর্থাৎ দিনে আক্রান্ত হচ্ছেন ৩৯ জন। জুন মাসে আক্রান্ত হয়েছেন ২৮২ জন। জুনে মারা গেছেন ছয়জন, আর জুলাই মাসের পাঁচ দিনে মারা গেছেন তিনজন।
চট্টগ্রামে এই পর্যন্ত আক্রান্ত ৬৬১ জনের মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৬১ জন। আর বাকি ২০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এবার নগরীর পাশাপাশি গ্রামেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩৮ জন, মহিলা ১৬৯ জন এবং শিশু ১৫৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়জনই শিশু। চারজন পুরুষ এবং দুই জন মহিলা। মহানগরীর প্রায় প্রতিটি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একই সাথে জেলার ১৫টি উপজেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি ৯৬ জন আক্রান্ত হয়েছেন সীতাকু- উপজেলায়। সাতকানিয়ায় ১৫ জন, রাউজান ও বাঁশখালীতে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাতে ডেঙ্গুতে মারা যায় ১১ বছরের শিশু শ্রাবণী সরকার। নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে শ্রাবণীকে মৃত ঘোষণা করা হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মা বিটু সরকার ও ভাই সদীপ সরকার নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনদিন আগে জ¦রে আক্রান্ত হয় শ্রাবণী। বাসাতেই তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় হাসপাতালে। সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
শ্রাবণীর পিতা বিশ্বজিৎ সরকার চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় কর্মরত। তাদের বাসা নগরীর সদরঘাট থানার পোস্ট অফিস গলিতে। বাড়ি লোহাগাড়া উপজেলায়। শ্রাবণী সরকার নগরীর সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। ছেলে সদীপ সরকার সরকারি কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। বিশ্বজিৎ সরকার জানান, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর গত রোববার চিকিৎসকের পরামর্শে শ্রাবণী ও তার ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরদিন নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের ডেঙ্গু শনাক্ত হয়। শ্রাবণীর রক্তে প্লাটিলেটের পরিমাণ এক লাখ ১০ হাজার ও সদীপের এক লাখ ৬০ হাজার উল্লেখ করা হয় প্রতিবেদনে। চিকিৎসকের পরামর্শে তাদের বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, এবার আগেভাগেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে জ¦রে আক্রান্ত যারা আসছেন তাদের বিরাট অংশের রক্ত পরীক্ষায় ডেঙ্গু আক্রান্তের রিপোর্ট আসছে। বিশেষ করে শিশুদের মধ্যে জ¦রে আক্রান্ত দশজনের তিনজনই ডেঙ্গু রোগী হিসাবে সনাক্ত হচ্ছে। চিকিৎসকেরা এখন জ¦র হলেই ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিচ্ছেন। আর আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শও দেয়া হচ্ছে। এতে সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। তবে যাদের অবস্থা স্থিতিশীল তাদের বাসায় থেকেই চিকিৎসা নিতে বলছেন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে এখন ডেঙ্গুর রোগীর চাপ বাড়ছে।
সিভিল সার্জন অফিস থেকে বলা হচ্ছে, এবার ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বেশি। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এবার শিশুরাই ব্যাপকহারে আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। ডেঙ্গুর প্রকোপ রোধে সিভিল সার্জন কার্যালয় থেকে আগেই মশা মারতে সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে চিঠি দেয়া হয়। কিন্তু সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। অভিযোগ রয়েছে লোক দেখানো কিছু অভিযান পরিচালনার মধ্যেই করপোরেশনের মশা মারার কার্যক্রম সীমিত রয়েছে। জনগণকে সচেতন করতে ওয়ার্ডে ওয়ার্ডেও নেই কোন তৎপরতা।
কয়েকদিন আগে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী অনেকটা আয়োজন করেই মশক নিধনে একশ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। কিন্তু ঈদের ছুটিতে সে অভিযান ঝিমিয়ে পড়ে। তবে করপোরেশনের ভারপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম দাবি করেন, মশক নিধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি বলেন, বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে, এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানাও করা হয়েছে। মশার ওষুধ ছিটানো হচ্ছে। এলাকায় জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। খুব সহসা ছাদবাগানগুলোতে লার্ভা ধ্বংস করতে ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করা হবে। মশক নিধনে লোকবল ও সরঞ্জামও বাড়ানো হয়েছে।
উল্লেখ চট্টগ্রামে ২০২২ সালে রেকর্ড সংখ্যক চার হাজার ৪৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। ওই বছর মারা যান ৪১ জন। ২০২১ সালে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, মারা যান ৫ জন। গত তিন বছর ধরে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়লেও এই রোগের বাহক এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সিটি করপোরেশন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া চলছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে