বিশ্বের উষ্ণতম দিন ছিল ৩ জুলাই!
০৫ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ফের একবার বিপদ ঘণ্টা! বিশ্বে এখনও পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে গত সোমবার ৩ জুলাই। ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের পক্ষ থেকে যে তথ্য দেয়া হয়েছে তা রীতিমতো চমকে দেয়ার মতো। গত ৩ জুলাই গোটা বিশ্বের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস বা ৬৩ ডিগ্রি ফারেনহাইট। ২০১৬ সালে ৩ জুলাই এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৯ ডিগ্রি।
গ্র্যান্থাম ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেঞ্জ-এর পক্ষ থেকে অধ্যাপক ফ্রেডেরিক অটো এই নতুন তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটা কোনও নতুন মাইলস্টোন তৈরি করা নয় যে আনন্দ পাওয়া যাবে। এটা মানুষের জন্য মৃত্যুর ঘণ্টা।’ তাপমাত্রার এই বৃদ্ধির জন্য আবহাওয়াবিদের একাংশ এল নিনোকেই দায়ী করছেন। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ পেটেরি তালাস বলেন, ‘এল নিনোর জেরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সাত বছর পর এল নিনো তৈরি হয়েছে। আর এর জন্য তাপমাত্রা বৃদ্ধি পেতে বাধ্য।’
বাংলাদেশে চলতি বছর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত শুরু হওয়ার পর তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। একইসঙ্গে চীনেও হিট ওয়েব দেখা গিয়েছে। তাপমাত্রার ঊর্ধ্বসীমা সংক্রান্ত সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে ‘জলবায়ু পরিবর্তন’-এর উপর তৈরি একটি প্যানেল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদি এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে হয় সেক্ষেত্রে ২০১৯ সালে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হত তা ৬০ শতাংশ কমাতে হবে ২০৩৫ সালের মধ্যে। তা না হলে গোটা বিশ্বের উপর ‘রুষ্ঠ প্রকৃতির খাঁড়া’ নেমে আসতে পারে।
এর আগে বিশ্ববাসীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্তোনীয় গুতেরাস। তিনি বলেছিলেন, ‘বিশ্বকে রক্ষা করতে গেলে প্রকৃতির প্রতি সহনশীল হতে হবে।’ কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগে বিজ্ঞানীরা। একাধিক দেশগুলি একত্রে বিভিন্ন সময় গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বার্তা দিয়েছিল। কিন্তু, আদতে পরিবেশের উপর অত্যাচার আদৌ কমছে না, বাস্তব তথ্য বলছে এমনটাই। ৩ জুলাইয়ের তাপমাত্রা নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞ মহলের কপালে। তবে কি নতুন বিপদের শুরু? পরিবেশের উপর অত্যাচার কি দ্বিগুণ হয়ে ফিরে আসছে? উঠছে প্রশ্ন। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে