ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

আতঙ্কের নগরী ঢাকা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বলে না সড়ক বাতি
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে রাতে জ্বলে না বাতি। আবার কোনো কোনো এলাকায় মূল সড়কের ভেতরের গলির রাস্তাতেও জ্বলে না সড়ক বাতি। একারণে অতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। বাড়ছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনাও। কিছু কিছু রাস্তায় ল্যাম্প পোস্টগুলোতে বাতি থাকলেও সময় মতো জ্বলে না। দিনের পর দিন রাতের অন্ধকারে সড়কে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। এসব সড়কে অন্ধকারের সুযোগ নেয় ছিনতাইকারীরা। অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ে টাকা, গহনা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র খোয়াচ্ছেন। নগরবাসী মনে করেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ঘাটতি রয়েছে।
এছাড়া ঈদের ছুটির চার দিনে ঢাকার সড়ক ছিল তুলনামূলক নির্জন। ফাঁকা ঢাকায় রাতে বেপরোয়া হয়ে উঠছিল ছিনতাইকারী ও চোর চক্র। তাদের মধ্যে ছিনতাইকারীর হাতে পুলিশ হত্যা মামলার এক আসামিও রয়েছে। মনিরুজ্জামান তালুকদার নামে পুলিশের ওই কনস্টেবল ফার্মগেট এলাকায় ছিনতাকারীর হাতে প্রাণ হারান। ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি। এর আগে রাত আড়াইটার দিকে রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা নামে এক সাংবাদিক গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, রাত গভীর হলে ঢিলেঢালা নিরাপত্তার সুযোগে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঈদের চার দিনের ছুটিতে রাজধানীতে শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ভোর রাতের দিকে বিভিন্ন সড়কে ছিনতাইকারীরা সক্রিয় থাকে। তারপরও ছিনতাই প্রতিরোধে বাড়ানো হয়েছে থানা পুলিশের কার্যক্রম। বাড়ানো হয়েছে পুলিশি টহল। বিভিন্ন সড়কে ল্যাম্প পোস্টে আলো না থাকার বিষয়ে নানান অজুহাত দেন ওয়ার্ড কাউন্সিলররা। এমনকি সড়কে যে আলো জ্বলে না, তাদের অনেকের তাও জানা নেই।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর কাফরুল, আগারগাঁও, মহাখালী, খিলগাঁও, পল্টন, দৈনিক বাংলার মোড়, হাইকোর্টের গেট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি হয়ে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত, পরীবাগ, বাংলামোটর থেকে কাওরান বাজার মোড়, ফার্মগেট মোড়, শ্যামলী সিগন্যাল, কাজীপাড়া, মিরপুর-২-এর প্রধান সড়কে ল্যাম্প পোস্ট থাকলেও জ্বলছে না আলো। লোকজনকে অন্ধকারের মধ্যেই চলাচল করতে দেখা যায়। রাতে যারা জরুরি কাজে রিকশা বা সিএনজিতে বের হন, তাদের আতঙ্কের মধ্যেই চলাচল করতে দেখা গেছে। অনেকে বলেছেন, সড়কে ল্যাম্পপোস্টে লাইট না জ্বলায় চলাচল করতে ভয় লাগে।
হাটখোলা এলাকায় মূল সড়কের লাইট বন্ধ থাকার কারণে পথচারীরা পড়ছেন বিপাকে। রাস্তার চলাচলকারী গাড়ি ও রাস্তার পাশের কিছু দোকানের আলোতে চলতে হচ্ছে তাদের। রাজধানীর তালতলায় অন্ধকারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক পথচারী। তিনি বলেন, জরুরি কাজে হাসপাতালে যেতে হচ্ছে। বাসা থেকে মূল সড়কে আসতে পাঁচ মিনিটের হাঁটা পথ। এ পর্যন্ত আসতে সড়কে কোনও রোডলাইট দেখলাম না। অন্ধকারে বাসের জন্য দাঁড়িয়ে আছি। ভয় লাগছে, কখন কী হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক রিকশাচালক বলেন, হাইকোর্ট-দোয়েল চত্বর-টিএসসি, এই রাস্তায় লাইট না থাকার কারণে যাত্রীরা এদিক দিয়ে আসতে চান না। অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। অন্ধকারে চুরি ও ছিনতাইয়ের ভয় থাকে। ফলে এই পথ দিয়ে আমরাও বেশি আসি না।
দোয়েল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক এসআই বলেন, আপনার মতো আমরাও দেখতে পাচ্ছি হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর, টিএসসি এবং চারুকলা সড়কে কোনও রোডলাইট নেই। ঊর্ধ্বতন স্যারেরা সিটি করপোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারাই এসব বিষয়ে ভালো বলতে পারবেন। অন্ধকারের কারণে চুরি-ছিনতাই যেন না হয়, সেজন্য আমরা দায়িত্বে রয়েছি।
বাংলামোটর হয়ে কাওরান বাজারের দিকে যেতে মূল সড়কে ঘুটঘুটে অন্ধকার। সড়কে কোনও আলো নেই। একটু সামনে যেতেই দেখা গেলো মানুষের জটলা। পান্থকুঞ্জ পার্কের পাশে কয়েকজন যৌনকর্মী ঘোরাফেরা করছেন। পথচারীদের নাজেহাল করছেন তারা। কেউ কেউ হারাচ্ছেন টাকা-পয়সা। তবে কেউ অভিযোগ করতে রাজি হননি। মিরপুরে কিডনি হাসপাতালের সামনে থেকে সনি সিনেমা হলের মোড় পর্যন্ত ল্যাম্পপোস্ট থাকলেও কোনও আলোর দেখা মেলেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, পরীবাগ এবং বাংলামোটর মোড় থেকে কাওরান বাজার মোড় পর্যন্ত সড়কে লাইট জ্বলছে না স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর (ওয়ার্ড ১৬, ১৭ ও ২১) নার্গিস মাহতাব বলেন, এসব বিষয়ে সিটি করপোরেশনকে একাধিকবার জানানো হয়েছে। কী কারণে আলো জ্বলছে না, সে বিষয়ে খোঁজ-খবর নেবো।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়ক থেকে দৈনিক বাংলা মোড় এবং আশপাশের সড়কের দুই পাশেই ছিল ঘুটঘুটে অন্ধকার। সড়কে লাইট জ্বলছে না কেন, জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বলেন, ঈদের ছুটির কারণে কোনও সমস্যা হয়েছে কিনা, খতিয়ে দেখবো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, অনেক সড়কেই আলো জ্বলছে না। অন্ধকার থাকায় অপরাধ ঘটলেও তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে না। যেসব সড়কে আলো নেই সংশ্লিষ্ট থানাগুলোকে সেসব জায়গায় টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও সিটি করপোরেশনকে বিষয়টি অবহিত করা হয়। আমরা সড়কের নিরাপত্তার দায়িত্বে থাকি। আর রাস্তায় রোডলাইটের বিষয়টি দেখভাল করে সিটি করপোরেশন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান