আতঙ্কের নগরী ঢাকা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বলে না সড়ক বাতি
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে রাতে জ্বলে না বাতি। আবার কোনো কোনো এলাকায় মূল সড়কের ভেতরের গলির রাস্তাতেও জ্বলে না সড়ক বাতি। একারণে অতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। বাড়ছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনাও। কিছু কিছু রাস্তায় ল্যাম্প পোস্টগুলোতে বাতি থাকলেও সময় মতো জ্বলে না। দিনের পর দিন রাতের অন্ধকারে সড়কে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। এসব সড়কে অন্ধকারের সুযোগ নেয় ছিনতাইকারীরা। অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ে টাকা, গহনা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র খোয়াচ্ছেন। নগরবাসী মনে করেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ঘাটতি রয়েছে।
এছাড়া ঈদের ছুটির চার দিনে ঢাকার সড়ক ছিল তুলনামূলক নির্জন। ফাঁকা ঢাকায় রাতে বেপরোয়া হয়ে উঠছিল ছিনতাইকারী ও চোর চক্র। তাদের মধ্যে ছিনতাইকারীর হাতে পুলিশ হত্যা মামলার এক আসামিও রয়েছে। মনিরুজ্জামান তালুকদার নামে পুলিশের ওই কনস্টেবল ফার্মগেট এলাকায় ছিনতাকারীর হাতে প্রাণ হারান। ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি। এর আগে রাত আড়াইটার দিকে রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা নামে এক সাংবাদিক গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, রাত গভীর হলে ঢিলেঢালা নিরাপত্তার সুযোগে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঈদের চার দিনের ছুটিতে রাজধানীতে শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ভোর রাতের দিকে বিভিন্ন সড়কে ছিনতাইকারীরা সক্রিয় থাকে। তারপরও ছিনতাই প্রতিরোধে বাড়ানো হয়েছে থানা পুলিশের কার্যক্রম। বাড়ানো হয়েছে পুলিশি টহল। বিভিন্ন সড়কে ল্যাম্প পোস্টে আলো না থাকার বিষয়ে নানান অজুহাত দেন ওয়ার্ড কাউন্সিলররা। এমনকি সড়কে যে আলো জ্বলে না, তাদের অনেকের তাও জানা নেই।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর কাফরুল, আগারগাঁও, মহাখালী, খিলগাঁও, পল্টন, দৈনিক বাংলার মোড়, হাইকোর্টের গেট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি হয়ে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত, পরীবাগ, বাংলামোটর থেকে কাওরান বাজার মোড়, ফার্মগেট মোড়, শ্যামলী সিগন্যাল, কাজীপাড়া, মিরপুর-২-এর প্রধান সড়কে ল্যাম্প পোস্ট থাকলেও জ্বলছে না আলো। লোকজনকে অন্ধকারের মধ্যেই চলাচল করতে দেখা যায়। রাতে যারা জরুরি কাজে রিকশা বা সিএনজিতে বের হন, তাদের আতঙ্কের মধ্যেই চলাচল করতে দেখা গেছে। অনেকে বলেছেন, সড়কে ল্যাম্পপোস্টে লাইট না জ্বলায় চলাচল করতে ভয় লাগে।
হাটখোলা এলাকায় মূল সড়কের লাইট বন্ধ থাকার কারণে পথচারীরা পড়ছেন বিপাকে। রাস্তার চলাচলকারী গাড়ি ও রাস্তার পাশের কিছু দোকানের আলোতে চলতে হচ্ছে তাদের। রাজধানীর তালতলায় অন্ধকারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক পথচারী। তিনি বলেন, জরুরি কাজে হাসপাতালে যেতে হচ্ছে। বাসা থেকে মূল সড়কে আসতে পাঁচ মিনিটের হাঁটা পথ। এ পর্যন্ত আসতে সড়কে কোনও রোডলাইট দেখলাম না। অন্ধকারে বাসের জন্য দাঁড়িয়ে আছি। ভয় লাগছে, কখন কী হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক রিকশাচালক বলেন, হাইকোর্ট-দোয়েল চত্বর-টিএসসি, এই রাস্তায় লাইট না থাকার কারণে যাত্রীরা এদিক দিয়ে আসতে চান না। অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। অন্ধকারে চুরি ও ছিনতাইয়ের ভয় থাকে। ফলে এই পথ দিয়ে আমরাও বেশি আসি না।
দোয়েল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক এসআই বলেন, আপনার মতো আমরাও দেখতে পাচ্ছি হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর, টিএসসি এবং চারুকলা সড়কে কোনও রোডলাইট নেই। ঊর্ধ্বতন স্যারেরা সিটি করপোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারাই এসব বিষয়ে ভালো বলতে পারবেন। অন্ধকারের কারণে চুরি-ছিনতাই যেন না হয়, সেজন্য আমরা দায়িত্বে রয়েছি।
বাংলামোটর হয়ে কাওরান বাজারের দিকে যেতে মূল সড়কে ঘুটঘুটে অন্ধকার। সড়কে কোনও আলো নেই। একটু সামনে যেতেই দেখা গেলো মানুষের জটলা। পান্থকুঞ্জ পার্কের পাশে কয়েকজন যৌনকর্মী ঘোরাফেরা করছেন। পথচারীদের নাজেহাল করছেন তারা। কেউ কেউ হারাচ্ছেন টাকা-পয়সা। তবে কেউ অভিযোগ করতে রাজি হননি। মিরপুরে কিডনি হাসপাতালের সামনে থেকে সনি সিনেমা হলের মোড় পর্যন্ত ল্যাম্পপোস্ট থাকলেও কোনও আলোর দেখা মেলেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, পরীবাগ এবং বাংলামোটর মোড় থেকে কাওরান বাজার মোড় পর্যন্ত সড়কে লাইট জ্বলছে না স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর (ওয়ার্ড ১৬, ১৭ ও ২১) নার্গিস মাহতাব বলেন, এসব বিষয়ে সিটি করপোরেশনকে একাধিকবার জানানো হয়েছে। কী কারণে আলো জ্বলছে না, সে বিষয়ে খোঁজ-খবর নেবো।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়ক থেকে দৈনিক বাংলা মোড় এবং আশপাশের সড়কের দুই পাশেই ছিল ঘুটঘুটে অন্ধকার। সড়কে লাইট জ্বলছে না কেন, জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বলেন, ঈদের ছুটির কারণে কোনও সমস্যা হয়েছে কিনা, খতিয়ে দেখবো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, অনেক সড়কেই আলো জ্বলছে না। অন্ধকার থাকায় অপরাধ ঘটলেও তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে না। যেসব সড়কে আলো নেই সংশ্লিষ্ট থানাগুলোকে সেসব জায়গায় টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও সিটি করপোরেশনকে বিষয়টি অবহিত করা হয়। আমরা সড়কের নিরাপত্তার দায়িত্বে থাকি। আর রাস্তায় রোডলাইটের বিষয়টি দেখভাল করে সিটি করপোরেশন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আরও

আরও পড়ুন

চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি

চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি

‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী

‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী

বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন

বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন

মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব

মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের