সিলেট নগরীতে উত্তেজনা সর্তক প্রশাসন
০৮ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
সিলেটের ঐতিবাহী আলিয়া মাদ্রাসা মাঠে আজ (রোববার) বেলা তিনটায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ করবে। এ সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বে নগরের রেজিস্টারি মাঠে একই সময়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পাল্টা সমাবেশ করছে সিলেট যুবলীগ। উভয় কর্মসূচী ঘিরে উত্তেজনা বিরাজ করছে, সেই সাথে নিজ নিজ পক্ষে শক্তির জানান দিতে চাচ্ছে অয়োজকরা। গতকাল (শনিবার) সিলেটের এক অভিজাত রেস্তোরায় তারুণ্যের সমাবেশ নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি বলেন, সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত দেশের অগনিত তরুণরা। বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা-যোগ্যতা বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশকে সফল করে তুলবেন এই বঞ্চিত তরুণরাই। দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে দেশে চার কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। দেশ পড়েছে হায়েনার কবলে। কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ রোববার (৯ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কর্মসূচি পালনে আয়োজকেদের প্রস্ততি সম্পন্ন করেছেন। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে সংগঠনগুলো একাধিক কর্মসূচি পালন করেছে। এছাড়া প্রচুর জনসমাগম নিশ্চিত করতে উভয় পক্ষের নেতারা যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গেও। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবলীগ ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। কিন্তু শুক্রবার রাতে এক বৈঠক থেকে যুবলীগ সমাবেশের স্থান পরিবর্তন করে নগরীর রেজিস্টারি মাঠে নিয়ে যায়। এ স্থানটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশস্থলের অন্তত দুই কিলোমিটার দূরে। এদিকে, নগরী নয়াসড়ক এলাকায় সিসিকের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে জরুরি বৈঠক করে যুবলীগ।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গরিদার বলেন, ‘যুবলীগের সমাবেশে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির। অন্যদিকে, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ হলেও প্রচারে যুবলীগ অনেক পিছিয়ে রয়েছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’র প্রচারের চেয়ে। মনে হচ্ছে তারুণ্যের সমাবেশকে পানসে করতে রাজনীতিক কৌশল হিসেবে জয়যাত্রা সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।
এদিকে, তারুন্যের সমাবেশ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, তারুণ্যের সমাবেশে প্রচুর লোকের সমাগম ঘটবে। গতকাল বিকেলে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া নগর ও জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারপত্র বিলি করছেন। অপরদিকে, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্ততি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ৩ অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে সমাবেশ হলেও এই সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে চায় বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে তারুণ্যের সমাবেশ শেষ হয়েছে। এছাড়া ১৭ জুলাই খুলনা ও ২২ জুলাই ঢাকায় সমাবেশ হবার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারুণ্যের সমাবেশ সফলে সিলেটে পূর্ব থেকেই অবস্থান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেছাসেবকদলের সভাপতি এসএম জিলানী ও ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। এছাড়া সিলেটে অবস্থান করে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’
'সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে' ---বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন
রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন
আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম
প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ