বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৫
০৮ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। শুক্রবার দিবাগত রাত গতকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। এছাড়া শুক্রবার যশোর মাগুরা মহাসড়কে যাত্রীবাহি বাসের সঙ্গে ইজিবাইকের দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাসে যাত্রী তোলার সময় পিছন থেকে আরেক বাস ধাক্কা দিলে এক পথচারী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ১০ যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় বলতে পারেনি।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ঢাকাগামী একটি বাস বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক ঘুটির সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের চাপায় এক পথচারী নিহত হন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। ওসি আরও বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাস দুটিকে জব্দ করা গেলেও চালক ও তাদের সহকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান : সাতক্ষীরার কলারোয়ায় বাইক-নছিমন সংঘর্ষে এক এইসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে গোয়ালচাতর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মাহমুদুল হকের ছেলে। সে শাকদাহ বাঁকুড়া কে, এম আই,এস মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলেজ ছাত্র আফজাল হোসেন তার নানার বাড়ি গোয়ালচাতরে বেড়াতে এসে মামাতো ভাইয়ের নতুন মোটরসাইকেলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুজনে ঘুরতে বের হয়। এক সময়ে গোয়ালচাতর চৌরাস্তা মোড়ে নছিমনের সাথে তাদের বাইকের সংঘর্ষ হয়। এতে দুজনেই আহত হয়। স্থানীয়রা তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের মধ্যে আফজাল হোসেনের অবস্থা অশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মামাতো ভাই বাবু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন হয়েছেন। গত শুক্রবার রাত দিন গত রাত সাড়ে ১২টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকরতিপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র জহুরুল ইসলাম, ধাপেরহাটের জাহিদ ও ঝর্না খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রাক ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে বালুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীদ দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায়। এ ছাড়া আহত হয় আরো ২০ জন। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। তারা গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মস্থলে যোগদিতে সল্প ভাড়ায় ট্রাকে চেপে ঢাকা যাচ্ছিলেন।
গোবিন্দগঞ্জ পুলিশ ও ফায়াার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। তারা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। আহতদের সংখ্যা বেশি হওয়ায় অনেককে মহাসড়কের পাশে পরে থাকতে দেখা গেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে। সেই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।
যশোর ব্যুরো জানায়, যশোর মাগুরা মহাসড়কে যাত্রীবাহি বাসের সঙ্গে ইজিবাইকের দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। বাঘারপাড়ার যাদবপুরে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে তিনজন, সেকেন্দারপুর গ্রামে দুই জন আর মথুুরাপুর গ্রামে একজন এবং সদরের সুলতানপুর একজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার তেঁতুলতলা বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু, নারীসহ সাতজন। এর মধ্যে যাদবপুরে একই পরিবারে পাঁচজন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুইজন।
নিহতরা হলেনÑ যাদবপুর গ্রামের হেলাল মুন্সির দুই জমজ ছেলে হাসান ও হোসাইন, হেলাল মুন্সি শাশুড়ি মাহিমা, খালা শ্বাশুড়ি রাহিমা খাতুন ও তার মেয়ে জেবা, মথুরাপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ইজিবাইক চালক মুসা, সদর উপজেলা সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন। এ সময় হেলাল মুন্সির স্ত্রী সোনিয়া ও তার মেয়ে খাদিজা গুরুতর আহত হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে সোনিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে হাসান, হোসাইন, মাহিমা, রাহিমা ও ফাহিমা একই পরিবারের লোক।
শুক্রবার মধ্য রাতেই বাড়িতে পৌঁছায় নিহত হেলাল মুন্সীর যমজ দুই ছেলে ও শ্বাশুড়ির লাশ। এর খালা শ্বাশুড়ি ও তার মেয়ে জেবার লাশটি পাঠানো হয় পাশ্ববর্তী গ্রাম মথুরাপুরে। হেলাল মুন্সী ঢাকাতে একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার সকালে তিনি ঢাকাতে চলে যান। ঢাকাতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই শুনে পরিবারে নেমে আসা এমন দুর্ঘটনার কথা। দুই সন্তানসহ নিকট আত্মীয়ের হঠাৎ চলে যাওয়াতে তিনি কিছুতই মেনে নিতে পারছেন না। তার সঙ্গে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী ও বড় মেয়ে। পরিবারের করুন পরিণতিতে নির্বাক হয়ে গেছেন তিনি।
আহত সোনিয়ার চাচা বলেন, খাদিজার গলায় টিউমার ছিল। এটি অপারেশনের জন্য শুক্রবার বিকেলে তারা বাড়ি থেকে ইজিবাইকে যশোরের একটি ক্লিনিকে যাচ্ছিল। পথিমধ্যে লেবুতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি বাস তাদের চাপা দিয়ে কিছু দূর সামনে নিয়ে যায়। এতে আমাদের পরিবারের পাঁচ জন মারা যান। এ ছাড়া আমার ভাইঝি সোনিয়া ও তার মেয়ে খাদিজা গুরুতর আহত হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই সোনিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাদিজা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে, একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামে প্রবাসী সাইদুল ইসলামের বাড়িতেও একই অবস্থা দেখা যায়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নার রোলে বাতাস ভারী হয়ে ওঠে। সাইদুল ইসলামের বড় ভাই সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, রাহিমা বেগম মুক্তা ও তার মেয়ে জেবা তাহিরা স্বজনদের সঙ্গে যশোরে ক্লিনিকে যাওয়ার পথে মারা যান। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছে। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোন মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান