লুণ্ঠিত প্রত্ম বস্তু ফেরত
০৮ জুলাই ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
ঔপনিবেশিক আমলে এশিয়ার দুই দেশে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে লুট করা অসংখ্য মূল্যবান প্রতœবস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। যে জিনিসগুলো ফেরত দেওয়া হবে তার মধ্যে একটি রতœ-খচিত ব্রোঞ্জের কামান ও ‘লম্বক কোষাগার’ থেকে লুট করা গহনাও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নেদারল্যান্ডস তার ঔপনিবেশিক অতীতকে ক্রমবর্ধমানভাবে সামনে এনে ভুল স্বীকারের পরপরই এসব সামগ্রী ফিরিয়ে দেওয়ার বিষয়টি সামনে এলো। অন্যান্য দেশও সাম্প্রতিক বছরে লুণ্ঠিত মূল্যবান নিদর্শনগুলো ফিরিয়ে দিতে শুরু করেছে। এর মধ্য উল্লেখযোগ্য হলো, ব্রিটিশ ও জার্মান জাদুঘর ১৮৯৭ সালে নাইজেরিয়ায় ব্রিটিশ সামরিক অভিযানকালে লুণ্ঠিত কিছু বেনিন ব্রোঞ্জ হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেছে। নেদারল্যান্ডসের সংস্কৃতিমন্ত্রী গুনে উসলু বলেছেন, এই প্রথমবার আমরা উপনিবেশকালের বস্তু ফিরিয়ে দিচ্ছি। এমন কিছু কখনোই হওয়া উচিত না। তবে আমরা শুধু বস্তু ফেরত দিচ্ছি না। এটি আসলে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ। ইন্দোনেশিয়ার কাছে ফেরত দেওয়া জিনিসের মধ্যে রয়েছে ‘লম্বক রতœ’। এর মধ্য রয়েছে মূল্যবান পাথর, স্বর্ণ, রৌপ্য ও নানা রতœ, যা ১৮৯৪ সালে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের একটি রাজকীয় প্রাসাদ থেকে ডাচ ঔপনিবেশিক সেনাবাহিনী লুট করেছিল। এদিকে শ্রীলঙ্কা ১৮০০ শতাব্দীর একটি সুসজ্জিত ব্রোঞ্জ কামান ফিরিয়ে নেবে, যা বর্তমানে আমস্টারডামের রিজকস মিউজিয়ামে রয়েছে। এটি প্রদর্শনও করা হয়। এটি ১৭৪০-এর দশকে শ্রীলঙ্কার এক অভিজাত ‘ক্যান্ডির রাজা’কে উপহার দিয়েছিল বলে মনে করা হয়। কামানটি ১৭৬৫ সালে ডাচদের হাতে পড়েছিল বলে মনে করা হয়। এ সময় ডাচ সৈন্যরা শ্রীলঙ্কার রাজ্য ক্যান্ডি আক্রমণ এবং জয় করে। সংস্কৃতিমন্ত্রী উসলু বলেছেন, সরকার ঔপনিবেশিক যুগে গৃহীত শিল্পের তদন্তকারী একটি ডাচ কমিটির ২০২০ সালের প্রতিবেদনে দেওয়া সুপারিশের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে। ওই কমিটি প্রতিবেদনে জানায়, কোনো উপনিবেশ দেশ লুণ্ঠিত বস্তুসামগ্রী দাবি করলে সরকারকে বিনা শর্তে তা ফিরিয়ে দিতে ইচ্ছুক হওয়া উচিত। নেদারল্যান্ডসকে অবশ্যই ঔপনিবেশিক যুগের অন্যায়ের দায় নিতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তার উত্তরাধিকার নিয়ে আরও খোলামেলাভাবে আলাপ করছে। শনিবার নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার আনুষ্ঠানিকভাবে উপনিবেশকালের দাস ব্যবসার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিষয়টি তাকে পীড়া দিয়েছে। ১৭ শতকের পরে নেদারল্যান্ডস একটি প্রধান ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়েছিল। তৎকালীন বিশ্বজুড়ে ডাচ দাস ব্যবসায়ীরা ৬ লাখেরও বেশি মানুষ পাচার করেছিল। বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে যারা আছেন
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা