ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
১৫ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ পীর সাহেব চরমোনাই

জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম

দেশের অস্তিত্ব আজ বিপন্ন। বর্তমান সরকার অবৈধ সরকার। এরা দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। এটাকে বৈধ সরকার বলতে পারি না। অবৈধ সরকারের আর ক্ষমতায় থাকার অধীকার নেই। এরা ক্ষমতায় গেলে আর নামতে চায় না। জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। ইসলাম ও দেশের জন্য রাজনীতি করি। এমপি ও সম্পদের লোভে রাজনীতি করি না। অথর্ব সিইসির পদত্যাগ,ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন, এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল শনিবার পুরানা পল্টনস্থ দলীয় অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় দলীয় আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, মাঠে ময়দানে একটা পরীক্ষার ব্যাপার আছে সেই পরীক্ষায় আমাদের নীতি আদর্শে যাতে দূর্বলতা না আসে। পীর সাহেব জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন ফসল ঘরে উঠানোর মৌসুম এসেছে। নাক ডেকে ঘুমালে ঘরে ফসল আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতি আদর্শের রাজনীতি করে। বিএনপি ও আওয়ামী লীগ সেই আদর্শের রাজনীতি করে না। ইসলামের দাওয়াত নিয়ে ময়দানে সরব থাকতে হবে। মু’মিনের চরিত্র নিয়ে মাঠে ময়দানে থাকতে পারলে বিজয় আসবেই বলে পীর সাহেব চরমোনাই উল্লেখ করেন।

মাওলানা লোকমান হোসেন জাফরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানাইমতিয়াজআলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম,আলহাজ আব্দুর রহমান,অধ্যাপক নাসির উদ্দিন, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ও ছাত্র নেতা শরিফুল ইসলাম রিয়াদ। পীর সাহেব চরমোনাই অথর্ব সিইসির পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৫ জুলাই শনিবার বায়তুল মোকাররম উত্তর গেইটে সমাবেশ, ১৬ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী থানা পর্যায়ে প্রতিনিধি সমাবেশ এবং সেপ্টেম্বর মাসে জেলা ও মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

পীর সাহেব চরমোনাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাসীরা হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। তার পরেও ইসলামী আন্দোলনের নেতা কর্র্মীরা অত্যান্ত ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন। পীর সাহেব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে। বর্তমান সরকার আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর অংশ হিসেবে আল্লাহ মানুষ সৃষ্টি করেননি’ (নাউজুবিল্লাহ) বানর থেকেই মানুষ সৃষ্টি হয়েছে বলে শিক্ষা সিলেবাস চালু করেছিল। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী এবং ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য বিতর্কিত শিক্ষা নীতি চালু করেছিল। একমাত্র ইসলামী আন্দোলনই এসব নাস্তিক্যবাদ শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছিল। পীর সাহেব বলেন, আমরা পরামর্শের ভিত্তিতে আগামীকে বৃহত্তর কর্মসূচি দিবো। প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে যুদ্ধে অবর্তীণ হতে হবে। ভোট চোর জালেম সরকার থেকে দেশবাসীকে মুক্তি পেতে হবে। তিনি সরকার প্রধানের উদ্দেশ্যে করে বলেন, পুলিশ মিলিটারি আপনাদের নিরাপত্তার জন্য চার দিকে পাহারা দেন। একটু চিন্তা করুন কবরে গেলে কে পাহারা দিবে ? তিনি বলেন, চোর গুন্ডাদের হাতে রাজনীতি ছেড়ে দিলে হবে না। আলেমদেরও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় এই সরকার ক্ষমতায় বসে আছে। আগামী ৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। আমরা প্রয়োজনে রক্ত দেবো তবু দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবো না। এই জালেম সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। তিনি বলেন, খালেদ বিন ওয়ালিদ, আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর মতো মুজাহিদ চাই। এই সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ মদিনার সনদে দেশ চালাবে বলে মিথ্যাচার করেছে। এরা জাতির সাথে প্রতারণা করছে। এদের বিশ্বাস করা যায় না। তিনি বলেন, রাষ্ট্র এখন অকার্যকর। এরা দেশপ্রেমিক না এরা ক্ষমতা প্রেমিক। রাজীতিতে গুনগত পরিবর্তন আনতে হবে। ইসলামের চেতনা জনগণকে জাগ্রত করে ঐক্যবদ্ধ করতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা