আবুল কাশেমের রিমান্ড প্রশ্নে নীরব সিআইডি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম

অর্থ পাচার মামলায় গ্রেফতারকৃত প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আবুল কাশেমের রিমান্ড কার্যক্রম থেমে আছে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও এখনো তাকে রিমান্ডে নেয়নি মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তাকে রিমান্ডে না নেওয়ার বিষয়টি নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে।

আবুল কাশেমের রিমান্ড কার্যক্রম থেমে থাকা প্রশ্নে সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা কর্মকর্তা জানিয়েছেন এ বিষয়ে কথা বলা নিষেধ আছে। তবে তিনি বলেন, আবুল কাশেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর হলেও আমরা এখনো তাকে হেফাজতে নেইনি। এ কারণে রিমান্ড কার্যকর করা যাচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গত ২১ জুন রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন আবুল কাশেম। পরে তাকে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেওয়া হয়। পরদিন ২২ জুন তাকে গ্রেফতার দেখায় সিআইডি। ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে যে মামলা চলছে, তাতে কাশেমও আসামি।

আবুল কাশেমের গ্রেফতারের ঘটনায় প্রবাসে সর্বত্র আলোচনা চলছে। এ ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নিতে কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন নেতারা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ প্রবাসীরাও। কিন্তু রিমান্ড হওয়ার পরেও আবুল কাশেমকে রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠেছেন সিআইডির প্রভাবশালী এক কর্মকর্তা। মোটা অংকের টাকা খরচ করে আদালত রিমান্ড মঞ্জুর করার পরেও সিআইডির জিজ্ঞাসাবাদ থেকে নিজেকে আড়াল করে রাখতে সফল হয়েছেন আবুল কাশেম।

অন্যদিকে আবুল কাশেমের সাথে দুনীতি ও টাকা পাচারে জড়িত অন্যান্য প্রভাবশালীরাও তাকে দ্রুত কারাগার থেকে বের করে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছেন বলে একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড, সিদ্দিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম অর্থ পাচারের অভিযোগে ঢাকার পুলিশ গ্রেফতার করেছেন বলে দেশে ও প্রবাসে খবর প্রকাশিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তির অবনতি ঘটিয়েছে। কেন্দ্রের সাথে আলোচনার মাধ্যমে সংগঠনের নিয়ম অনুযায়ী যথাযথ গুরুত্ব সহকারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। আবুল কাশেমের এহেন কথিত কর্মকা-ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগর অনেক নেতা রাতারাতি কোটিপতি হয়েছেন। আবুল কাশেম গ্রেফতার হওয়ায় তাদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। গত ২৬ জুন ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আবুল কাশেমের সাথে অর্থ পাচারের যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আরও বেশ কয়েকজন নেতা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কেউই এখন দেশে আসতে চাচ্ছেন না। দেশে আসলেই তাদের আইনের আওতায় আনা হবে।

গত ৩১ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, তার স্ত্রী একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া চৌধুরী, আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী এস কে ট্রেডার্সের মালিক আল মামুন, কাশেমসহ অজ্ঞাতনামা আরো ১৫-২০জনের বিরুদ্ধে বনানী থানায় অর্থ পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। মূল আসামি চারজনের মধ্যে সিআইডি কেবল কাশেমকেই গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।

সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, দুনীতিবাজ প্রভাবশালী মহল প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে ছাড়িয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এই চক্রের সদস্যরা বড় অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে। সিআইডির শীর্ষ কর্মকর্তাদেরও ম্যানেজ করার চেষ্টা চলছে। সরকারের উচ্চ পর্যায়ের কতিপয় দুনীতিবাজ রাজনৈতিক নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে আবুল কাশেমের সাথে। সিআইডি তাদের তালিকা করছে। একই সাথে তাদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিদেশে দেড়শত কোটি টাকা পাচারের তথ্য রয়েছে আবুল কাশেমের বিরুদ্ধে। এছাড়া নিজেকে রক্ষা করতে প্রভাবশালীদের বিপুল পরিমান অর্থ দিয়েছেন আবুল কাশেম। আমরা এ সব তথ্য গুরুত্ব দিয়ে তদন্ত করছি বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী