কাঁচামরিচের বাজারে অস্থিরতা কাটেনি
০৮ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
আমদানির পরও কাঁচামরিচের বাজারে অস্থিরতা কাটছেনা। দাম এখনও ওঠানামা করছে। গত শুক্রবার ঢাকার অধিকাংশ বাজারে কাঁচা মরিচের দাম ৩০০ থেকে ৩২০ টাকা কেজিতে নেমে এসেছিল। গতকাল শনিবার দাম আবারও বেড়েছে। খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ থেকে ১১০ টাকা। এক কেজি নিলে বিক্রেতারা ৪০০ টাকা রাখার কথা বলছেন। পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে গত শুক্রবার প্রতি কেজি মচির ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। আর গতকাল শনিবার আরও ১০০ টাকা বেড়ে হয়েছে ৩২০ টাকা। কারওয়ান বাজারে শুক্রবার দিনগত রাত থেকে মরিচ বিক্রি হচ্ছে প্রতি পাল্লা (৫ কেজি) ১৬০০ টাকা দরে। যা একদিনের ব্যবধানে ৫০০ টাকা বেড়েছে।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দর কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত উঠেছিল। কোথাও ১০০০-১২০০ টাকায়ও ওঠে। তা কমে গত রোববার ২০০ টাকায় নেমেছিল। এরপর সে নিম্নমুখী দাম স্থির ছিল মাত্র একদিন। পরের দিন আবারও বেড়ে ৪০০ টাকায় ওঠে। এরপর সবচেয়ে কমেছিল গত শুক্রবার। অন্যান্য দিন খুচরায় কাঁচা মরিচ কিনতে ৪০০ টাকার বেশি দিতে হয়েছে। গত শুক্রবারে সেটা ৩০০ হয়েছিল। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে। অবশ্য স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাজারে দাম বাড়ার পর ব্যবসায়ীরা আবার আমদানি শুরু করেছেন। বৃষ্টি কিছুটা কমায় দেশি মরিচের সরবরাহও আগের তুলনায় বেড়েছে।
সরেজমিনে ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের ভিন্ন ভিন্ন দাম দেখা যায়। রামপুরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০০ থেকে ৪৪০ টাকা দরে। আগের দিন একই বাজারে একই সময়ে দর ছিল ৩২০ থেকে ৩৪০ টাকা। আবার এরচেয়ে কম দাম ছিল বাড্ডার বাজারে। সেখানে মরিচ ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাড্ডা বাজারের বিক্রেতা জামাল সরদার বলেন, যারা মরিচ কিনেছে তারা বেশি বিক্রি করছে। কারণ পাইকারিতে বেড়েছে। আর যাদের মরিচ আগেরদিনের, তারা কমেও বিক্রি করতে পারছে। অন্যদিকে গুলশান ও বনানি কাঁচাবাজারে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করেছেন বিক্রেতারা। কারওয়ান বাজারের আড়তদার আব্দুল বাছেদ মোল্লা বলেন, একদিন আগেই কাঁচা মরিচের দাম বেশ কম ছিল। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। তিনি বলেন, কাঁচামালের দাম চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। আমদানি এখনো কম। ভারত থেকে গত শুক্রবার যত মরিচ এসেছিল, গতকাল তত অসেনি। তাই দাম বেড়েছে।
দেশীয় চাষের কাঁচা মরিচেই চাহিদা মেটে। তবে বর্ষায় মরিচের জমি ক্ষতিগ্রস্ত হলে অথবা বৃষ্টি একেবারে কম হলে উৎপাদন ও সরবরাহ কমে যায়। আবার এ বছর প্রচ- খরার কারণেও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। এবার ঈদুল আজহার আগে গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানি শুরু করে। তবে আমদানির প্রক্রিয়া করতে করতে ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হয়ে যায়।
ছুটিতে আমদানি-রফতানি বন্ধ ছিল। ফলে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। ঈদের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারে অভিযানে নামে। ভারত থেকে আমদানি বাড়ে। এরপর দাম কিছুটা কমলেও ক্রেতার নাগালের মধ্যে অসেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা