রোপা-আমন চাষে ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষক
০৯ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বেশ জোরেসোরে শুরু হয়েছে রোপা-আমন ধান চাষের আবাদ। আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির দেখা এবং এই মাসের মাঝামাঝিতে ঘনঘন বৃষ্টি হওয়ায় রোপা আমন ধান লাগানো শুরু করেছেন কৃষকগণ।
কৃষকরা জানান, সপ্তাহ খানেক আগে থেকেই বরেন্দ্র অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ায় আমারা এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে পুরোদমে আমন ধান লাগানো শুরু করেছে বলে ।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলায় এবার রোপা-আমনের ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার ৭৫৯ হেক্টর। গতবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৮০ হাজার ৫০ হেক্টর। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিছে অর্জিত হয়েছিলো ৮০ হাজার ৮৩ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হেক্টর বেশি আবাদ হয়েছিলো। খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার কৃষকরা আষাঢ়ের শুরুতেই রোপা-আমন ধান লাগানোর কাজ শুরু করে। এছাড়াও জেলার তানোরসহ নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবঞ্জ জেলায় ধান লাগানোর কাজ শুরু করেছে। ঘনঘন আষাঢ় মাসের বৃষ্টি হওয়ায় কৃষকরা এই সুযোগ কাজে লাগাচ্ছেন। আমন ধান চাষে বৃষ্টির কারণে জমিতে পানি কিনে সেচ দিয়ে হয়া না ফলে খরচও কম হয়। তাই বৃষ্টি শুরুর সাথে সাথে কৃষকরা আমন চাষে মাঠে নেমে পড়েছেন।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩ হেক্টর। গতবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ২৪ হাজার ৭৯০ হেক্টর। তবে সেই লক্ষ্যমাত্রা ৫ হেক্টর বেড়ে গিয়ে ২৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিলো। ধানচাষ শুরু হলেও বরেন্দ্র অঞ্চলের কৃষকরা আবাদের খরচ বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট আছেন। করণ হিসেবে জানা গেছে, দিনে দিন লেবারের দাম বৃদ্ধি, সার-কীটনাশকের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দারুণভাবে নাখোশ কৃষকগণ। কৃষকদের উৎপাদিত ধানের নায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা।
রামনগর গ্রামের কৃষক আব্দুল্লাহ-আল-মামুন এলাকায় পুরোদমে রোপা-আমন ধানের আবাদ চলছে জানিয়ে বলেন, এবার ৯বিঘা ধান আবাদ করছি। শ্রমিক সঙ্কট হওয়ায় তাদের ডিমান্ড বেড়ে গেছে। বিঘা চুক্তিতে কাজ করায় লেবার দের প্রতিদিন জনপ্রতি ইনকাম হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা । গত বছরের চেয়ে শ্রমিক খরচ অনেক বেশি পড়ছে।
বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা জানান, অন্য বছরে বৃষ্টির অভাবে আষাঢ়ের ২০ দিন পেরিয়ে গেলেও আমন চাষ শুরু করতে পারেনা। এবার বৃষ্টি বেশি হওয়াই অগ্রিম আমন চাষে নেমেছেন কৃষকেরা। আমন চাষে সেচ খরচ লাগে না। সার খরচও কম। বর্ষার পানির উপর নির্ভর করে আমন চাষাবাদ করা হয়ে থাকে। এ বছর অগ্রিম বৃষ্টি তাই দেরি না করে আমন চাষে নেমে পড়েছেন তারা।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, গোদাগাড়ী উপজেলায় রোপা-আমন ধান চাষের যে লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৩ হেক্টর ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা আশা করা যায় অর্জিত হবে। প্রতিবছর এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এছাড়াও আবহাওয়া অনুকুলে থাকা এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আবাদ পুরোদমে চলছে কোথাও কোন সমস্যা হচ্ছে না।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন বলেন, আষাঢ়ে বৃষ্টি পর্যাপ্ত হওয়ায় এই অঞ্চলে বোরো-আমন ধানের আবাদ শুরু হয়ে গেছে। আশা করা যায় রাজশাহী অঞ্চলে ধানের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা ছাড়িয়ে যাবে বলে জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা