অদক্ষ চালক বাড়াচ্ছে দুর্ঘটনা
১৫ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ক্রমেই বাড়ছে দূর্ঘটনা। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ ও নিয়ম ভঙ্গ করে ওভারলোডিং ও ওভারটেকিং করার প্রবণতা বৃদ্ধির ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এইসব অদক্ষ ও দায়ী চালকের বিরুদ্ধে কঠোর শাস্তি না হওয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর পঙ্গু হচ্ছে হাজারও মানুষ। কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মেধাবী ছাত্র শাখাওয়াত হোসেন গত ১১ জুলাই একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় শাখাওয়াতের ডান পা টি ভেঙ্গে যাওয়ায় সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না।
গত ১১ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জোড়কানন এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যান সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। নিহতরা হলো- সদর দক্ষিণ উপজেলার আলী আহমেদের ছেলে মোর্শেদ আলম (২৭), আবদুর রহিমের ছেলে ফয়সাল (১৬), মোহন মিয়ার ছেলে শাহীন (১৫) এবং শাহ আলমের ছেলে সাকিব (১৬)। তাদের মধ্যে মোর্শেদ পিকআপ চালক। বাকি তিনজন স্কুলের শিক্ষার্থী। আহতদের অনেকে ঢাকা পঙ্গু হসপিটালসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সিমরান হাসান সিফাত দৈনিক ইনকিলাবকে বলেন, দুর্ঘটনার সময় আমি ফয়সালের সঙ্গে ফোনে কথা বলছিলাম। সে তখন আমার দোকান থেকে দুই মিনিটের পথ সামনে পিকআপে ছিল। ফোনে কথা বলতে বলতে শুনলাম বিকট আওয়াজ। পরে সেখান গিয়ে দেখলাম কেউ চাকার ভিতরে ঢুকে গেছে। কেউ গাড়ির নিচে পড়ে আছে। ফয়সালের পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সবাই এদিক ওদিক পড়ে আছে। রক্তে কাউকেই চেনা যাচ্ছিল না। আমি ফয়সালকে টেনে বের করার চেষ্টা করলাম। সে তখনও বেঁচে, তার ব্লিডিং হচ্ছিল। পরে হসপিটালে নেবার পথে সে মারা যায়।
এ ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টোপথে পিকআপে করে কিশোররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের দিকে যাচ্ছিলো। এ সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। উল্টোপথে চলায় দুর্ঘটনায় স্বীকার পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও তিন জন হাসপাতালে মারা যায়। এই দূর্ঘটনায় আরো অনেকই মারাতœক জখম হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। অদক্ষ চালকের বেপোরোয়া গাড়ী চালানো, উল্টেপথে গাড়ী চালানো, স্বেচ্ছাচারিতা, খামখেয়ালীপনা, জনসচেতনতার অভাব এবং সর্বোপরি দায়ী চালকের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান না থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা।
সড়ক-মহাসড়কে প্রতিদিনই যন্ত্রদানবের হত্যার শিকার হয়ে দেশের বহু জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, নিস্পাপ শিশু থেকে বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষার্থী প্রাণ হারাচ্ছেন। চিরদিনের মত পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককেই। সচেতন মহল মনে করছেন, দুর্ঘটনার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং পুলিশ অনেকাংশে দায়। রাজধানীর একমাত্র জাতীয় অর্থপৈডিক (পঙ্গু) হাসপাতালে প্রতিনিয়ত রোগীদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় স্বীকার ব্যক্তিরা ভর্তি হচ্ছেন। অদক্ষ চালকের বেপরোয়া চালনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। পঙ্গুত্ব বরণ এবং মৃত্যু বরণ করতে হচ্ছে অনেকে। প্রতিদিনই দুর্ঘটনায় যোগ হচ্ছে নতুন নতুন মানুষের নাম। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি আহতের সংখ্যা। আহতদের বেশিরভাগকেই বরণ করতে হয় আজীবনের জন্য পঙ্গুত্ব। স্বাভাবিক কর্মক্ষম অবস্থায় তারা আর কখনো ফিরতে পারেন না। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিরূপণ করা গেলেও যারা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান, তাদের হিসাব কেউ রাখে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রতিদিন এত দুর্ঘটনায় পঙ্গুত্বের হার কমাতে সড়ক ব্যবস্থায় উন্নতির দাবী যাত্রী ও জনসাধরনের। মূলত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যেসব উদ্যোগ প্রয়োজন, তা নেয়া হচ্ছে না। মূলত ট্রাফিক আইন বাস্তবায়ন, দক্ষ চালক তৈরি, ফিটনেসবিহীন যান চলাচল রোধ ও সড়ক নিরাপত্তায় ভঙ্গুর অবস্থার কারণে দুর্ঘটনা কমানো সম্ভব হচ্ছে না।
সূত্র জানায়, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ মতে, ১৮ বছর বয়স না হলে পাবলিক প্লেসে কেউ মোটরযান চালাতে পারবে না। পেশাদার চালকদের বয়স হতে হবে নূন্যতম ২২ বছর। পেশাদার চালকদের অবশ্যই মালিকদের কাছ থেকে নিয়োগপত্র নিতে হবে। বেপরোয়া গতি ও মাতাল অবস্থায় গাড়ি চালানো যাবে না। তবে যানবাহন-সংক্রান্ত এ আইন থাকলেও তার প্রয়োগ চোখে পড়ে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চোখ রাখলেই এর সত্যতা মিলবে। যানবাহন চালকদের এক বড় অংশের বয়সই ১৮ বছরের নিচে। তাছাড়া শারীরিকভাবে গাড়ি চালানোয় সক্ষম নন, এমন চালকও রয়েছে। অনেক ক্ষেত্রেই পেশাদারভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়োগপত্রের বালাই নেই। নিয়োগপত্র থাকার আইনি বাধ্যবাধকতা সম্পর্কেও জানেন না অনেক চালক। আর পরিবহন প্রতিষ্ঠানগুলোও তার তোয়াক্কা করে না। ফলে আইন থাকলেও তা অনেক সময় মানা সম্ভব হয়ে ওঠে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে রয়েছে কাঁচপুর, মুগদাপাড়া, মেঘনা, দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি, মিয়াবাজার, ফেনী, মিরসরাই ফাঁড়ি ও থানা। গত ৬ মাসে কুমিল্লায় একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল শিক্ষকসহ অত্যন্ত ৩৯ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক বাস, ট্রাক ও পিকআপ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের জিম্মায় দেয়। এরপর আর আটক যানবাহন সম্পর্কে স্থানীয় লোকজন খোঁজ-খবর নেয় না। অথচ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন থানা ও হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে এমন অভিযোগ অনেক পুরনো। দুর্ঘটনার শিকার পঙ্গু মানুষ কিংবা নিহতের পরিবার কোন ক্ষতিপূরণ না পেলেও পুলিশের বাণিজ্য চলছে রমরমা। বছরের পর বছর মহাসড়ক সংলগ্ন থানাগুলোর এসআই এবং ওসি’রা দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের কাছ থেকে আদায় করে নিচ্ছে মোটা অংকের টাকা। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব টাকার ভাগ পাওয়ায় চাঁদাবাজি বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তিভোগী পরিবারের।
এদিকে দুঘর্টনার কয়েক মাস পর দুঘর্টনার কবলিত যানবাহন মালিকদের সাথে দেন-দরবারে বসেন থানা পুলিশ। মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ছাড়া হয় গাড়ি। দাবিকৃত টাকা পরিশোধ না করলে যানবাহন মালিককে আদালতের স্মরণাপন্ন হতে হয়। তাতে ভোগান্তির শেষ থাকে না। দীর্ঘ সময় ব্যয় করে আদালত থেকে অনুমতি নিয়ে পুনরায় থানা পুলিশের কাছে ধরনা দিতে হয়।
পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, দুর্ঘটনার পরপর একটি গাড়ি থানা থেকে মুক্ত করার জন্য ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পুলিশকে দিতে হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ম্যানেজ করতে পারলে পুলিশকে ৫ হাজার টাকা দিলেই চলে। দুর্ঘটনার পর থানা পুলিশের সাথে সমঝোতার জন্য দায়িত্ব নেন স্ব-স্ব এলাকার পরিবহন মালিক কিংবা শ্রমিকদের সংগঠন। সে অনুযায়ী সহজেই ছাড়া পেয়ে যায় ঘাতক বাস-ট্রাক। বছরের পর বছর এ ধারা অব্যাহত থাকলেও নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ফলে দিন দিন দুর্ঘটনা বাড়ছে অস্বাভাবিক হারে। আর নগদ নারায়ণে তুষ্ট হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে হাইওয়ে পুলিশ। তবে এ বিষয়ে হাইওয়ে পুলিশের পূর্বঞ্চলীয় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, দুর্ঘটনার পর গাড়ির মালিক বা ড্রাইভার এর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে কেউ আসে না বলে পরিবহন মালিকদের বিরুদ্ধে আমরা কোন আইনগত ব্যবস্থা নিতে পারি না।
কুমিল্লার বেসরকারী ট্রমা হসপিটালের ডাক্তার আব্দুল হক জানান, পঙ্গুত্ব ও চিকিৎসা ব্যয়ের চাপে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি আরো বেড়ে যায়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাত-পা ভাঙা, স্পাইন ভাঙা রোগী পঙ্গু হাসপাতালে বেশি আসে। তবে আগের তুলনায় ইদানিং সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়ছে। একবার কেউ হাত-পা হারালে তারা সমাজের জন্য বোঝা হয়ে যায়। তিনি বলেন, দেশে এখনো কৃত্রিম হাত-পা সংযোজনের ব্যবস্থা পর্যাপ্ত না। আর কৃত্রিম হাত-পা লাগালেও অনেকে তা ঠিকমতো মেইনটেইন করতে পারে না। ওই কারণে পঙ্গুত্বের হার কমাতে সড়ক ব্যবস্থায় উন্নতির বিকল্প নেই। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের!
সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালো রাষ্ট্রদূত
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস
ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা
সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন
লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে
গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার
গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন
চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া