ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ইউরোপীয় ভাড়াটে যোদ্ধা গ্রুপ নিশ্চিহ্ন ওয়াগনার আর গুরুত্বপূর্ণ নয় : যুক্তরাষ্ট্র প্রিগোজিনকে সতর্ক থাকার পরামর্শ বাইডেনের

কিয়েভের পাঁচ হাজারের বেশি যুদ্ধ ড্রোন ধ্বংস

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৫ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রুশ বাহিনী পাঁচ হাজারেরও বেশি ইউক্রেনীয় মানববিহীন বিমান (ইউএভি) ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

‘সব মিলিয়ে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নিম্নলিখিত অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে: ৪৫৫টি বিমান, ২৪২টি হেলিকপ্টার, ৫,০০৯টি ইউএভি, ৪২৬টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ১০,৭০০টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধের যান, ১,১৩৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ৫,৪৫৩টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং ১১,৬৬৪টি বিশেষ সামরিক মোটর যান,’ মুখপাত্র বলেছেন। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে হিমারস এবং উরাগন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের নয়টি রকেট প্রতিহত এবং ১৪টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে, জেনারেল রিপোর্ট করেছে।

এদিকে, ‘উই স্ট্যান্ড উইথ রাশিয়া’ আন্দোলনের চেয়ারম্যান ভøাদিমির রোগভ শুক্রবার বলেছেন, জাপোরোজিয়ের দিকে রাবোটিনো এলাকার কাছে ড্রোন ব্যবহার করে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি নাশকতামূলক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে নিশ্চিহ্ন করেছে, যা বিদেশী ভাড়াটে সৈন্যদের দ্বারা গঠন করা হয়েছিল।

‘ওরেখভোর দিক থেকে, রাবোটিনোতে, শত্রুর একটি ধ্বংসাত্মক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে আজ সকালে নির্মূল করা হয়েছিল; এটি বিদেশী ভাষায় কথা বলা লোকেদের দ্বারা গঠন করা হয়েছিল, বা বিদেশী ভাড়াটেদের দ্বারা তৈরি হয়েছিল। এর আগে এমন কোনও গ্রুপের কথা জানা যায়নি। পাঁচজনের ওই শক্তিশালী দলটি একটি সাধারণ পিকআপ ট্রাকে সওয়ার ছিল। রাশিয়ান বাহিনী তাদের নির্মূল করার জন্য কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল,’ তিনি উল্লেখ করেছিলেন। ‘এরা ইউরোপীয় ভাড়াটে যোদ্ধা ছিল,’ রোগভ যোগ করেছেন। তবে তিনি তাদের জাতিয়তা উল্লেখ করেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, ৪ জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। ১১ জুলাই, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাংবাদিকদের বলেছিলেন যে, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ২৬ হাজরেরও বেশি সেনাকে হারিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে, ইউক্রেনের সৈন্যরা কোনো এলাকায় কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

ওয়াগনার আর গুরুত্বপূর্ণ নয় : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার এখন আর ইউক্রেনের রণক্ষেত্রে ‘বলার মত কোনো ভূমিকা রাখছে না’, বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র। রুশ এই বাহিনীর ব্যর্থ এক বিদ্রোহের সপ্তাহ তিনেক পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিবৃতি শোনা গেল। ওয়াগনারের ঐ বিদ্রোহ ছিল সম্ভবত প্রেসিডেন্ট পুতিনের জন্য এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রাশিয়া গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বেশ কতগুলো রক্তক্ষয়ী লড়াইতে ওয়াগনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু পুতিন এখন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই। ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই,’ পুতিন সম্প্রতি রাশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কোমেরসান্টের সাথে এক সাক্ষাৎকারে বলেন। ওয়াগনারকে একটি যোদ্ধা বাহিনী হিসাবে রাখা হবে কিনা – এই প্রশ্নে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ায় বেসরকারি কোনো সামরিক সংস্থা গঠন আইনসিদ্ধ নয়, ফলে এটির কোনো অস্তিত্ব নেই।’ তবে তিনি বলেন কিভাবে ওয়াগনার যোদ্ধাদের আইনসিদ্ধ করা যায় সেই ‘জটিল ইস্যু’ নিয়ে পার্লামেন্টে কথা হবে। যে চুক্তির মাধ্যমে জুনের ২৩-২৪ তারিখে ওয়াগনারের বিদ্রোহের অবসান হয়, তাতে বলা হয় ওয়াগনারের যোদ্ধারা চাইলে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারে, অথবা গোষ্ঠীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সাথে বেলারুশে চলে যেতে পারে। কিন্তু এ সপ্তাহের শুরুর দিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় জুনের ২৯ তারিখে পুতিন মস্কোতে প্রিগোজিন এবং ওয়াগনারের বেশ কজন সিনিয়র কম্যান্ডারের সাথে কথা বলেন।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, ‘এই মুহূর্তে’ মার্কিন সেনাবাহিনীর কাছে এমন কোনো তথ্য-প্রমাণ নেই যাতে বলা যায় যে ইউক্রেনের যুদ্ধে ওয়াগনার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ বলছে ‘সিংহভাগ’ ওয়াগনার যোদ্ধা এখনও ইউক্রেনের রুশ অধিকৃত এলাকাগুলোতে রয়েছে, রাইডার বলেন।

প্রিগোজিনকে সতর্ক থাকার পরামর্শ বাইডেনের : বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে বলেন বিদ্রোহের পর তার ওপর বিষ প্রয়োগের সম্ভাবনা নিয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিনের এখন সতর্ক থাকা উচিৎ। ‘শুধু ঈশ্বর জানেন সে (প্রিগোজিন) এখন কী করবে. আমরা জানিনা এখন সে কোথায় আছে এবং (পুতিনের সাথে) তার সম্পর্ক কী । তবে আমি যদি প্রিগোজিন হতাম, তাহলে কি খাচ্ছি তা নিয়ে সাবধান থাকতাম,’ বলেন বাইডেন। হেলসিঙ্কিতে নরডিক দেশগুলোর সাথে এক শীর্ষ বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে পুতিনের জেতার কোনো সম্ভাবনা নেই। ‘তিনি এরই মধ্যে হেরে গেছেন।’

বাইডেন বলেন রুশ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ‘সিদ্ধান্ত নেবেন যে অর্থনৈতিক, রাজনৈতিক কোনো বিবেচনাতেই এই যুদ্ধ রাশিয়ার স্বার্থের পক্ষে নয়। কিন্তু কখন এবং কীভাবে তা হবে আমি এখনও তা অনুমান করতে পারছিনা।’ তিনি বলেন তার ‘আশা এবং ইচ্ছা’ যে ইউক্রেন তাদের বর্তমান পাল্টা হামলায় যথেষ্ট সাফল্য পাবে - যাতে করে শান্তি মীমাংসা ত্বরান্বিত হতে পারে। কিন্তু এক মাস ধরে এই পাল্টা হামলা চলার পরও, ইউক্রেনের ভেতরে অনেকে এবং ইউক্রেনের অনেক মিত্র এই পাল্টা হামলায় অগ্রগতির ধীর গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। রাশিয়ার মোকাবেলায় ইউক্রেন বহুদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরো অস্ত্র সাহায্য চাইছে, এবং নেটো জোটের সদস্যপদ চাইছে। নেটোতে সদস্যপদের ব্যাপারে সুনির্দিষ্ট দিন-ক্ষণের প্রতিশ্রুতি ইউক্রেন না পেলেও জি-সেভেন জোট ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী একটি নিরাপত্তা কাঠামোর অঙ্গিকার করেছে।

ওদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের সেনা কম্যান্ডার ওলেকসান্ডার তারনাভস্কি মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা বিতর্কিত ক্লাস্টার বোমার প্রথম চালানটি হাতে পেয়েছে। তিনি বলেন এই বোমা সম্মুখ রণক্ষেত্রে ইউক্রেনের সাফল্যে বড় ভূমিকা রাখবে। ‘আমরা এগুলো হাতে পেয়েছি, তবে এখনো ব্যবহার করিনি। কিন্তু এগুলো রণক্ষেত্রের ভারসাম্য আমূল বদলে ফেলতে সক্ষম,’ বলেন ইউক্রেনের সেনা কম্যান্ডার। সূত্র : বিবিসি, রয়টার্স, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

গুজবে কান দেবেন না : জনপ্রশাসন সচিব

গুজবে কান দেবেন না : জনপ্রশাসন সচিব

কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

এনজিও,নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে- চরমোনাই

এনজিও,নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে- চরমোনাই