ভূমধ্যসাগরের চারপাশে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতি সাধারণ হয়ে উঠবে ২১০০ সালের মধ্যে প্রতি বছর ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা

যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপান জুড়ে তীব্র তাপদাহ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কয়েক কোটি মানুষ এখন তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে। একই পরিস্থিতি দক্ষিণ-পশ্চিম ইউরোপ ও জাপানের। বিজ্ঞানিরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও আবহাওয়ার বিশেষ রূপ ‘এল নিনো’র কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা এমন ভয়াবহ রূপ ধারণ করেছে।
এদিকে ভূমধ্যসাগরে বসন্ত ছিল উত্তপ্ত। এপ্রিলে একটি তাপপ্রবাহ আলজেরিয়া, মরক্কো, পর্তুগাল এবং স্পেনে স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা দেখেছিল। বিজ্ঞানীরা আবহাওংা পরিবর্তনের জন্য আবহাওয়ার একটি নির্দিষ্ট অংশকে দায়ী করতে দ্বিধা করতেন। আজকাল তারা আরো আত্মবিশ্বাসী। আবহাওয়া মডেলারদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন মনে করে যে, বায়ুম-লে জমা হওয়া গ্রিনহাউস গ্যাসগুলোর দ্বারা তাপপ্রবাহের সম্ভাবনা প্রায় ১০০ গুণ বেশি হয়েছিল।

এনপিজে ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স-এ ২৬ মে প্রকাশিত একটি গবেষণাপত্রে ব্রিটিশ মেট অফিসের শাখা হ্যাডলি সেন্টারের আবহাওয়া বিশেষজ্ঞ নিকোলাওস ক্রিস্টিডিস, ভবিষ্যতে ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের জন্য কী থাকতে পারে তা দেখুন, এমনকি গরম পৃথিবী। তারা বিশেষভাবে আগ্রহী ছিল যে, অঞ্চলটি কত ঘন ঘন পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে এমন দিনগুলো দেখতে পাবে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত অঞ্চলে তাপপ্রবাহ আরো চরম হয়ে উঠতে পারে ও চলতি সপ্তাহের শেষে তা সর্বোচ্চ হতে পারে। তীব্র গরমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন অঙ্গরাজ্য হলো অ্যারিজোনা। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, গত শুক্রবার অ্যারিজোনার রাজধানী ফিনিক্সের তাপমাত্রা ৪৩ ডিগ্রির ওপরে ছিল। টানা ১৫ দিন শহরটির তাপমাত্রা একপ্রকার অপরিবর্তত রয়েছে।

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বিশ্বের উষ্ণতম জায়গাগুলোর একটি। শনিবার দুপুরে এ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট)। রোববার সেখানকার তাপমাত্রা আরো বাড়ার আভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, ডেথ ভ্যালির তাপমাত্রার পারদ আজ ৫৪ ডিগ্রি সেলসিয়াস (১৩০ ডিগ্রি ফারেনহাইট) হতে পারে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বেশকিছু এলাকায় দাবানল দেখা দিয়েছে। তাই স্থানীয় কর্তৃপক্ষ দিনের বেলা লোকজনকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পানসহ শরীর ঠা-া রাখতে করণীয় সব মেনে চলতে বলা হয়েছে।
এদিকে, কানাডা সরকার বলেছে, দাবানলের কারণে চলতি বছরেই এক কোটি হেক্টর এলাকা পুড়ে গেছে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় দাবানল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হোয়াইট হাউজের আবহাওয়া নীতি উপদেষ্টা হান্না সাফোর্ড আল জাজিরাকে বলেছেন, নিম্ন আয়ের সম্প্রদায়গুলো তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাদের অনেককেই বাইরে কাজ করতে হয় ও বাড়িতে এসি নেই। তাই আমরা নিম্ন আয়ের এসব সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছি।

ইতালিতে রেড অ্যালার্ট : রোম, বোলোগনা ও ফ্লোরেন্সসহ ১৬টি শহরের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি এও পূর্বাভাস দেওয়া হয়েছে যে, এ সপ্তাহের শেষে ইতালির তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারের মধ্যে রোমের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে। আর মঙ্গলবার সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (১০৯ ডিগ্রি ফারেনহাইট) ছুতে পারে, যা ২০০৭ সালের আগস্টে সেট করা রেকর্ড ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১০৪ দশমিক ৯ ডিগ্রি ফারেনহাইট) ভেঙে ফেলবে। তাই নাগরিকদের সর্বকালের সবচেয়ে তীব্র তাপপ্রবাহের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে ইউরোপীয় স্পেস এজেন্সি সতর্ক করে বলেছে সিসিলি ও সার্ডিনিয়া দ্বীপপুঞ্জের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেতে পারে। এটি ইউরোপে রেকর্ড করা সবচেয়ে বেশি তাপমাত্রা হতে যাচ্ছে ও এর ফলে ওই অঞ্চলের জলাশয়গুলো শুকিয়ে যেতে পারে।
এদিকে টানা তৃতীয় দিনের মতো তীব্র গরম পড়ায় বন্ধ রাখা হয়েছে গ্রিসের আকর্ষণীয় পর্যটন এলাকা অ্যাথেনস অ্যাক্রোপোলিস। দেশটির কিছু অংশে গত শনিবার ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। আর শুক্রবার থিবসের কেন্দ্রীয় শহরের তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ফ্রান্সে উচ্চ তাপমাত্রা আর খরার কারণে বিপাকে পড়েছেন খামার ব্যবসায়ীরা। পরিস্থিতি সামলানোর পদক্ষেপ না নিয়ে বিষয়টিকে গ্রীষ্মকালীন স্বাভাবিক পরিস্থিতি বলে উল্লেখ ব্যাপক জনরোষের মুখে পড়েছেন ফরাসি কৃষিমন্ত্রী। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, গত মঙ্গলবার থেকে ফ্রান্সের কয়েকটি এলাকায় দাবদাহজনিত সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ইতিহাসে গত জুন ছিল দ্বিতীয় উষ্ণতম মাস।

শনিবার স্পেনের আবহাওয়া দফতর রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত নতুন তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এসময় ক্যানারি দ্বীপপুঞ্জ ও আন্দালুসিয়া অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আজ সোমবার পর্যন্ত দুদিন জাপানের পূর্বাঞ্চলের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বলছে, এবারের তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

আফ্রিকার দেশ মরক্কোতেও সম্প্রতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা গেছে। দেশটির কিছু প্রদেশে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি মাসের চেয়ে আগামী মাসে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এরই মধ্যে দেশটিতে পানির সঙ্কট দেখা দিয়েছে। দাবদাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আজলুন জঙ্গলে দাবানল দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, পানি সঙ্কটে থাকা জর্ডানকে ওই দাবানল নেভাতে ২১৪ টন পানি ব্যবহার করতে হয়েছে। একই অবস্থা ইরাকেও। জ্বলন্ত গ্রীষ্মকালের পাশাপাশি দেশটিতে চরম লোডশেডিং দেখা দিয়েছে। জানা যায়, দেশটির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছেছে। উইসাম আবেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, টাইগ্রিস নদীতে সাঁতার কেটে নৃশংস গরম থেকে বেঁচে থাকছেন। তবে তীব্র গরমে ইরাকের নদীগুলো যেমন শুকিয়ে যাচ্ছে, তেমনি পুরোনো বিনোদনও কমে যাচ্ছে। সূত্র : আল জাজিরা, দ্য ইকোনমিস্ট।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ