পুলিশ কনস্টেবলসহ সড়কে নিহত ৬
১৬ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দেশের পৃথক জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে সিলেটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এছাড়া মাদারীপুর ও সিরাজগঞ্জে দুইজন করে এবং গাজীপুরে একজন নিহত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
স্টাফ রির্পোটার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড়, মেলকাই ও কালকিনি পৌর এলাকার গোপালপুরে পৃথক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে মোটরসাইকেলে বরিশাল থেকে ঢাকায় যাওয়ার সময় মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটেরসাইকেল আরোহী হাফিজুর রজমান নিহত হয়েছেন। অপর দিকে নিজ মেয়েকে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে দিয়ে ফেরার সময় গোপালপুর ব্রিজে ট্রাক চাপায় গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমানশেখ বলেন, ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন আরেক জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় এক কলেজছাত্রী ও এক নারী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জিম ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, গত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় দুই নারীসহ তিনজনকে নিয়ে একটি মোটরসাইকেল রাস্তা পাড় হওয়ার সময় গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী খাদিজা ও ফাতেমা মারা যান। পরে স্থানীয়ারা ট্রাকটি আটক করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।
টঙ্গী (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, টঙ্গীতে গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী। গত তিন মাস আগে মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। বিয়ে হলেও স্বামীর মুখ দেখা হলো চাঁদনীর। বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, চাঁদনী আক্তার প্রতিদিনের ন্যায় ঢাকার বনানী তার কর্মস্থলের উদ্দেশে সকাল সাড়ে ৯টার দিকে গাড়ির জন্য হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষা করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে হোসেন মার্কেটস্থ ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পদ্মাসেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনীর সামনে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম পরগাছনা এলাকার আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান, জাজিরা উপজেলার মাঝিরকান্দি এলাকার নুরুল ফকিরের ছেলে নজরুল ফকির।
সিলেট : সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সিলেটের পারাইরচকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহী বিশিষ্ট একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহেমদ দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন। তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফয়সল আহমদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।
এদিকে, ফয়সলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহী হচ্ছেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি। তাদের আটক করেছে পুলিশ।
মোগলাবাজার থানার ওসি এস. এম মাইন উদ্দিনকে বলেন, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহত ফয়সলের লাশ এখনও ওসমানী হাসপাতালে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ