টঙ্গীতে নিরাপদ সড়কসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৬ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি জানানো হয়। গতকাল রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় শত শত শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। এই কর্মসূচি পালনের সময় বাসের ধাক্কায় আলিফ (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়। আলিফ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবম শ্রেণির ছাত্র। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচি পালন করার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন ধরে সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুট ওভারব্রিজ স্থাপন বা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে এলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ। ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮ ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে সকালে হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার একই স্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়। এর প্রতিবাদে গত শুক্রবার বিকেলেও সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে তারা আজ শত শত শিক্ষার্থী নিয়ে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
কর্মসূচি অনুযায়ী সকালে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা চারটি দাবি জানায়। দাবিগুলো হলো- টঙ্গীর চেরাগ আলী, কলেজগেট, হোসেন মার্কেট ও বড়বাড়ি এলাকায় স্পিডব্রেকার (গতিরোধক) স্থাপন; উল্লিখিত এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, ওভারব্রিজ নির্মাণের আগপর্যন্ত ট্রাফিক ব্যবস্থা জোরদার; স্পিডব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের মাঝের লেন বন্ধ রাখা।
কলেজ গেট এলাকার ব্যবসায়ি মামুন বলেন, এই স্থানে কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছে। সমস্যাটি প্রায় এক দশকের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি। প্রায়ই ছাত্রছাত্রীরা আহত হচ্ছে, মারা যাচ্ছে।
গতকাল শিক্ষার্থীরা সড়ক অপরাধ করলে পুলিশ তাদের আশ্বাস দিয়ে সরিয়ে দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান বলেন, সকালে শিক্ষার্থীরা মহাসড়কে মানববন্ধনে অংশ নিয়েছে। আমাদের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ