ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৪
১৬ জুলাই ২০২৩, ১১:৪১ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রতিদিন ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বাড়ছে এবং মৃত্যের ঘটনাও ঘটছে। গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৩ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৫৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮০১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৮৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৮৫০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২৮ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮১৭ জন। ঢাকায় ১০ হাজার ৬১৪ এবং ঢাকার বাইরে ৫ হাজার ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে চট্টগ্রামে আরো ২ জনের মৃত্যু হাসপাতালে ৭৪
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ অব্যাহত আছে। গতকাল রোববার আরও দুই জনের মৃত্যুর সংবাদ দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ১৬ জনের মৃত্যু হলো ডেঙ্গু জ্বরে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারেও রোগীর ভিড়। উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে জ¦র হলেই মানুষ ছুটছেন চিকিৎসকের কাছে, হাসপাতালে।
নমুনা পরীক্ষায় সনাক্ত হচ্ছে ডেঙ্গু। এরপরও নগরজুড়ে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে তেমন তোড়জোড় নেই। সিটি কর্পোরেশন রুটিন অভিযান চালিয়ে গেলেও নির্বিকার অন্যরা। বিশেষ করে ভবন ও বাড়ির মালিকেরা তাদের বাড়ির আশপাশ পরিষ্কার করার ব্যাপারে একেবারেই উদাসীন। ডেঙ্গু হলেই হাসপাতালে ছুটছেন অথচ ডেঙ্গু প্রতিরোধে কিছুই করছেন না। ফলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা প্রবল হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে গত ২৪ ঘন্টায় ৭৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন আছেন। বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৩৬ জন চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দু’জন হলেন, মো. আলমগীর (৩০) ও মো. আব্দুল মান্নান (৪৫)। পটিয়া উপজেলার শোভনদ-ী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের আব্দুল মান্নানকে গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি মারা যান। পটিয়া থেকে আলমগীরকে শনিবার নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তিনি মারা গেছেন।
চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৮ জন শিশু, ৬ জন পুরুষ ও ২ জন মহিলা। চলতি বছরের শুরু থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট এক হাজার ৩৭৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের ১৬ দিনে আক্রান্ত হয়েছেন ৯১২ জন। আক্রান্তদের মধ্যে ৩৫৬ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এক হাজার ২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ