যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আজ
১৬ জুলাই ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আজ। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট, বরিশাল ও বগুড়ার তুলনায় বেশি নেতাকর্মী উপস্থিত করে দেখাতে চায় বিএনপির এই তিনটি অঙ্গ সংগঠনের খুলনা মহানগর ও জেলা শাখা। সমাবেশের দিন গণপরিবহন বন্ধ, পথে পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে সমাবেশ সফল করতে নেয়া হচ্ছে বিভিন্ন কৌশল।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব বাধা উপেক্ষা করে যাতে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করতে পারে সেজন্য বিভিন্ন কৌশল নেয়া হয়েছে। বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের একটি বড় অংশ আগের দিন রাতের (রোববার রাত) মধ্যে খুলনা নগরীতে চলে আসবে। তারা আত্মীয়-স্বজনের বাড়ি, ছাত্রাবাস ও আবাসিক হোটেলে অবস্থান করবে।
তারা জানান, পুলিশ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সমাবেশে যেতে বাধা দেয় তাহলে তা প্রতিহত করার প্রস্তুতি থাকবে। বিএনপি নেতারা পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবেন, যাতে তারা সমাবেশের দিন গণপরিবহন বন্ধ না রাখে। আর যদি বাস বন্ধ থাকে তাহলে নেতাকর্মীদেরকে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে আসার নির্দেশনা দেয়া হয়েছে।
তারা আরো জানান, সমাবেশের দুই-এক দিন আগে পুলিশ নেতাকর্মীদের আটক করতে পারে, সে ব্যাপারে আগেই সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সমাবেশের দিন দলবেঁধে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেয়া হয়েছে। সড়ক পথের পাশাপাশি কাছাকাছি এলাকার নেতাকর্মীদেরকে নদীপথে আসার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, আগামী ১৭ জুলাই নগরীর সোনালী ব্যাংক চত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ করা হবে। তারা সোনালী ব্যাংক চত্বর, হাদিস পার্ক অথবা শিববাড়ি মোড়ে সমাবেশ করার জন্য সিটি করপোরেশনের কাছে অনুমতি চেয়েছিলেন। সিটি করপোরেশন সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশের বিষয়টি চিঠি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হবে। প্রথমে জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ১২টায়। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তিনি জানান, অন্যান্য স্থানের ‘তারুণ্যের সমাবেশের’ তুলনায় তারা বেশি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছেন। বিভাগের সব জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে আসবে। লক্ষাধিক নেতাকর্মী জমায়েত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তারা থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করছেন, জনগণকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিলি করা হচ্ছে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আমাদের সমাবেশগুলোতে বিভিন্নভাবে বাধা দেয়া হয়। গণপরিবহন বন্ধ রাখা হয়, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। এ বিষয়গুলো মাথায় রয়েছে। দূর-দূরান্তের অনেক নেতাকর্মী সমাবেশের আগের দিন খুলনায় এসে অবস্থান করবে। এই সমাবেশকে আমরা ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে দেখছি। তিনি জানান, নগরীর সোনালী ব্যাংক চত্বর থেকে শিববাড়ি মোড় পর্যন্ত মাইক দেয়া হবে।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি জানান, ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে নগরীর ৫ থানা ও ৮টি কলেজে প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিলি করা হচ্ছে, নগরীতে মাইকিং করা হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল জানান, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। গত ১২ ও ১৩ জুলাই প্রচার মিছিল করা হয়েছে। এটি তারুণ্যের সমাবেশ হলেও এই সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরাই আসবে।
এদিকে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দেবে দীর্ঘদিন ধরে কোনঠাসা খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র নেতৃত্বাধীন গ্রুপ। তাদেরকে বাদ দিয়ে ২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে অভিমানে দলে তারা নিষ্ক্রিয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ