ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সকল প্রস্তুতি সম্পন্ন

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আজ

Daily Inqilab খুলনা ব্যুরো

১৬ জুলাই ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আজ। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট, বরিশাল ও বগুড়ার তুলনায় বেশি নেতাকর্মী উপস্থিত করে দেখাতে চায় বিএনপির এই তিনটি অঙ্গ সংগঠনের খুলনা মহানগর ও জেলা শাখা। সমাবেশের দিন গণপরিবহন বন্ধ, পথে পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে সমাবেশ সফল করতে নেয়া হচ্ছে বিভিন্ন কৌশল।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব বাধা উপেক্ষা করে যাতে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করতে পারে সেজন্য বিভিন্ন কৌশল নেয়া হয়েছে। বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের একটি বড় অংশ আগের দিন রাতের (রোববার রাত) মধ্যে খুলনা নগরীতে চলে আসবে। তারা আত্মীয়-স্বজনের বাড়ি, ছাত্রাবাস ও আবাসিক হোটেলে অবস্থান করবে।

তারা জানান, পুলিশ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সমাবেশে যেতে বাধা দেয় তাহলে তা প্রতিহত করার প্রস্তুতি থাকবে। বিএনপি নেতারা পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবেন, যাতে তারা সমাবেশের দিন গণপরিবহন বন্ধ না রাখে। আর যদি বাস বন্ধ থাকে তাহলে নেতাকর্মীদেরকে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে আসার নির্দেশনা দেয়া হয়েছে।

তারা আরো জানান, সমাবেশের দুই-এক দিন আগে পুলিশ নেতাকর্মীদের আটক করতে পারে, সে ব্যাপারে আগেই সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সমাবেশের দিন দলবেঁধে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেয়া হয়েছে। সড়ক পথের পাশাপাশি কাছাকাছি এলাকার নেতাকর্মীদেরকে নদীপথে আসার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, আগামী ১৭ জুলাই নগরীর সোনালী ব্যাংক চত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ করা হবে। তারা সোনালী ব্যাংক চত্বর, হাদিস পার্ক অথবা শিববাড়ি মোড়ে সমাবেশ করার জন্য সিটি করপোরেশনের কাছে অনুমতি চেয়েছিলেন। সিটি করপোরেশন সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশের বিষয়টি চিঠি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে। সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হবে। প্রথমে জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ১২টায়। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তিনি জানান, অন্যান্য স্থানের ‘তারুণ্যের সমাবেশের’ তুলনায় তারা বেশি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছেন। বিভাগের সব জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে আসবে। লক্ষাধিক নেতাকর্মী জমায়েত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তারা থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করছেন, জনগণকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিলি করা হচ্ছে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আমাদের সমাবেশগুলোতে বিভিন্নভাবে বাধা দেয়া হয়। গণপরিবহন বন্ধ রাখা হয়, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। এ বিষয়গুলো মাথায় রয়েছে। দূর-দূরান্তের অনেক নেতাকর্মী সমাবেশের আগের দিন খুলনায় এসে অবস্থান করবে। এই সমাবেশকে আমরা ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে দেখছি। তিনি জানান, নগরীর সোনালী ব্যাংক চত্বর থেকে শিববাড়ি মোড় পর্যন্ত মাইক দেয়া হবে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি জানান, ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে নগরীর ৫ থানা ও ৮টি কলেজে প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিলি করা হচ্ছে, নগরীতে মাইকিং করা হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল জানান, থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। গত ১২ ও ১৩ জুলাই প্রচার মিছিল করা হয়েছে। এটি তারুণ্যের সমাবেশ হলেও এই সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরাই আসবে।

এদিকে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দেবে দীর্ঘদিন ধরে কোনঠাসা খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র নেতৃত্বাধীন গ্রুপ। তাদেরকে বাদ দিয়ে ২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে অভিমানে দলে তারা নিষ্ক্রিয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

কানপুরেও একই দল নিয়ে খেলবে ভারত

কানপুরেও একই দল নিয়ে খেলবে ভারত

রাঙামাটিতে ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে, ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিতে ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে, ১৪৪ ধারা প্রত্যাহার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফা ভোট গণনা চলছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফা ভোট গণনা চলছে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি