ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে মেহনতি শ্রমিক-জনতার মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পদত্যাগ করুন নইলে পালানোর পথ পাবেন না

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৬ জুলাই ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

এক দফা দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণদাবি মেনে পদত্যাগ করুন নইলে পালানোর পথ পাবেন না। আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার যতই ফন্দি-ফিকির করেন কাজ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। জনতার তীব্র আন্দোলনে খড়কুটোর মতো ভেসে যাবেন।

বিদেশিরা কি বললো তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। শান্তিপূর্ণ তীব্র গণ আন্দোলনের মাধ্যমেই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে এ আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। ইতোমধ্যে তার রূপরেখাও জাতির সামনে উপস্থাপন করা হয়েছে।

তিনি গতকাল রোববার চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ীতে জাতীয়বাদী শ্রমিক দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চলমান এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এ মহাসমাবেশে শ্রমিক জনতার ঢল নামে। বন্দরনগরী ও জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও তিন পার্বত্য জেলা ও কক্সবাজার অঞ্চলের শ্রমিক জনতা মহাসমাবেশে যোগ দেন। নির্ধারিত সময় বেলা ২টার আগেই কাজির দেউড়ী মোড়ের অদূরে নূর আহমদ সড়কের পুরাতন বিমান অফিস চত্বরে স্থাপিত সুবিশাল মঞ্চকে ঘিরে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। বিভিন্ন এলাকা থেকে মেহনতি শ্রমিক জনতা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। জনতার গগনবিদারী সেøাগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

উত্তাল জনতার এ বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ অবৈধ লুটেরা মাফিয়া সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে। মহাসমাবেশে জনতার উত্তাল সমুদ্রের ঢেউ প্রমাণ করে এ সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণের একটাই দাবি এ সরকারের পদত্যাগ। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করেছে। ১৯৭৪ সালে তারা ঘোষণা দিয়ে বাকশাল কায়েম করেছিল। কিন্তু এবার অঘোষিতভাবে বাকশালী শাসন কায়েম করা হয়েছে। এক এগারোর মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের সাথে আঁতাত করে ২০০৮ এ ক্ষমতায় আসার পর থেকে একদলীয় শাসন কায়েমের এ প্রক্রিয়া শুরু হয়। বিগত’১৪ সালে তারা বিনাভোটে ক্ষমতা দখল করেছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করে নিয়েছে। এবার আর তাদের সেই সুযোগ দেয়া হবে না।

ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার এখনও নানা ফন্দি-ফকির করছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনকে তাদের মতো করে সাজানো হচ্ছে। মন্ত্রীদের পিএস, এপিএসদের জেলা প্রশাসক বানিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পুলিশে রদবদল করা হচ্ছে। আর ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন এসব দেখছে। তারা আবার বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবেন। বর্তমান নির্বাচন কমিশন অথর্ব উল্লেখ করে তিনি বলেন, তাদের যেটুকু ক্ষমতা ছিল তাও এ সরকার সংসদে আইন করে তা কেড়ে নিয়েছেন। এই নির্বাচন কমিশন নিয়ে মানুষের কোন আগ্রহ নেই।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছেন। কিন্তু ২০১১ সালে শেখ হাসিনার সরকার এ ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশে সংঘাত সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতাকে চিরস্থায়ী রূপ দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, অবৈধ এ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভোট ও ভাতের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পেতে মানুষ রাস্তায় নেমে এসেছে। জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অতীতে কি করেছেন ভুলে যান। মান-সম্মান নিয়ে ক্ষমতা ছেড়ে দিন আর না হলে আন্দোলনে ভেসে যাবেন। বর্তমান সরকার বিগত দেড় দশকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৬শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তিন জন সংসদ সদস্যকে তুলে নেওয়া হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। এতকিছুর পরও বিএনপির নেতাকর্মীরা ভয় পায়নি। তারা রাস্তায় নেমে এসেছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রাস্তায় নেমেছি। বিজয় আমাদের অবশ্যম্ভাবী। জনতার আন্দোলন অবশ্যই বিজয় হবে।

সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ চরম দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, এ সরকার দেশকে দুই ভাগ করে দিয়েছে। একদিকে রয়েছে শাসক দলের লুটেরা। আর অন্যদিকে শোষিত জনগণ। অর্থমন্ত্রী বলছেন, আইএমএফের ঋণ তারা কয়েকজনে শোধ করে দিতে পারেন। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা যে লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করেছেন পাচার করেছেন এটাই তার প্রমাণ। কারণ আওয়ামী লীগের নেতারা এখন একেকজন হাজার কোটি টাকার মালিক।

আওয়ামী লীগের চরিত্র হচ্ছে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা। তারা বলেছিলো, ১০ টাকায় চাল খাওয়াবে। এখন চালের কেজি ৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কর্মী ছাড়া কারও চাকরি হচ্ছে না। মেহনতি শ্রমিক জনতা কষ্টে দিন পার করছেন। বাজারে জিনিসপত্রের দামে আগুন। সরকারের লুটপাটের কারণে সাধারণ মানুষ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। টানেল করুন আপত্তি নেই, ফ্লাইওভার করুন তাতেও আপত্তি নেই। কিন্তু উন্নয়নের নামে অর্থ লোপাট দেশের অর্থনীতিকে ফোঁকলা করে দিয়েছে।

প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এ সরকারকে তাদের চূড়ান্ত বার্তা দিয়েছে। বিদেশিরাও জানিয়ে দিয়েছে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু সরকারি দলের নেতারা তাদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে বিদেশিদের বার্তাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলেন, একটা দেশের মন্ত্রীরা এসে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে বলছেন তারা অবাধ, সুষ্ঠু, নির্বাচন দেখতে চান। এ লজ্জায় প্রধানমন্ত্রীর আত্মহত্যা করার কথা। অথচ এটা নিয়ে তারা আত্মতৃপ্তিতে ভোগার চেষ্টা করছেন। তিনি বলেন, জনগণের ভাগ্য নির্ধারণ তথা ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকেই রাস্তায় নামতে হয়। এ দেশের মানুষ এখন এ সরকারকে হটাতে রাস্তায় নেমে গেছে। বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করছে তারাও এক দফার শ্লোগান তুলেছে। এর বাইরে যারা আছেন তারাও সরকারের বিদায় ঘণ্টা বাজাতে মাঠে নেমেছেন। ফলে আওয়ামী লীগ এখন একা। তবে কিছু হালুয়া-রুটিভোগী এখন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। সরকারের পতন ঘনিয়ে আসলে তারাও পালাবেন। তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন গণভবন ছেড়ে দিলে তিনি কোথায় থাকবেন। তবে তিনি যে অবৈধভাবে গত ১০ বছর গণভবন দখলে রেখেছেন তার ভাড়া দিয়ে যেতে হবে। বিএনপির প্রতিটি সমাবেশ এখন মহাসমাবেশ উল্লেখ করে তিনি বলেন, জনগণ এ অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। তাদের আর শেষ রক্ষা হবে না।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন তৃণমূলে ছড়িয়ে গেছে। এখন এ আন্দোলনের সুফল ঘরে তুলতে হবে। তৃণমূলে মেহনতি শ্রমিক জনতা যখনই কোন আন্দোলনে শরিক হয়েছে তখনই আন্দোলন সফল হয়েছে। চলমান আন্দোলনও এখন সাফল্যের দ্বারপ্রান্তে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, লুটেরা ভোট চোর সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। জনতার উত্তাল তরঙ্গ শেখ হাসিনাকে চরম বার্তা দিয়েছে। অবিলম্বে ক্ষমতা ছাড়ুন, সংসদ ভেঙ্গে দিন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। আর তা না হলে পালানোরও পথ পাবেন না।

বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বীর চট্টলার জনগণ এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সারা দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

মহাসমাবেশের সমন্বয়কারী বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ^াস বলেন, চট্টগ্রামের মহাসমাবেশের এ উত্তাল তরঙ্গ প্রমাণ করে শেখ হাসিনার দিন শেষ। নির্যাতিত, মজলুম মানুষ আজ এক কাতারে এসেছে। সারা দেশের মানুষের একটাই দাবি, সরকারের পদত্যাগের। অতএব জনতার এ দাবি উপেক্ষা করার সুযোগ নেই।

মহাসমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, শামসুল আলম, শেখ নুরুল্লাহ বাহারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

কানপুরেও একই দল নিয়ে খেলবে ভারত

কানপুরেও একই দল নিয়ে খেলবে ভারত

রাঙামাটিতে ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে, ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিতে ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে, ১৪৪ ধারা প্রত্যাহার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফা ভোট গণনা চলছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফা ভোট গণনা চলছে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি