রেকর্ড ভেঙে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি, যুক্তরাষ্ট্রে ৫৬!
১৮ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
গোটা বিশ্বেই তাপমাত্রা অস্বাভিক হারে বাড়ছে। সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। যা সর্বকালীন রেকর্ড। এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। এমনকী এশিয়ার বিভিন্ন দেশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে।
বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিগত কয়েক বছর ধরেই উদ্বিগ্ন সব দেশ। এরই মাঝে এবছর এল নিনোর প্রভাব পড়েছে। বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। তাপমাত্রা রকেট গতিতে ছুটেছে ঊর্ধ্বমুখে। আর এর জেরে আমেরিকা, ইউরোপ, এশিয়ার বহু জায়গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভাঙছে। তাপপ্রবাহে নাজেহাল মানুষজন। শুষ্ক আবহাওয়ার জেরে দেখা দিচ্ছে দাবানল। এল নিনো কী? ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রতি তিন ও সাত বছর অন্তর আবহাওয়ার ধরনে বদল ঘটে প্রশান্ত মহাসাগরে। বায়ু, সমুদ্র স্রোত, সমুদ্রের ও আবহাওয়ার তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়। এর প্রভাব সরাসরি পড়ে বর্ষা এবং তাপমাত্রার ওপর। প্রসঙ্গত, এল নিনোর জেরে ঠান্ডা পানি কোনওভাবেই ভৌম তলে আসতে পারে না। এর জেরে পানি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। এর জেরে গড় বৃষ্টিপাত কমে যেতে পারে। খরা পরিস্থিতিও দেখা দিতে পারে।
জানা গিয়েছে, ইউরোপের ইতালিতে সিসিলি, সার্দিনিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ইউরোপের কোথাও এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছোঁয়নি। এদিকে রোম, ফ্লোরেন্সের মতো অন্যান্য শহরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গিয়েছে। এছাড়া স্পেন, রোমানিয়া, গ্রিসের বহু জায়গায় তাপপ্রবাহ বইছে। এদিকে চীনের শিনজিয়াং প্রদেশের সানাবো শহরের সর্বোচ্চ তাপমাত্রা সম্প্রতি ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। জাপানে আজও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৮ সালে কুমাগায়া শহরে সেই রেকর্ড তৈরি হয়েছিল। তবে এবছর সে রেকর্ড ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে সেদেশের সরকার। এই আবহে জারি করা হয়েছে হিটস্ট্রোক সতর্কতা।
অন্যদিকে আমেরিকার ফ্লোরিডা, লাস ভেগাস, ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ বইছে। রোববার ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। আমেরিকার মোট ৩৮টি শহরে সর্বোচ্চ তাপমাত্রার সর্বকালীন রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলে দাবি করা হয়েছে বিবিসির একটি রিপোর্টে। এই আবহে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সেদেশের সরকার।
দক্ষিণ ইউরোপে তাপমাত্রা সোমবার দক্ষিণ স্পেনে শীর্ষে পৌঁছেছে, চরম তাপ তরঙ্গ প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। স্পেনের দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলে অস্থায়ী তাপমাত্রা আন্দুজারে ৪৪.৮ সেলসিয়াস এবং নিকটবর্তী জায়েনে ৪৪.৭ সেন্টিগ্রেডে পৌঁছেছে। দক্ষিণ ইউরোপ জুড়ে একটি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, মধ্য ভূমধ্যসাগরে তাপমাত্রা আজ শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এশিয়ায়, স্থানীয় মিডিয়া জানিয়েছে যে, জাপানে কমপক্ষে ৬০ জনের হিটস্ট্রোকের জন্য চিকিৎসা নিয়েছে, যাদের বেশিরভাগকে হাসপাতালে পাঠানো হয়েছে। জিনজিয়াং অঞ্চল সহ চীনের কিছু অংশও রেকর্ড তাপ অনুভব করছে। উত্তর আমেরিকা ও ইউরোপেরও রেহাই পায়নি। এ সপ্তাহে ইউরোপে তাপমাত্রা শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে, যখন উত্তর আমেরিকায় তাপপ্রবাহ আগামী সপ্তাহে প্রসারিত হওয়ার পূর্বাভাস রয়েছে। সূত্র : বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা