তীব্র যানজটে ভোগান্তি রাজধানীবাসীর
১৮ জুলাই ২০২৩, ১১:৫৫ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
একই দিনে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী, পথচারী। যানজটে পড়ে পথেই দীর্ঘ সময় কাটাতে হয়েছে যাত্রীদের।
পদযাত্রাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যান চলাচল কমে যায়। গণপরিবহন না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। বিশেষ করে সড়কের যে পাশ দিয়ে পদযাত্রা কর্মসূচি চলছে সে পাশ স্থবির হয়ে পড়ে। একদিকে যানজট অন্যদিক গরমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হলে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে সড়কের এক পাশে সব যানবাহন আটকে দিয়ে পদযাত্রা কর্মসূচি চলায় রাজধানীর কিছু পয়েন্টে গাড়িতে বসে ঘণ্টার ঘণ্টার অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেক যাত্রীকে বিকল্প পথে সিএনজি বা রিকশায় যাতায়াত করতে হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
একজন বেসরকারি চাকরিজীবী বলেন, বিজয়নগর থেকে ফকিরাপুল মোড়ে যেতে অন্যদিন ২০ থেকে ৩০ টাকা ভাড়া লাগে। আজ ৬০ টাকার কমে কেউ যেতে রাজি হচ্ছে না। আরেকজন বলেন, সড়কে গাড়ি কম থাকায় রিকশাযোগে যেতে চাচ্ছেন তিনি। প্রায় ২০ মিনিট অপেক্ষার পরও তিনি রিকশা পাননি। রামপুরার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা হলেও আজ ১২০ টাকার কমে কেউ যেতে রাজি হচ্ছেন না।
একজন রিকশাচালক জানান, রাস্তায় দুপুর বেলায় রোদ বেশি, গাড়িও কম। সবাই ক্লান্ত। এ অবস্থায় দু-পাঁচ টাকা বেশি দিলে ক্ষতি কী, প্রশ্ন রাখেন তিনি। কাওরান বাজার থেকে বাসে সদরঘাটের যাত্রী শামীম বলেন, ৪০ মিনিট দাঁড়িয়েও কোনও বাসের দেখা পাননি। ৩০ থেকে ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে কোনো বাস পাইনি।
একজন পাঠাওচালক বলেন, মিরপুরের দিকে যাওয়ার কোনও সুযোগ নেই। পুরো রাস্তা ব্লক। তাই খ্যাপ নিয়ে আপাতত ওই পথে যাচ্ছি না। বিকালের মধ্যে বিজয় সরণি, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে পল্টন, মতিঝিল এলাকায় তিনটার আগ পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে। তবে পদযাত্রাটি এসব সড়ক দিয়ে যাওয়ার সময় যানজট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরা লোকজনের ভোগান্তি বাড়বে। মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ রুটে যাতায়তকারী যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শাহেদ আল মাসুদ বলেন, পদযাত্রাটি যেদিক দিয়ে আসছে সেদিকের সব কয়টা পথ বন্ধ হয়ে গেছে। মিরপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তবে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা স্বাভাবিক হবে না।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশের পর সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের সামনে হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত র্যালি হওয়ায় এলাকাগুলোতে লোকজনের ভিড় বেড়েছে। এসব সড়কে বিকালের পর যানজট দেখা দেয়। শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত যানজট রয়েছে।
রমনা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জয়নাল আবেদীন বলেন, দুপুর দুইটার পর থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবনের পথে লোকজনের ভিড় বেড়েছে। এতে যানবাহনের কিছুটা ধীরগতি এসেছে। লোকজন রাস্তা থেকে সরে গেলে যানজট কমে যাবে বলে আশা করি। আমাদের পক্ষ থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার