যাওয়ার কথা ছিল বিদেশে পদযাত্রায় গিয়ে হলেন লাশ
১৯ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
নিহত কৃষকদলের কর্মী সজিব হোসেনের গ্রামের বাড়িতে চলছে মাতম। তার মায়ের কান্না যেন থামছেই না। মাটিতে লুটিয়ে বিলাপ করছেন সজীবের মা নাজমা বেগম। তিনি বলছেন, ‘বাবারে, তুই বুঝি আমার জন্য আর ওষুধ কিনে আনবি না? মাকে ছাড়া তুই কীভাবে থাকবি? কই গেলি?’ প্রতিবেশী ও স্বজনদের চোখেমুখেও কষ্টের ছাপ।
জানাযায়, আর কয়েক দিন পর সজীব হোসেনের বিদেশে যাওয়ার কথা ছিল। তার বড় ভাই সউদী প্রবাসী মিজানুর রহমান তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করেছেন। সউদী আরবে যাওয়ার জন্য তিনি দেশে গাড়ি চালানোও শিখেছেন। কিন্তু আর সউদী আরব যাওয়া হলো না তার। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় যোগ দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন তিনি।
দুপুরে সজীবদের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত সজীবের বোন কাজল আক্তার ছোট ভাইয়ের কথা মনে হতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন কাজল। কান্নাজড়িত কণ্ঠে ভাইয়ের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা আমার ভাইকে মেরেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো।’ সজীবের বাবা বলেন, সজীব টাইলসের কাজ করতেন। গতকাল যখন সজীব বাড়ি থেকে বের হয়, তখন তাকে বলেছিলেন, ‘বাবা, আমি একটু লক্ষ্মীপুর থেকে আসি।’ সজীব আর বাড়ি আসল না। এল তার লাশ।’
গতকাল বুধবার দুপুরের দিকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে হাসপাতাল থেকে লাশ বুঝে নেয় পুলিশ। সেখান থেকেই সজীবের লাশ পুলিশ ও র্যাবের পাহারায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর থেকেই জানাজায় অংশ নিতে সজীবের গ্রামের বাড়ি স্বজনেরা আসতে থাকেন। নিহত কৃষক দলের কর্মীর পরিবারের সদস্যদের খোঁজ নিতে ছুটে আসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত মঙ্গলবার বিকেলে চারটার পর বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের গোডাউন রোড থেকে বাজার সড়ক হয়ে দক্ষিণ তেমুহনীতে যাচ্ছিলেন। মিছিলের একটি অংশ সামাদ মোড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সজীব গুরুতর আহত হন। ছুরিকাঘাত থেকে বাঁচতে তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেন এবং সেখানেই তার মৃত্যু হয়। কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পথযাত্রায় নেতা-কর্মীদের ওপর পুলিশ নির্দয়ভাবে গুলি করেছে। দুজনের চোখে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমকে ঢাকায় পাঠানো হয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে শতাধিক নেতা-কর্মীরা চিকিৎসাধীন। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সজীবকে কুপিয়ে হত্যা করেন। আমরা এ হত্যাকা-ের বিচার চাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
মুজিবনগরে ১৮ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
শেরপুর সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জ্যাক স্মিথের প্রতিবেদনে ট্রাম্পের ২০২০ নির্বাচনে কারচুপির প্রচেষ্টা প্রকাশ
৫৯ জনকে সহকারী সচিব পদে পদোন্নতি
প্রাণঘাতী যন্ত্রদানব ট্রাক্টরটলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন
ঘরের ধর্নায় ঝুলছিলো ইটভাটা শ্রমিকের লাশ
লাখো মানুষকে বরণ করে নিতে প্রস্তুত ঐতিহাসিক বালাই হাওর
রাহুলকে 'গাধা' বলে পরেশের কটাক্ষ
বিএনপির ত্যাগী কর্মী আব্দুস সালাম
কটিয়াদীতে দুই মাদক কারবারি আটক
ঢাকা মেডিকেল থেকে ফের ভুয়া ‘নারী চিকিৎসক’ গ্রেফতার
বাংলাদেশ নিয়ে ফের মিথ্যা খবর রিপাবলিক বাংলার
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল-ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে : ডিএমপির ডিবি প্রধান
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
পুরান ঢাকার আকাশজুড়ে আজ বসবে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা
জুলাই বিপ্লবে শহীদ মোসলে উদ্দিনের কন্যা সন্তানের জন্ম
ব্যাংকিং সুবিধাসহ সকল কারখানা খুলে দেয়ার দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের মানববন্ধন
নিজপানুয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন হুমায়ুন খন্দকার