আজ ঢাকাসহ সারাদেশে শোক র্যালি
১৯ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিএনপি ও সমমনা দলগুলোর পদযাত্রা কর্মসূচির সাফল্যে জনগণের রায় প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের পক্ষে জনগণের রায় ঘোষিত হয়েছে এই কর্মসূচিতে। পদযাত্রায় বাঁধভাঙ্গা ¯্রােতের মতো সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। এই পদযাত্রার বিশাল পরিসর দেখে আওয়ামী নেতা-মন্ত্রীরা জ্বরের ঘোরের মতো বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিক অসুস্থ রোগীর মতো আওয়ামী মন্ত্রীরা উন্মত্তের মতো আচরণ করছেন। তাদের প্রতিহিংসার জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে সহিংস হানাহানী ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। প্রাণ কেড়ে নেয়া হয়েছে লক্ষীপুরের কৃষকদল নেতা সজীব হাসান, গুলি এবং অস্ত্রের আঘাতে জখম ও পঙ্গু করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বিশ্বব্যাপী আজ প্রত্যাখাত, ওবায়দুল কাদের সাহেবদের গলাবাজি দিয়ে সরকারের অবৈধ স্বত্তাকে সুরক্ষা দেয়া যাবে না। এবারে আওয়ামী তরী ডুবন্ত, এটিকে আর টেনে তোলা যাবে না। ক্ষমতা ধরে রাখার আর কোন কৌশল তাদের কাজে আসবে না। হাসিনার ঝুড়িতে চাপাবাজী করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার একটি ডিমও অবশিষ্ট নেই। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক ফ্লাইটে তাদের জন্য কেউ আর ‘টিকটিকি’র ডিম’ নিয়ে আসবে না। তারা এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন। কুটনৈতিক ভাষা ওবায়দুল কাদের সাহেবরা বোঝেন না বলেই ‘ন’-কে ‘ণ’ মনে করেন। তাই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে নয়, এটিই বাংলাদেশের জনগণের ভাষা। এবার এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ এরা বিরোধী দল, মুক্ত সংবাদপত্র ও স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী মানুষদের ওপর গুন্ডামি করে এসেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছে। সার্বিকভাবে গণতন্ত্রকে মরণযাত্রায় পাঠিয়ে তারা ভেবেছিল বাংলাদেশকে চিরস্থায়ীভাবে ‘শেখ রাজত্বে’ পরিণত করবে। অরাজকতার ঘন তমি¯্রা সৃষ্টি করে দেশের মানুষের মন থেকে স্বপ্ন, আশা মুছে দিয়ে এক হতাশার রাজ্য প্রতিষ্ঠা করবে। এবার জনগণ অবৈধভাবে সাজানো শেখ হাসিনার মসনদ ভেঙ্গে তছনছ করে দিবে। আওয়ামী সন্ত্রাসী আর আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় দলবাজ সদস্যদের দিয়ে রাজত্ব ধরে রাখা যাবে না।
তিনি জানান, ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির প্রায় ৩ হাজার নেতাকর্মী আহত ও ১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ২ হাজার নেতাকর্মী।
কর্মসূচি: বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোকর্যালী অনুষ্ঠিত হবে। ঢাকায় বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এছাড়াও সরকারের পদত্যাগ ও ১ দফা দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশে বিএনপি’র পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা