আজ ঢাকাসহ সারাদেশে শোক র্যালি
১৯ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিএনপি ও সমমনা দলগুলোর পদযাত্রা কর্মসূচির সাফল্যে জনগণের রায় প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের পক্ষে জনগণের রায় ঘোষিত হয়েছে এই কর্মসূচিতে। পদযাত্রায় বাঁধভাঙ্গা ¯্রােতের মতো সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। এই পদযাত্রার বিশাল পরিসর দেখে আওয়ামী নেতা-মন্ত্রীরা জ্বরের ঘোরের মতো বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিক অসুস্থ রোগীর মতো আওয়ামী মন্ত্রীরা উন্মত্তের মতো আচরণ করছেন। তাদের প্রতিহিংসার জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে সহিংস হানাহানী ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। প্রাণ কেড়ে নেয়া হয়েছে লক্ষীপুরের কৃষকদল নেতা সজীব হাসান, গুলি এবং অস্ত্রের আঘাতে জখম ও পঙ্গু করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বিশ্বব্যাপী আজ প্রত্যাখাত, ওবায়দুল কাদের সাহেবদের গলাবাজি দিয়ে সরকারের অবৈধ স্বত্তাকে সুরক্ষা দেয়া যাবে না। এবারে আওয়ামী তরী ডুবন্ত, এটিকে আর টেনে তোলা যাবে না। ক্ষমতা ধরে রাখার আর কোন কৌশল তাদের কাজে আসবে না। হাসিনার ঝুড়িতে চাপাবাজী করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার একটি ডিমও অবশিষ্ট নেই। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক ফ্লাইটে তাদের জন্য কেউ আর ‘টিকটিকি’র ডিম’ নিয়ে আসবে না। তারা এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন। কুটনৈতিক ভাষা ওবায়দুল কাদের সাহেবরা বোঝেন না বলেই ‘ন’-কে ‘ণ’ মনে করেন। তাই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, শেখ হাসিনার অধীনে নয়, এটিই বাংলাদেশের জনগণের ভাষা। এবার এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ এরা বিরোধী দল, মুক্ত সংবাদপত্র ও স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী মানুষদের ওপর গুন্ডামি করে এসেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছে। সার্বিকভাবে গণতন্ত্রকে মরণযাত্রায় পাঠিয়ে তারা ভেবেছিল বাংলাদেশকে চিরস্থায়ীভাবে ‘শেখ রাজত্বে’ পরিণত করবে। অরাজকতার ঘন তমি¯্রা সৃষ্টি করে দেশের মানুষের মন থেকে স্বপ্ন, আশা মুছে দিয়ে এক হতাশার রাজ্য প্রতিষ্ঠা করবে। এবার জনগণ অবৈধভাবে সাজানো শেখ হাসিনার মসনদ ভেঙ্গে তছনছ করে দিবে। আওয়ামী সন্ত্রাসী আর আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় দলবাজ সদস্যদের দিয়ে রাজত্ব ধরে রাখা যাবে না।
তিনি জানান, ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির প্রায় ৩ হাজার নেতাকর্মী আহত ও ১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ২ হাজার নেতাকর্মী।
কর্মসূচি: বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোকর্যালী অনুষ্ঠিত হবে। ঢাকায় বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এছাড়াও সরকারের পদত্যাগ ও ১ দফা দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশে বিএনপি’র পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টেস্ট দলে শান্তর জায়গায় শাহাদাত
যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস এর অধিনায়ক সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রাশিয়ান ড্রোন হামলার তীব্রতায় ইউক্রেনের সাধারণ পরিবারগুলো বিপর্যস্ত
ছাত্রদলের সহায়তায় রাবিতে ভর্তির স্বপ্ন পূরণ আবু সাইফের
জলবিদ্যুৎ ভাগাভাগিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির প্রস্তাব ড. ইউনূসের
ঝিকরগাছায় নিখোঁজ শিশুর লাশ মিলল বাঁশ বাগানে
যশোরে ডা. শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ইনু-সাদেক খান ও সলিমুল্লাহ নতুন মামলায় গ্রেফতার
"খুনসুটি" নিয়ে ছোট পর্দার ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং খায়রুল বাসার"
কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে মুজিবের ছবি সরানো হয়েছে : মাহফুজ আলম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে সবুজ নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা
টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় শিক্ষার্থী ও এলাকাবাসী
ফ্যাসিবাদ আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, আমরা বিভক্তি দুর করে এক্যবদ্ধ জাতী চাই- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া-বালি ফ্লাইট বন্ধ
১০০০ গোলের স্বপ্ন এখনও দেখছেন রোনালদো?
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু