ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর রেকর্ড
১৯ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বিদেশ ভ্রমণে রয়েছেন। অথচ রাজধানী ঢাকাসহ সারাদেশে এডিস মশা বাহিত রোজ ডেঙ্গু ভয়াবহ রুপ নিয়েছে। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং রেকর্ড গড়ছে। সারাদেশে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার সর্বোচ্চ সংখ্যা। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে এখন পর্যন্ত এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। ২০০০ সালে প্রথমবারের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে বিগত ২৩ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে আগের কোনোবারই গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৯ জুলাই) পর্যন্ত এক হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮৭০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গু আক্তান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৩৯৪ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৭০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। এর মাঝে ঢাকায় ১২ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে সাত হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
অনুসন্ধান করে দেখা গেছে সরকারের এই হিসেবের বাইরে রাজধানী ঢাকাতে শত শত ডেঙ্গু রোগী পাড়া মহল্লার ক্লিনিক-হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা ধার্য করলেও পাড়া মহল্লার ক্লিনিক-হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার ফি ৪শ থেকে ৫শ টাকা নেয়া হচ্ছে।
ডেঙ্গুতে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি ১১৮
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৮ জন। চলতি বছরে এক দিনে এত বেশি সংখ্যক রোগী ভর্তি হওয়ার ঘটনা এটি প্রথম। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন আর বেসরকারি হাসপাতালে ৫৪ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪০ জন। চলতি মাসের গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনই শিশু। বাকি ৪ জন মহিলা ও ৬ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৮১ জন, মহিলা ৪৮৫ জন এবং শিশু ৪১৮ জন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত