ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
১৯ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
মহান আল্লাহ পাক নিখিল বিশ্বের ¯্রষ্টা এবং অনন্ত বিজ্ঞানী। ভূম-ল ও নভোম-লের দিন, মাস এবং বছর গণনা ও সময় নির্ধারণের বিষয়টি তিনি সৃষ্টির আদি লগ্নেই স্থিরীকৃত করে দিয়েছেন। এতদপ্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমীনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস বারটি, এর মধ্যে চারটি হলো নিষিদ্ধ মাস। এটাই প্রতিষ্ঠিত দ্বীন। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। (৯ নং সূরা আত্ তাওবাহ: আয়াত ৩৬-এর প্রথমাংশ)।
এই আয়াতাংশের অর্থ ও মর্মের প্রতি গভীর দৃষ্টিতে তাকালে যে তত্ত্ব ও তথ্য সুস্পষ্ট দিবালোকের মতো ফুটে উঠে, তা হলো এই। যেমনÑ (এক) এই আয়াতাংশের দ্বারা এ ইঙ্গিত করা হয়েছে যে, মাসগুলোর ধারাবাহিকতা নির্ধাারিত হয়েছে আসমান ও জমীনের সৃষ্টি পরবর্তী মুহূর্তেই। আর এখানে কী কিতাবিল্লাহ বলে আরো সুস্পষ্ট করা হয়েছে যে, বিষয়টি সৃষ্টির প্রথম দিনেই তাকদীরে সুনির্দিষ্ট করা আছে। আর সে অনুসারে লওহে মাহফুজে লিখিতও রয়েছে।
(দুই) আর এ কথাও বলে দেয়া হয়েছে যে, আল্লাহর নিকট গণনায় মাস হলো বারটি। এখানে উল্লেখিত ইদ্দত শব্দের অর্থ গণনা। আর শাহরুন-এর বহুবচন হলো শুহুর। এতে করে আয়াতের সারমর্ম হলোÑ আল্লাহর কাছে মাসের সংখ্যা বারটি নির্ধারিত। এতে কম-বেশি করার কারো সুযোগ নেই। জাহেলিয়াত যুগের লোকেরা এই নির্ধারণকে পরিবর্তন করলেও তোমরা (বিশ্বাসীরা) তা বদলাতে পার না। তোমাদের কাজ হবে আল্লাহর এ নির্দেশ মোতাবেক সেটাকে ঠিক রেখে আনুগত্য প্রদর্শন করা।
(তিন) হিজরী দশম সালে বিদায় হজ্জের সময় মিনা প্রান্তরে প্রদত্ত ভাষণে রাসূলুল্লাহ (সা:) নিষিদ্ধ ও সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেনÑ তিনটি মাস হলো ধারাবাহিক, যথাÑ যিলকদ, যিলহজ্জ ও মহররম। অপরটি হলো রজব। (সহীহ বুখারী: ৩১৯৭, সহীহ মুসলিম: ১৬৭৯)। হযরত আবু বাকরাহ (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে এসেছে, সে পদ্ধতিতে আল্লাহ পাক আসমান ও জমীন সৃষ্টি করেছেন, সে দিনের মতো। মাসের সংখ্যা বারটি। তন্মধ্যে চ্রটি হচ্ছে নিষিদ্ধ বা মর্যাদাপূর্ণ মাস। তিনটি পরপর যিলকদ;, যিলহজ্জ ও মহররম। আর হচ্ছে মুদার গোত্রের রজব মাস, যা যুমাদাস সানী ও শাবান মাসের মাঝখানে থাকে। (সহীহ বুখারী: ৪৬৬২; সহীহ মুসলিম: ১৬৭৯)
(চার) আর এ কথাও প্রণিধানযোগ্য যে বছরের বারটি মাসের ধারাবাহিকতা নির্ধারণ ও সম্মানিত মাসগুলোর সাথে সম্পৃক্ত হুকুম আহকামকে সৃষ্টির প্রথম পর্বের আল্লাহর নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সঙ্গতিশীল রাখাই হলো দ্বীন ইসলাম। এতে কোনো মানুষের কম-বেশি কিংবা পরিবর্তন-পরিবর্ধন করার প্রয়াস অসুস্থ বিবেক ও মন্দ স্বভাবের আলমত। আর এর দ্বারা আরো প্রমাণিত হয় যে, মাসগুলোর ধারাবাহিকতা এবং মাসগুলোর যে নাম ইসলামী শরীয়াতে প্রচলিত তা মানব রচিত পরিভাষা নয়, বরং মহান রাব্বুল আলামীন যে দিন আসমান ও জমীন সৃষ্টি করেছেন, সে দিনই মাসের তরতীব, নাম ও বিশেষ মাসের সাথে সংশ্লিষ্ট হুকুম আহকাম সুনির্দিষ্ট করে দিয়েছেন। এর মাঝে যে বা যারা পরিবর্তন সাধনের চেষ্টা-তদবির করবে, তাদের অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করাটাই সমীচীন হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চোটে ছিটকে গেলেন রাসেল, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ
তারাকান্দায় অজ্ঞান পার্টির নারী সদস্য গ্রেফতার
টেস্ট দলে শান্তর জায়গায় শাহাদাত
যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস এর অধিনায়ক সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রাশিয়ান ড্রোন হামলার তীব্রতায় ইউক্রেনের সাধারণ পরিবারগুলো বিপর্যস্ত
ছাত্রদলের সহায়তায় রাবিতে ভর্তির স্বপ্ন পূরণ আবু সাইফের
জলবিদ্যুৎ ভাগাভাগিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির প্রস্তাব ড. ইউনূসের
ঝিকরগাছায় নিখোঁজ শিশুর লাশ মিলল বাঁশ বাগানে
যশোরে ডা. শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ইনু-সাদেক খান ও সলিমুল্লাহ নতুন মামলায় গ্রেফতার
"খুনসুটি" নিয়ে ছোট পর্দার ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং খায়রুল বাসার"
কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে মুজিবের ছবি সরানো হয়েছে : মাহফুজ আলম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে সবুজ নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা
টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় শিক্ষার্থী ও এলাকাবাসী
ফ্যাসিবাদ আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, আমরা বিভক্তি দুর করে এক্যবদ্ধ জাতী চাই- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া-বালি ফ্লাইট বন্ধ
১০০০ গোলের স্বপ্ন এখনও দেখছেন রোনালদো?
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক