নির্বাচন কেউ ঠেকাতে পারবে না
১৯ জুলাই ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এমন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেছেন, বিএনপিকে পরিষ্কার বলতে চাই, নির্বাচনে আসুন। নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়। কিন্তু নির্বাচনে বাধা দিতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেছেন, মানসম্মান রাখতে চাইলে আন্দোলন রেখে নির্বাচনে আসুন। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই শোভাযাত্রাটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর। সমাবেশ শেষে তেজগাঁও সাতরাস্তা থেকে একটি শোভাযাত্রা মিছিল সহকারে রাজধানীর মহাখালীতে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগের এই শোভাযাত্রা কর্মসূচিটি গতকাল ঢাকার সাতরাস্তা ছাড়াও রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ছিল।
ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রাপূর্ব সমাবেশটি ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২ টা থেকেই সমাবেশস্থলে জড়ো হয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খ- খ- মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে সাতরাস্তা থেকে মহাখালীর সড়কটিতে ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা যায়। তেজগাঁও সাতরাস্তার কেন্দ্রীয় ওষুধাগারের কিছুটা সামনে একটি ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়। আওয়ামী লীগের ওই শোভাযাত্রাপূর্ব সমাবেশ ঘিরে মগবাজার থেকে তেজগাঁওয়ের সড়ক বন্ধ হয়ে পরে। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সমাবেশস্থল হওয়ায় মগবাজার ফ্লাইওভারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তেজগাঁও সাতরাস্তা এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী, ভাতৃপ্রতীম-সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় ব্যাপক জমায়েত করতে আগেই ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’ সাউন্ডবক্সে এমন গান বাজিয়ে মিছিল সহকারে কিছু নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়। পরে বিভিন্ন স্লোগান দিয়ে শোভাযাত্রায় অংশ নেয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে তুলে ধরেন। শোভাযাত্রার ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের জ্বালাও পোড়াওয়ের চিত্র তুলে ধরা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশ থেকে বিএনপি নেতাদের প্রতি সমাবেশে আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বলব, মানসম্মান রাখতে চাইলে আন্দোলন রেখে নির্বাচনে আসুন। অন্যথায় মানসম্মান থাকবে না। গতবার তো পাইছেন সাতটা। এইবার কি হবে আল্লাহ জানে। বিএনপির ভোট আছে? কীনা এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, জনতার ঢল দেখতে চান, বিএনপি নেতাদের বলি, সাত রাস্তায় আসুন। জনতার ঢল কাকে বলে দেখে যান। শুধু মানুষ আর মানুষ। লক্ষ লোকের সমাবেশ। এক অভূতপূর্ব বিস্ময়।
ইউরোপ-আমেরিকা বলে গেছে, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এমন উল্লেখ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসল খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেঁথে ঘর বুনেছে, কখন আসবে উজরা জেয়া। কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। আশার মালা গেঁথে বসে ছিল। ইউরোপ এলো, এখনো যায়নি, যায় যায়। আমেরিয়া এসে চলে গেল। বিএনপি তাদের মুখে যা শুনতে চেয়েছিল! এখন চোখ-মুখ শুকিয়ে গেছে। তিনি আরো বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতাদের আমেরিকা বলে গেছে, বাংলাদেশের নিয়ম, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ইউরোপও বলেছে, আমেরিকাও বলেছে। তিনি আরো বলেন, ইউরোপ আমেরিকা এ কথা বলার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এখন গালিগালাজ করছে। তাদের মনের আশা পূরণ হয়নি।
এ সময় গত মঙ্গলবার বিএনপির পদযাত্রায় জনগণের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, পদযাত্রা করতে গিয়ে বাঙলা কলেজে হামলা করে, খাগড়াছড়িতে হামলা করে, বগুড়ায় স্কুলে ছাত্রলীগের ওপর হামলা করে, ককটেল মারে।
বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মানুষের শক্তি যখন কমে যায়, তখন চোখে-মুখে থাকে বিষ। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। সেটাই তাদের জ্বালা। এমনিতেই পদ্মা সেতুর জ্বালা। হায়রে জ্বালা। মেট্রোরেল তাদের সহ্য হয় না। হায়রে জ্বালা! অন্তর জ্বালা! অন্তর জ্বালায় মরে কে? বিএনপি। ওবায়দুল কাদের এ সময় জানান, অক্টোবরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হবে। চট্টগ্রামবাসী পাবেন টানেল। আগামী মাসে একদিনে আরও একশো সেতু উদ্বোধন করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির ঘুম নাই, কীভাবে ঢাকবে এত উন্নয়ন?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে ডিসেম্বরে। তৈরি হয়ে যান। আজকে বিএনপির নেতারা, জনগণের শক্তি একদিকে আরেকদিকে সন্ত্রাস আর অস্ত্র। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদেরকে প্রতিহত করতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা মাথা গরম করবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়। আমরা শান্তি চাই। শান্তি যত থাকবে, আমাদের ভোট তত বাড়বে। মাথা গরম করো না। এই যে তরুণ তুর্কিরা, হুট করে মাথা গরম! ওবায়দুল কাদের বলেন, এক দফা! এক দাবি! ভুয়া! ২৭ দফা ভুুয়া! ৫৪ দল ভুুয়া! বিএনপির জোট ভুয়া! বাংলার জনগন বিএনপির ভুয়া রাজনীতি চায় না।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, বিএনপি উসকানি দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাংলা কলেজের সামনে উসকানিমূলক কথা বলেছে, জনতা জেগে উঠেছিল। প্রতিবাদও করেছে। আজও তারা নানা জায়গায় উসকানি দিচ্ছে। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। কারও উসকানিতে পা দেবেন না।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা রাস্তায় নেমেছে। আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেনÑ সংবিধান থেকে আমরা একচুলও নড়ব না। বিদেশি কারও উপদেশ-নির্দেশেও চলব না। আমরা চলব সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগ্গির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন।
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের নেতা-কর্মীদের উদ্দেশে করে বলেন, আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। বিএনপির অপপ্রচার, অপসংগ্রাম সফল হতে দেবো না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের শপথ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ