পদযাত্রায় নেতাকর্মীদের দৃঢ় প্রত্যয়
১৯ জুলাই ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
এ যেন যুদ্ধে অংশগ্রহণের প্রত্যয়। ব্রেন স্ট্রোক করেছেন আড়াই মাস আগে। মাথায় অপারেশনের পর এক সাপ্তাহ হাসপাতালে ছিলেন। ডাক্তারের কঠোর নির্দেশনা তিন মাস ঘর থেকে বের হওয়া যাবে না বিশ্রামে থাকতে হবে। আড়াই দু’মাসের বেশি সসময় ধরে ঘরেই রয়েছেন। এখনো একজনসে সঙ্গে নিয়ে চলাফেরা করতে হয়।
ডাক্তারের নির্দেশনা মতো পরিবারের সদস্যরা তাকে বের হতে দেবেন না মিছিলে যেতে দেবেন না। কিন্তু তিনি নাছোরবান্দা। মিছিলে যাতে যেতেই হবে। ডাক্তার, পরিবারের সদস্য সকলের নির্দেশনা অনুরোধ থোরাইকেয়ার করে একজনকে সঙ্গে নিয়ে মিছিলে অংশ নেয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। ১৮ ও ১৯ জুলাইয়ের বিএনপির এক দফা আন্দোলন পথযাত্রায় জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিলে অংশ নিতে দেখা গেল। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের বিএনপির পদযাত্রায় অংশ নেয়া এই নেতা হলেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। মিছিলে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বললেন, বিবেকের তাড়নায় ডাক্তার ও পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে মিছিলে এসেছি। কারণ সাড়ে ১৪ বছরে দেশের গণতন্ত্রই শুধু নয়, উন্নয়নের নামে দেশকে ধ্বংস করা হয়েছে। মিছিলে শরীক হওয়া নৈতিক দায়িত্ব মনে করছি।
গতকাল উত্তরার আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা যাত্রাবাড়ি অভিমুখে আসছে। বিকেল সাড়ে ৪টায় কমলাপুরের টিটি পাড়ায় গাছের নীচে ক্রাচে ভর করে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ। একটি মিছিলের সঙ্গে এসে গাছের নীচে দাঁড়িয়ে জিরোচ্ছেন। পাশের কয়েকজন তাকে এখান থেকে রিক্সায় ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু না! তিনি যাবেন ন্ াক্রাচে ভর করেই তিনি পিছন থেকে আসা আরেকটি মিছিলে শরীক হলেন। নাম কি জানতে চাইলে নিজের নাম বললেন না। ক্রাচে ভর করে মিছিলের সঙ্গে হাটতে হাটতে বললেন, শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনের মিছিলে শরীক হয়েছি। আমার ভাইয়েরা ১৮ কিলোমিটার দূরের আবদুল্লাহপুর থেকে মিছিল নিয়ে এসেছেন। আমি ওই মিছিলে নিজেকে শরীক করছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের মিছিলে না এলে সারাজীবন আফসোস করতে হবে।
আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসা মিছিলে মুগদা থেকে হাটা শুরু করি। এ সময় কথা হয় বেশ কয়েকজনের সঙ্গে। প্রচ- গরমে সবাই পিপাসার্ত। মিছিলে অংশ নেয়া একাদিক ব্যক্তি বললেন, আবদুল্লাহপুর থেকে আসতে দেখছি বিভিন্ন পয়েন্টে দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল অংশ নিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার পাশাপাশি নিজেদের ছবি সম্বলিত পোষ্টার-ব্যানার নিয়ে মিছিলে শরীক হচ্ছেন। এটা ভাল। তবে স্থানীয় নেতাদের উচিত ছিল মোড়ে মোড়ে পানির বোতল, শুকনো খাবার নিয়ে মিছিলের লোকজনকে স্বাগত জানানো। প্রচ- গরমে সবাই পিপাসার্ত। অথচ এক ঢোক পানি পানের উপায় নেই। আমাদের দলের তৃতীয় সারি, চতুর্থ সারির নেতাদের এই সামান্য জ্ঞানটুকু নেই?
গতকাল সকাল ৯টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বেলা ১১টা ২০ মিনিটে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা যাত্রাবাড়ি অভিমুখে শুরু হয়। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বাস, রিক্সার যাত্রীদের কেউ কেউ মিছিলের সঙ্গে সুর মিলিয়ে শ্লোগান দিতে দেখা যায়। অনেকে হাততালি দিয়ে মিছিলকারীদের উৎসাহ দিতে দেখা গেল। আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বাসের সাধারণ যাত্রীরা বলছেন, বিএনপির পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগোচ্ছে, সেসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আশপাশের অন্য সড়কগুলোতেও। কারণ ওইসব সড়ক আবার যানজটের কবলে পড়া সড়কের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। ফলে সব রাস্তাতেই কম-বেশি যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তবে বৃহৎ স্বার্থে তথা জনগণের ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে ছোট ছোট সাময়িক অসুবিধা মেনে নিতে হবে। বাসযাত্রী আবদুস সোবহান নামের এক বাসযাত্রী বলেন, আব্দুল্লাহপুর থেকে নতুন বাজার যাব। পাঁচ মিনিটের পথ ৫০ মিনিট ধরে বসে আছি। এই গরম আর রোদের মধ্যে হাঁটা ধরবো, সেই উপায়ও নেই। বাধ্য হয়ে গাড়ির মধ্যে বসে আছি। তবে ভাল লাগছে দেরিতে হলেও জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়ে গেছে। ২০১৩ সালে ভোটার হয়েছি। ২০১৪ ও ২০১৮ সালে ভোট দিতে পারিনি। এমনকি স্থানীয় নির্বাচনগুলোতেও ভোট দিতে পারিনি। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আগামীতে ভোট দিতে চাই।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারপোর্ট, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত আয়োজক ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা শুরু করে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করে। যুগপৎভাবে অনুষ্ঠিত এ পদযাত্রায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোটসহ অন্যান্য জোট অংশ নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির বাইরেও ৩৭টি দল যুগপৎভাবে এ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়।
জানা গেল, জাতীয়তাবাদী সমমনা দল কমলাপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১২ দলীয় জোট পুরানা পল্টন থেকে, এলডিপি এফডিসির কাছে থেকে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগের কাছ থেকে পদযাত্রা কর্মসূচিতে গণমিছিল শুরু করে। মিছিলেন ব্যানার-প্লাকার্ডে নানা শব্দ লেখা। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত রাজপথ। কয়েকজন তরুণ মিছিলের মধ্যেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে লিফলেট বিলি করছিলেন। কাদের একজনের নাম মো: সজিব। প্রচ- রোদে পিপাসার্ত তরুন মো: সজিব জানালেন তিনি আবুল হোটেল থেকে মিছিলে এসেছেন। লিফলেট বিলির কারণ জানতে চাইলে তিনি বলেন, লিফলেট পড়–ন, দেখেন কোনটা দাবি অযৌক্তিক? লিফলেটে চোখ বুলাতেই দেখা গেল, বিএনপির এক দফা ঘোষণায় রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান