বর্তমান সংবিধান আওয়ামী লীগের সুঁই দিয়ে সেলাই করা : রিজভী
২০ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১১:৪৯ পিএম
বর্তমান সংবিধান আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই সংবিধানে জনগণের রায় প্রতিফলিত হবে না। এ কারণেই নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার। ল²ীপুরে কৃষক দলের কর্মী সজীব হোসেন হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক শোকমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন রুহুল কবির রিজভী। সমাবেশে তিনি প্রধান বক্তা ছিলেন। দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ছিলেন প্রধান অতিথি।
বরকতউল্লাহ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছরের ২৪ আগস্ট থেকে আন্দোলন চলছে। এ আন্দোলনে এখন পর্যন্ত ১৯ জন নেতা জীবন দিয়েছেন। হাজারো নেতা-কর্মী পঙ্গু হয়েছেন। ২০ হাজার নেতা-কর্মী জেলে গেছেন। গত দুই দিনে আট হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে আবার নতুন করে মামলা দিয়েছে। এ পর্যন্ত ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এই মামলাগুলোয় অতি দ্রæত সাজা দেওয়ার জন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে উল্লেখ করে বরকতউল্লাহ বলেন, তারপরও বাংলাদেশের মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে। ৩৬টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। সব দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। মানুষ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না।
ল²ীপুরে শহরের ঝুমুর সিনেমা হল ও রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গত মঙ্গলবার বিকেলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় নিহত হন সজীব হোসেন।
এ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সজীব হোসেনকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। প্রকাশ্য দিবালোকে ঘটেছে এ ঘটনা। সবাই দেখেছে কারা হত্যা করেছে। ওই দিন বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য, রক্তাক্ত করার জন্য, আওয়ামী যে কর্মসূচি, তার সর্বশেষ বহিঃপ্রকাশ সজীব হোসেনকে হত্যা।’
তিনি বলেন, ‘যার কারণে ওবায়দুল কাদেররা বলেন, সংবিধানে বাইরে যাব না। আমরা মোগল রাজত্বের কথা শুনেছি, সুলতানি আমলের কথা শুনেছি, আমরা পাল বংশের কথা শুনেছি, সেন বংশের কথা শুনেছি, এখন শেখ রাজত্ব কায়েম করার জন্য তারা বিরোধী দল শূন্য করতে চায়। আর এই কারণেই ওবায়দুল কাদেররা বলেন সংবিধানের বাইরে নির্বাচন হবে না।’
এই সংবিধান কার? এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘এই সংবিধান তো আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা সংবিধান। আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা এই সংবিধানে জনগণের রায় প্রতিফলিত হবে না। এ কারণেই নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার। আজকে হাট-ঘাট, পথে-প্রান্তরে জনগণের এক আওয়াজ, শেখ হাসিনার পদত্যাগ, আর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার।’
রুহুল কবির রিজভী জানান, ২ দিনের পদযাত্রা কর্মসূচিতে বিএনপির ১ জন নিহত, প্রায় ৩ হাজার আহত ও প্রায় ২ হাজারের বেশি নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপির কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় সারা দেশে মোট ৩১০টি মামলায় প্রায় ১১ হাজারের বেশি নেতাকমীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- দক্ষিণের আহŸায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন. স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, কৃষক দলের শহিদুল ইসলাম, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শোকমিছিল বের হয়। সেটি নাইটিঙ্গেল, কাকরাইল মোড় ঘুরে আবার নাইটিঙ্গেল, নয়াপল্টন, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া