শাহজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
২১ জুলাই ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলবাগ জোয়ারদার লেনে এ ঘটনা ঘটে। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর ভাড়া বাসায় থাকতেন রুবেল। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। ইন্টারনেট ব্যবসার দ্বন্ধের কারনে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
হাসপাতালে রুবেলের ভগ্নীপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, রাতে রাজারবাগ থেকে বাসায় ফিরছিলেন রুবেল। পথে ৪-৫ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের মাথায়, ডান হাতে, কাঁধে, ডান পায়েসহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতি করতেন। এলাকায় তার ইন্টারনেট ও ডিমের ব্যবসা রয়েছে। তার স্ত্রী তানজিনা দেয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।
শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, রুবেলের সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে হাতিরঝিল থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে।
তিনি আরও বলেন, লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে লাশের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি।
লাশের কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক