জনগণ এই আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে
২২ জুলাই ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, বর্তমান সরকারের দেশ চালানোর কোনো প্রকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়। এবার দেশের জনগণ এই আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে, এই আশা আমরা রাখি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ২৭শে জুলাই ঢাকায় সমাবেশ কর্মসূচির ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।
সাইফুল হক তার লিখিত বক্তব্যে বলেন, এক দফা ঘোষিত হবার পর যুগপৎ আন্দোলনে পদযাত্রার বার্তাটি খুব পরিষ্কার যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। আর আমরা স্পষ্টভাবে মনে করি যে, চরম কর্তৃত্ববাদী বর্তমান সরকারের পরিবর্তনের পাশাপাশি গোটা অগণতান্ত্রিক, বৈষম্যমূলক, জবাবদিহিহীন, নিপীড়নমূলক রাষ্ট্র, সরকার ও শাসনব্যবস্থার গুণগত পরিবর্তন না হলে নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন ঘটলেও বাস্তবে অগণতান্ত্রিক জবাবদিহিহীন ব্যবস্থার পরিবর্তন ঘটবে না। সে কারণে আমরা সংস্কার প্রভাবকে বিশেষ গুরুত্ব সহকারে হাজির করেছি। যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসাবেও সংস্কার প্রস্তাবকে উপস্থাপন ও জনপ্রিয় করে তুলতে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
তিনি বলেন, আমরা এক দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যাওয়ার উদ্যোগের পাশাপাশি গোটা ব্যবস্থা পরিবর্তনের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি গণআন্দোলনের ১ দফার এই যৌথ ঘোষণা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব ইতিমধ্যে আন্দোলনের রাজনৈতিক ভিত্তিকে আরও জোরদার করেছে, আন্দোলনকে গুণগত দিক থেকে নতুন স্তরে উন্নীত করেছে। এই প্রস্তবনা আন্দোলনের প্রতি দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং আস্থা-বিশ্বাস আরও বাড়িয়ে তুলছে।
পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আগামী ২৭শে জুলাই বিকাল ৩ টায় ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশের স্থান পরে জানানো হবে। আমরা আশা করি শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনপ্রকার উসকানি বা বাধা প্রদান করবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক