টেকনাফে আরসা কমান্ডার নূর মোহাম্মদসহ গ্রেফতার ৬
২২ জুলাই ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় বিপুল পরিমাণে দেশি-বিদেশি অস্ত্র ছাড়াও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফেজ নূর মোহাম্মদ রোহিঙ্গা ৮ নম্বর ক্যাম্পের বি/১৭ ব্লকে বসবাস করেন। তিনি আরসার সামরিক কমান্ডার। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তার বাবা মৃত দিল মোহাম্মদ।
গ্রেফতার অন্য বক্তিরা হলেন- ধলা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন জোহার, ওবায়দুর রহমানের ছেলে মো. ফারুক হারেস, জমলুকের ছেলে মনির আহাম্মদ, অলি আহমদের ছেলে নূর ইসলাম ও হোসেনের ছেলে মো. ইয়াছিন। তারা সবাই মিয়ানমারের নাগরিক।
র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী জানান, গত শুক্রবার বিকালে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কক্সবাজারের টেকনাফের শামলাপুর-বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যান্যদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণে দেশি-বিদেশি অস্ত্র ছাড়াও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, নূর মোহাম্মদ সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার ও কুতুপালং বাস্তুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার। গহীন পাহাড় থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই দিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনায় আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ সরাসরি নেতৃত্ব দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী