বিশ লাখ টাকায় ভাড়া করা হয় কিলার
২২ জুলাই ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কামরাঙ্গীরচরের একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে হাজারীবাগের জমি ব্যবসায়ী এখলাসকে হত্যা করা হয়। আর এতে ব্যবহার করা হয় কাটআউট পদ্ধতি। এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন লেদার মনির। যিনি একসময়ে হাজারীবাগ এলাকায় ২০ টাকা দিনমজুর ছিলেন কিন্তু এখন চারটি ট্যানারির মালিক। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ডের অস্ত্র ব্যবসারও অভিযোগ রয়েছে। পুলিশ এখলাস হত্যায় জড়িত লেদার মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিরা হলেন- আ. রহমান ওরফে রহমান কাল্লু, মো. এসহাক ও ফয়সাল। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন আর রশীদ এসব তথ্য জানান।
তিনি বলেন, এখলাসকে খুনের জন্য উপযুক্ত সময় হিসাবে বেছে নেওয়া হয়েছিল ঈদুল আজহার আগের রাত। সেই রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এখলাস। নিখোঁজের দুদিনের মাথায় কামরাঙ্গীরচর বেড়িবাঁধ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকা-ে নিজের সম্পৃক্ততা এড়াতে মনির জঙ্গিদের মতো ‘কাটআউট’ পদ্ধতি ব্যবহার করেছেন। দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গত ২০ জুলাই বিমানবন্দর এলাকা থেকে পাসপোর্টসহ গ্রেপ্তার হয় ঝন্টু মোল্লা। সে মূলত কোম্পানি মনিরের ক্যাশিয়ার। তার দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেফতার করা হয়।
মনিরের কাছে দুটি বাংলাদেশি পাসপোর্ট, একটি মোবাইল, ২২ হাজার বাংলাদেশি টাকা, আর পাঁচ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। মনিরের পাসপোর্ট অনুসারে দেখা যায় গত ১৫ জুলাই সকালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে সে কলকাতায় পালিয়ে যায়। পরে অবৈধভাবে দেশে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হয়।
হারুন বলেন, হাজারীবাগ এবং সাভার এলাকায় একাধিক ট্যানারি কারখানার মালিক কোম্পানি মনির একজন ভূমিদস্যু এবং দালালও বটে। বিভিন্ন সময়ে সে ভিকটিম এখলাসকে দিয়ে জায়গা দখল এবং ক্রয়-বিক্রয়ের কাজ করিয়েছে। কামরাঙ্গীরচর থানাধীন সিএস ২২ দাগের একটি বড় জমিতে এখলাসের ৪০ শতক জায়গা আছে যার অধিগ্রহণ মূল্য প্রায় শত কোটি টাকা। কোম্পানি মনির এই জায়গাটি নিজের দখলে নিয়ে সমুদয় অধিগ্রহণ মূল্য গ্রাস করতে চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা রোধ করতে এখলাস একাধিক মামলা দায়েরসহ ঢাকা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অভিযোগ করেছেন। নানা ফন্দি ফিকির করে ব্যর্থ হয়ে কোম্পানি মনির এই হত্যার পথ বেছে নেয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক