বিশ লাখ টাকায় ভাড়া করা হয় কিলার
২২ জুলাই ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কামরাঙ্গীরচরের একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে হাজারীবাগের জমি ব্যবসায়ী এখলাসকে হত্যা করা হয়। আর এতে ব্যবহার করা হয় কাটআউট পদ্ধতি। এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন লেদার মনির। যিনি একসময়ে হাজারীবাগ এলাকায় ২০ টাকা দিনমজুর ছিলেন কিন্তু এখন চারটি ট্যানারির মালিক। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ডের অস্ত্র ব্যবসারও অভিযোগ রয়েছে। পুলিশ এখলাস হত্যায় জড়িত লেদার মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিরা হলেন- আ. রহমান ওরফে রহমান কাল্লু, মো. এসহাক ও ফয়সাল। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন আর রশীদ এসব তথ্য জানান।
তিনি বলেন, এখলাসকে খুনের জন্য উপযুক্ত সময় হিসাবে বেছে নেওয়া হয়েছিল ঈদুল আজহার আগের রাত। সেই রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এখলাস। নিখোঁজের দুদিনের মাথায় কামরাঙ্গীরচর বেড়িবাঁধ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকা-ে নিজের সম্পৃক্ততা এড়াতে মনির জঙ্গিদের মতো ‘কাটআউট’ পদ্ধতি ব্যবহার করেছেন। দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গত ২০ জুলাই বিমানবন্দর এলাকা থেকে পাসপোর্টসহ গ্রেপ্তার হয় ঝন্টু মোল্লা। সে মূলত কোম্পানি মনিরের ক্যাশিয়ার। তার দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেফতার করা হয়।
মনিরের কাছে দুটি বাংলাদেশি পাসপোর্ট, একটি মোবাইল, ২২ হাজার বাংলাদেশি টাকা, আর পাঁচ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। মনিরের পাসপোর্ট অনুসারে দেখা যায় গত ১৫ জুলাই সকালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে সে কলকাতায় পালিয়ে যায়। পরে অবৈধভাবে দেশে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হয়।
হারুন বলেন, হাজারীবাগ এবং সাভার এলাকায় একাধিক ট্যানারি কারখানার মালিক কোম্পানি মনির একজন ভূমিদস্যু এবং দালালও বটে। বিভিন্ন সময়ে সে ভিকটিম এখলাসকে দিয়ে জায়গা দখল এবং ক্রয়-বিক্রয়ের কাজ করিয়েছে। কামরাঙ্গীরচর থানাধীন সিএস ২২ দাগের একটি বড় জমিতে এখলাসের ৪০ শতক জায়গা আছে যার অধিগ্রহণ মূল্য প্রায় শত কোটি টাকা। কোম্পানি মনির এই জায়গাটি নিজের দখলে নিয়ে সমুদয় অধিগ্রহণ মূল্য গ্রাস করতে চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা রোধ করতে এখলাস একাধিক মামলা দায়েরসহ ঢাকা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অভিযোগ করেছেন। নানা ফন্দি ফিকির করে ব্যর্থ হয়ে কোম্পানি মনির এই হত্যার পথ বেছে নেয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধানমন্ত্রী কনিলকে বরখাস্ত, হাইতিতে নতুন রাজনৈতিক সংকট
ওআইসির যৌথ আরব-ইসলামিক সম্মেলন আজ
আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা
যুদ্ধের মধ্যেই গাজার ৫৬ বর্গকিলোমিটার ভূমি দখল নিয়েছে ইসরায়েল
মস্কো লক্ষ্যবস্তু , রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৭
আদিবাসীদের আপত্তিতে শিশুতোষ বই তুলে নিলেন বিখ্যাত রন্ধনশিল্পী জেমি অলিভার
মানুষ মেরে তারা এখন সাধু!
মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ
'উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যে বার্তা দিলেন নির্মাতা ফারুকী'
বিলাসবহুল বিমান সংস্থা ভিস্তারা বিদায় নিচ্ছে ভারতের আকাশ থেকে!
আওয়ামী লীগের ভবিষ্যৎ কী?
ড. আসিফ নজরুলকে হেনস্তাকারীদের শাস্তির দাবি
মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়
২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার সউদি আরবে
বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-শাহজাহান খানসহ ৭ জন
সালথায় সুদের টাকার চাপে গলায় ফাঁস নিয়ে প্রাণ দিল যুবক
মিয়ানমারে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ: এক বিধবার কষ্টের গল্প