২৭ জুলাই মহাসমাবেশ করবে যুগপৎ আন্দোলনের দলগুলোও
২২ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোটগুলো। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ২৭ জুলাই দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে এলডিপি।
এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ।
তিনি বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই শেখ হাসিনার অধীনে নয়। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।
সমমনা জোট:
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তিসহ যুগপৎভাবে এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ২৭ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সমাবেশের স্থান পরবর্তীতে জানানো হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এরং এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার ম-ল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের ডা. সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
আগামী ২৭ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা আশা করি- শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনপ্রকার উসকানি বা বাধা প্রদান করবে না।
গণতন্ত্র মঞ্চ: ১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচী হিসাবে ২৭ জুলাই ঢাকায় গণতন্ত্র মঞ্চ সমাবেশ করবে। গতকাল জরুরী সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচী হিসাবে আগামী ২৭ জুলাই বিকাল ৩ টায় বৃহস্পতিবার ঢাকায় সমাবেশের ঘোষণা প্রদান করেন।সমাবেশের স্থান পরবর্তীতে জানানোর কথা বলা হয়।
তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া,রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।
লেবার পার্টি: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ ধারায় আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
গতকাল লেবার পার্টির দফতর সম্পাদক মনির হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডা: ইরান বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পূর্ণগঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের ব্যবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েসী সাজা বাতিল ও সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংষ্কারের মাধ্যমে জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১ দফা দাবী আদায়ের লক্ষে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচী আগামী ২৭ জুলাই শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষে ২৭ জুলাইয়ের মহাসমাবে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেন, জনশক্তির বিস্ফোরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অহিংস আন্দোলন বিজয় লাভ করবে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ডিওএইচএস বাসভবনে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৩ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিকনেতা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম ও মেজবাউল ইসলাম সজিব উপস্থিত ছিলেন।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক