পুলিশ কমিশনারের বক্তব্য দুঃখজনক লজ্জাজনক -হিরো আলম
২৩ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম

‘প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থতার’ জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘কমিশনার ফারুক স্যার যে কথাটা বলেছেন তা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তার লজ্জা থাকলে এই কথা বলতেন না। কারণ একটাই, উনি বলেছেন আমি নাকি একই কেন্দ্রে দুইবার গেছি। দৃষ্টি আকর্ষণ করতেছি, ভিডিও ফুটেজগুলো দেখবেন আমি ওই কেন্দ্রে দুইবার গেছি কিনা। একবারই গেয়েছিলাম।’
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নির্বাচনে অনিয়মের ভিডিও ফুটেজ জমা দেন এবং ফল বাতিল করে পুন:নির্বাচনের দাবি জানান।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের হিরো আলমকে নিরাপত্তা দিতে না পারার বিষয়টি স্বীকার করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গত ২২ জুলাই দুপুরে রাজধানীর পল্টনে সাংবাদিকদের বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের এবং আমরা সক্ষম ছিলাম। হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘুরে গেছেন তখন তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু পরে তিনি ওই কেন্দ্রে এসেছেন পুলিশকে না জানিয়ে।’
একদিন পর গতকাল নির্বাচন ভবনে হিরো আলম তাকে নিয়ে পুলিশ কমিশনারের এই বক্তব্যকে ‘দুঃখজনক ও লজ্জাজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘উনারা বলেছেন নিরাপত্তা ভেতরে (ভোটকেন্দ্রের ভেতরে) দেবেন, বাইরে দেবেন না। এটা ভুল ধারণা। কারণ, পুলিশ সারা বাংলাদেশে নিরাপত্তা দেবে, এটাই পুলিশের কর্তব্য। পুলিশের দায়িত্ব ঢাকা-১৭ আসনের পুরো এলাকার নিরাপত্তা দেওয়া। অথচ দেখলাম আমাকে যারা মারধর করছে পুলিশ তাদের বের করে দিচ্ছে আমাকে বের করে না দিয়ে। তাদের উচিত ছিল আমাকে সসম্মানে কেন্দ্রের ভেতর থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া।’
কেন্দ্রের বাইরে কি পুলিশের দায়িত্ব নেই এমন প্রশ্ন তুলে হিরো আলম বলেন, ‘যখন আমাকে ওরা বেদম মারধর করছিল তখন পুলিশের কর্তব্য ছিল আমাকে রক্ষা করা। তারা বিজিবি মোতায়েন করেছে। তারা আমাকে মারতে মারতে যখন বিজিবির গাড়ির কাছে নিয়ে গেলো, তখন বিজিবির গাড়ি থেকে একটা লোকও নামলো না। তারা আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করেছে। পুলিশ আমাকে কোনও দিনই নিরাপত্তা দিতে পারেনি।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দেশে নব্য চাঁদাবাজদের আধিপত্য বেড়ে গেছে, ব্যবসায়ীরা আতঙ্কে: শাকিল উজ্জামান

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

যা বললেন বিধ্বস্ত বিমানের বেঁচে ফেরা যাত্রী রমেশ

চকরিয়ায় চাঞ্চল্যকর গ্রামীণ মৎস্য প্রকল্প ডাকাতিতে জড়িত চারজনকে পুলিশে সোপর্দ মালামাল উদ্ধার

ঝিনাইদহে শিল্প-সচিবের কর্মব্যস্ত দিন অতিবাহিত

ম্যান সিটি অধ্যায় শেষে নাপোলিতে ডে ব্রুইনে

গত ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ

ভারতে বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের উপায় ; সিআইপি

জনসমর্থন নেই বলে তারা দেশ ছেড়ে পালিয়েছে - এটিএম আজহাহারুল ইসলাম

ফিফা র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

জকিগঞ্জে ঘরে ঘরে গ্যাস সংযোগ ও কূপ-১ কার্যক্রম রক্ষায় মানববন্ধন

নামাজে কোনো সুরা পড়ার পূর্বে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া প্রসঙ্গে।

যশোরে গলায় ছুরি ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

শ্রীলঙ্কায় তাহসিন চ্যাম্পিয়ন

ভিয়েতনামে ফাহাদ রানার-আপ

লেভার ‘বিদ্রোহের’ পর কোচের পদত্যাগ

অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে : তথ্য সচিব

শ্রীলঙ্কা সফরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত