টাকা পাচারকারীদের সম্পর্কে তথ্য জিজ্ঞাসাবাদে
২৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম
প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিআইডির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিদেশে টাকা পাচারকারী চক্রের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।
তবে তদন্ত সংশ্লিস্ট সিআইডির কর্মকর্তারা অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমের দেয়া গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করছেন শীর্ষ এক কর্মকর্তার নির্দেশে। একই সাথে আবুল কাশেমের সাথে জড়িত বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়েও নিরব তদন্ত সংস্থা সিআইডির কর্মকর্তারা। দায়িত্বশীয় সূত্রে এ সব তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার ইনকিলাবকে বলেন, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমকে গত ১০ জুলাই দুই দিনের রিমান্ডে আনা হয়। এ সময় বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়। পরে দু’দিন ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংশ্লিস্ট সিআইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই কর্মকর্তা আরো বলেন, শীর্ষ এক কর্মকর্তার নির্দেশে এ বিষয়ে কোন কথা বলা যাচ্ছে না। আবুল কাশেম শুধু নিজের সম্পর্কে নয়, বিদেশে অর্থ পাচারে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যে সব তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ সব তথ্য প্রকাশ না করলেও তদন্ত করছি বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আবুল কাশেম বিদেশে বিপুল পরিমান টাকা পাচারে কার কার সাহায্য নিয়েছে সে বিষয়েও তথ্য দিয়েছেন। তাকে যেসব দুনীতিবাজ ব্যাংক কর্মকর্তা সহযোগিতা করেছে তাদের সম্পর্কেও তথ্য পাওয়া গেছে তার কাছ থেকে। আবুল কাশেমের সাথে অর্থ পাচারের যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আরও বেশ কয়েকজন নেতা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কেউই এখন দেশে আসতে চাচ্ছেন না। দেশে আসলেই তাদের আইনের আওতায় আনা হবে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, আবুল কাশেমকে দ্রæত কারাগার থেকে বের করে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছেন একটি প্রভাবশালী মহল। ওই মহলটি দুনীতি ও টাকা পাচারের সঙ্গে জড়িত।
গত ২৬ জুন সোমবার ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব অর্থ পাচারের মামলায় আবুল কাশেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ জুন বুধবার রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন কাশেম। পরে তাকে সিআইডির হাতে তুলে দেয়া হয়। এর আগে গত ৩১ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, তার স্ত্রী একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাদিয়া চৌধুরী, আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী এস কে ট্রেডার্সের মালিক আল মামুন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাশেমসহ অজ্ঞাতনামা ১৫-২০জনের বিরুদ্ধে বনানী থানায় অর্থ পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। আসামিদের দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। ওই মামলায় এ পর্যন্ত সিআইডি কেবল কাশেমকেই গ্রেফতার করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা