লোডশেডিংয়ে জনদুর্ভোগ
২৪ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
চট্টগ্রাম অঞ্চলে শ্রাবণ মাসের অঝরে বর্ষণের বদলে চলছে তীব্র তাপদাহ। সেইসাথে বিদ্যুতের লোডশেডিং জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৈরী আবহাওয়ায় ছড়িয়ে পড়েছে রোগ-বালাই। ঘরে ঘরে রোগী, ডেঙ্গু আতঙ্ক সর্বত্র। প্রখর রোদে সড়কে উড়ছে ধুলাবালি। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় বন্ধ রয়েছে সাতটি বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি সাশ্রয়ে গ্যাস ও ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো বেশিরভাগ সময় বন্ধ রাখা হচ্ছে। তাতে লোডশেডিং অনিবার্য হয়ে পড়েছে। তীব্র লোডশেডিংয়ে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প কারখানায় উৎপাদন বিঘিœত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে সার্বিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম।
চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা প্রায় দেড় হাজার মেগাওয়াট। তবে তীব্র তাপদাহের কারণে এ চাহিদা আরো বেড়ে গেছে। শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। গতকাল পতেঙ্গা আবহাওয়া অফিস সর্বোচ্চ ৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। দুঃসহ গরমে দফায় দফায় লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। রাতে-দিনে সমানে লোডশেডিং দেয়া হচ্ছে। কোন কোন এলাকায় এক ঘণ্টা লোডশেডিংয়ের পর আধা ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। দিনের বেলা বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন থাকছে। সন্ধ্যায় পিক আওয়ারে সরবরাহ কিছুটা বাড়লেও রাত বাড়তেই বিদ্যুতের সঙ্কট তীব্র হচ্ছে।
পিডিবির হিসেবে, গত রোববার দিনের বেলায় চট্টগ্রামে ৯২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর ওইদিন সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন হয় ১২শ’ ৯৮ মেগাওয়াট। জ্বালানি সাশ্রয়ে দিনের বেলায় বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখায় উৎপাদন কম হচ্ছে। ফলে ঘাটতি চরম আকার ধারণ করছে। সন্ধ্যাবেলায় উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। মহানগরীর আবাসিক এলাকার পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প এলাকাগুলোতেও লোডশেডিং চলছে। শহরতলী এবং গ্রামে লোডশেডিং অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মহানগরীর ব্যস্ততম জুবিলী রোড, কাজির দেউড়ী, জামাল খান, চকবাজার, মুরাদপুর, নিউমার্কেট, মাদারবাড়ি, আগ্রাবাদ, হালিশহর, খুলশী, ষোলশহর, বহদ্দারহাটসহ বেশিরভাগ এলাকায় দফায় দফায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।
পিডিবির কর্মকর্তারা বলছেন, ভরা বর্ষাতেও কাক্সিক্ষত বৃষ্টিপাত নেই। তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। সে তুলনায় উৎপাদন বাড়েনি। চট্টগ্রাম অঞ্চলে ২৫টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৫৪৫ মেগাওয়াট। কিন্তু জ্বালানি সঙ্কট, যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে সবকটি বিদ্যুৎকেন্দ্র পুরোদমে চালানো যাচ্ছে না। রোববার সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল। এ অবস্থায় চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। বিগত ১৫ বছরে বিদ্যুৎখাতের উন্নয়নে সারাদেশের মতো চট্টগ্রাম অঞ্চলেও হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র। তবে তার সুফল পাচ্ছে না গ্রাহকেরা। এ নিয়ে জনমনে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন অনেকে। লোডশেডিংয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এবার ভরা মৌসুমের আগেই ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। গতকালও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১শ’ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ২২ জন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬শ’ ৬২ জন। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়। অনেকে বাসাবাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। বিরূপ আবহাওয়ার কারণে ডেঙ্গুর পাশাপাশি ভাইরাস জ্বর, ডায়রিয়াসহ নানা রোগবালাই ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে অসুখ বিসুখ লেগেই আছে। তার উপর চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। সামনে এসএসসি পরীক্ষা। তীব্র গরম এডিসসহ মশার উৎপাত সেইসাথে বিদ্যুতের ভেলকিবাজিতে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘিœত হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান