আদালতে মামলায় আসামি ২৫০ পিবিআইকে তদন্তের নির্দেশ
২৪ জুলাই ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
নগরীতে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। দলীয় কার্যালয়কে তছনছ করার ছয়দিন পর গতকাল সোমবার আদালতে মামলা করেছে বিএনপি। বিএনপির অভিযোগ পুলিশ মামলা না নেওয়ায় তারা বাধ্য হয়ে আদালতে মামলা দিয়েছেন। এতে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করেন নাসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন। বাদির আইনজীবী জানিয়েছেন আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, চান্দঁগাও এলাকার মোজাফফর মিয়ার ছেলে আবু খৈয়াম তৈয়ব, খুলশি থানা এলাকার জ্যেতি লাল দাশের ছেলে গোবিন্দ দাশ ও একই থানার মো. আজিমের ছেলে মো. তুষার ও শাহ্ আলমের ছেলে ব্ল্যাক হৃদয়।
বাদী পক্ষের আইনজীবী হাসান আলী বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আদালতে ছয় জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সন্ধ্যায় উল্লেখিত ছয় অভিযুক্তের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ মানুষ আগ্নেয়াস্ত্র, লোহার রড, লাঠিসোটাসহ একযোগে এসে অতর্কিতভাবে নগরীর নাসিমন ভবনের বিএনপি অফিসে হামলা চালায়।
বিএনপির কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে ৮০ হাজার টাকার ক্ষতি করে এবং একটি এক লাখ টাকা মূল্যের ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। পরদিন ২০ জুলাই ফৌজদারি এ অপরাধের বিরুদ্ধে মামলা করতে গেলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসুস্থ জানিয়ে পুলিশ মামলা নেয়নি। থানায় মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়।
গত বুধবার সরকার পতনে এক দফা দাবিতে দলীয় কর্মসূচি পদযাত্রা শেষে চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনের নৌকার প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ওইদিন রাতেই খুলশী থানায় বিএনপি নেতাকর্মীদের নামে দুটি মামলা রুজু হয়। একটি মামলা করেন আওয়ামী লীগের এক নেতা। অপর মামলার বাদি একজন পুলিশ। দুটি মামলায় ৬০০ জনকে আসামি করা হয়। গ্রেফতার করা হয় ২৫ জনকে। আর দলীয় কার্যালয়ে হামলা করে তছনছ করার ঘটনায় বিএনপির নেতারা কোতোয়ালী থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেঃমির্জা ফখরুল ইসলাম
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু