পানি চাইলে পান করতে দেয়া হয় প্রশ্রাব
২৪ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
গ্রেফতারকৃত আসামিরা পানি পান করতে চাইলে তাদেরকে প্রশ্রাব খেতে দেয়া হয়। স্থানীয় ছাত্রলীগ নেতা রুবেলের উপস্থিতিতে এ ঘটনা ঘটে শরীয়তপুর নড়িয়ায়। ছিনতাই মামলায় গ্রেফতারকৃত ৩ আসামির স্বজনদের জিম্মি করে চেকের মাধ্যমে আদায় করা হয় ৭২ লাখ টাকা। লিখে নেয়া হয় দোকান। হাইকোর্টের জামিন থাকলেও সেটি বিবেচনায় না নিয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন না দিয়ে পাঠিয়ে দেন কারাগারে। গত ৩০ মে সংঘটিত এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ালে আদালত সিজেএম এবং দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
ভুক্তভোগী আসামিদের আইনজীবী মুজিবুর রহমান জানান, ২৯ তিন আসামিকে ৬ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। পরদিন ৩০ মে আসামিদের গ্রেফতার করে মারধর করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল উপস্থিত ছিলেন। পরদিন থানায় নিয়ে এসে আসামিদের বাবার কাছ থেকে ৭২ লাখ টাকার চেক লিখে নেয়া হয় এবং নওডোবা বাজারে দু’টি দোকান লিখে দিতে বলা হয়।
এ আইনজীবী বলেন, একটি ছিনতাই মামলার আসামিদের শারীরিক নির্যাতন করে আহত করার অভিযোগের ব্যাখ্যা দিতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনির ও সদ্য প্রত্যাহার হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ ৪ জনকে তলব করেন হাইকোর্ট। সেই সঙ্গে উচ্চ আদালতের জামিনাদেশ থাকার পরও আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়। ১৬ জুলাই তাদের স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা করতে বলা হয়। পাশাপাশি পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ও শরীয়তপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়।
অ্যাডভোকেট মুজিবুর রহমান অভিযোগ করেন, চেক আর দোকান লিখে নিয়েই ক্ষান্ত হয়নি পুলিশ। আসামিরা যখন পানি পান করতে চান, তখন এক আসামির প্রশ্রাব আরেকজনকে খাওয়ানো হয়। ১ জুন তিন আসামিকে চিফ জুডিশিয়াল কোর্টে উপস্থাপন করা হয়। হাইকোর্টের আদেশ থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উচিত ছিল জামিন দেয়া। এটা না করে তিনি কারাগারে পাঠিয়েছেন। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিষয়টি নজরে আনার পর দুই পুলিশ কর্মকর্তা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক ও শরীয়তপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়।
হাইকোর্ট থেকে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের নির্যাতন করে ৫টি চেকের মাধ্যমে ৭২ লাখ টাকা আদায় ও ২টি দোকান লিখে নেয়ার ঘটনায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে তলব করা দুই পুলিশ কর্মকর্তাকে পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। গতকাল ২৪ জুলাই এ আদেশ দেন। গতকাল ম্যাজিস্ট্রেটের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে গত ২৩ মে দ্রুত বিচার আইনে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি ছিনতাই মামলা হয়। মামলায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা আহম্মেদ চোকদারকান্দি এলাকার সাদ্দাম চোকদার, বকুল চোকদারসহ ৯ জনকে আসামি করা হয়। সেই মামলায় ২৯ মে সাদ্দাম, বকুল, সাইদুল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে নেন। জামিনে আসার পর ৩০ মে রাতে তারা এ মামলার আরেক আসামি আনোয়ারকে নিয়ে ঢাকা কেরানীগঞ্জ সাদ্দামের বন্ধু আলমগীর চোকদারের বাসায় যান। ওইদিন রাতে তথ্য পেয়ে সেই বাসায় হাজির হন এএসপি রাসেল মনির ও ওসি মোস্তাফিজুর রহমান, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেলসহ ১০-১২ জন পুলিশ সদস্য। তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ