ভারতে অপরাধ প্রবণতা বেড়েছে ৩০ শতাংশ
২৫ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
ভারতে অপরাধের প্রবণতা বেড়েছে ৩০ শতাংশ। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টই বলছে সে কথা। আর তার মধ্যে অর্ধেক ঘটনাই ঘটছে যোগীরাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে। আর পশ্চিমবঙ্গে এ অপরাধের প্রবণতা দুই শতাংশ। মণিপুরের নারী নির্যাতনের ঘটনা নিয়ে গোটা ভারত যখন উত্তাল, তারই মধ্যে সামনে এল জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট।
রিপোর্ট বলছে, গত বছর সারা দেশে মহিলাদের ওপর নির্যাতন ও অপরাধের ঘটনা নিবন্ধীকরণ হয়েছে ৩৩ হাজার ৯৫৭টি। ২০২১ সালের অপরাধের তুলনায় তা ৩০ শতাংশ বেশি। ২০২১ সালে পুলিশের খাতায় নথিভুক্ত হওয়া অপরাধের সংখ্যা ছিল ২৩,৭০০। ২০১৪ সালের পর ফের এতগুলি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১৪ সালে মহিলাদের উপর অপরাধের ঘটনা ছিল ৩৩ হাজার ৯০৬টি। তবে উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়, নারী নির্যাতনের ঘটনার অর্ধেকের বেশি অপরাধই ঘটেছে উত্তরপ্রদেশে। যোগী-রাজ্যে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৬ হাজার ৮৭২টি- যা মোট অপরাধের ৫৪.৫ শতাংশ। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪টি- মোটি অপরাধের দশ শতাংশ। তালিকায় পরের নামগুলো হল মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়–, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এবং অন্যান্য রাজ্যগুলির মোট অপরাধের সংখ্যা ২ হাজার ৯৫৫টি তথা ৯.৫ শতাংশ।
জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে তার মধ্যে অধিকাংশই গার্হস্থ্য হিংসা এবং মানসিক নির্যাতনের। মর্যাদাহানি এবং মানসিক নির্যাতনের মোটি ৯,৭১০টি অভিযোগ দায়ের হয়েছে গত বছরে। গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে ৬ হাজার ৯৭০টি। পণ চেয়ে নিগ্রহের অভিযোগ জমা পড়েছে ৪ হাজার ৬শ’টি। শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে আড়াই হাজারের বেশি। আর ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার মতো অতি গুরুতর অপরাধের সংখ্যা ১ হাজার ৭০১টি। অপরাধের তালিকায় পুলিশের বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব না দেওয়ার অভিযোগও রয়েছে। সারা দেশে পুলিশের বিরুদ্ধে অপরাধকে গুরুত্ব না দেয়ার অভিযোগ জমা পড়েছে ১৬২৩টি। আর সাইবার অপরাধের সংখ্যা ৯২৪টি। লোকসভায় একটি প্রশ্নের জবাবে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি তথ্য পেশ করে জানিয়েছিলেন, ২০২২ সালে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে পণ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ রয়েছে ৩৫৭টি। ২০২১ সালে এই অভিযোগ ৩৪১ ছিল বলেও জানিয়েছেন স্মৃতি। কিন্তু জাতীয় মহিলা কমিশনের পেশ করা রিপোর্ট জানাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর পেশ করা হিসাবের তুলনায় তা বেশ কয়েক গুণ বেশি। সূত্র : রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ