বনজ কুমারের মামলা থেকে অব্যাহতি পেলেন বাবুল আক্তার
২৫ জুলাই ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। এছাড়া মামলার শুরু থেকে পলাতক থাকায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৩১ আগস্ট চার্জগঠন শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম বলেন, মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ইলিয়াস হোসাইন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন।
গত ১১ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। এর আগে ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম বাবুল আকতার, ইলিয়াস হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন, বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।
গত বছরের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরেট নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। চট্টগ্রামে ফিরে তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
পিবিআই’র তদন্তে বেরিয়ে আসে, মিতু হত্যাকা-ে বাবুলের সম্পৃক্ততা রয়েছে। এ অভিযোগে ২০২১ সালের ১২ মে বাবুলের দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। ওইদিনই এ মামলায় বাবুলকে গ্রেফতার দেখানো হয়।
সম্প্রতি বাবুলের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে বলা হয়েছে, এ মামলায় বাবুল আক্তারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়েছেন পিবিআই প্রধান। এছাড়াও তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মিথ্যা সাক্ষীও সাজানো হয় বলে ভিডিওতে প্রকাশ করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ ট্রাম্পের দূতের

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হলেন হামাস নেতা বারহুম

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত হামাস নেতা

ফিলিস্তিনিদের উচ্ছেদে পানিকে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: আব্বাস

গাজায় মধ্যরাতে ইসরায়েলি হামলা নারীসহ নিহত ১২ ফিলিস্তিনি

ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

রোমাঞ্চকর টাইব্রেকার জিতে সেমিতে ফ্রান্স

টাইব্রেকারে ডাচদের বিদায় করে সেমিতে উঠলো স্পেন

নাটকীয় জয়ে সেমিফাইনালে রোনালদোর পর্তুগাল

দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড

এনআইডি সংশোধনের ঝুলে থাকা ৪ লাখ আবেদন সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করবে ইসি

গাজায় ইহুদি হত্যাকাণ্ডে শহীদ ফিলিস্তিনি ৫০ হাজার ছাড়াল

জগন্নাথের সামনে অবৈধ বাসস্ট্যান্ড, চাঁদাবাজির দায় পড়ে ছাত্রনেতাদের ওপর

সস্তা শ্রম ও বাজার সুবিধায় প্রাধান্য দিচ্ছেন জাপানি ব্যবসায়ীরা : জেট্রোর প্রতিবেদন

জবি ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী

নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে : শিল্প উপদেষ্টা

বাসস এমডিসহ ৩ জনের নামে যুগান্তর সম্পাদকের ১০ কোটি টাকার মানহানি মামলা