ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন হুস সেন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ জুলাই ২০২৩, ১১:৫৫ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৬ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বলী হলেন কম্বোডিয়ার কর্তৃত্ববাদী স্বৈরশাসক হুন সেন। সাবেক এই খেমাররুজ নেতা ১৯৮৫ সাল থেকে কঠোর হাতে কম্বোডিয়ার শাসনক্ষমতা দখল করে রেখেছেন। জনগণের ভোটের অধিকার পায়ে দলিয়ে গত রোববার অনুষ্ঠিত ‘পাতানো নির্বাচনে’ কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) জয়ী হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র হুস সেন এবং তার দলের নেতাদের ওপর নির্বাচন কারচুপির অভিযোগে নিষেধাজ্ঞা জারী করে। দীর্ঘ তিন যুগের বেশি সময় বিরোধী দল এবং জনগণের ওপর জুলুম নির্যাতন করে টিকে থাকলেও মার্কিন নিষেধাজ্ঞায় টিকতে পারেননি। পাতানো নির্বাচনে বিজয়ী হওয়ার দু’দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পদত্যাগে বাধ্য হওয়া ৭০ বছর বয়সী হুন সেন গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, জনগণকে বোঝার জন্য বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করব না। এখন তার বড় ছেলে হুন মানেটকে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। উল্লেখ, স্বৈরশাসক হুন সেন জাতীয় নির্বাচনের আগে দলীয় নিবন্ধনে ত্রুটির অজুহাত দেখিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ক্যান্ডললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিলেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলছে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। প্রধান বিরোধী দলকে দমিয়ে রাখা হয়েছে। এতে মানুষের কণ্ঠস্বরের প্রতিফলন হয়নি।
সাবেক খেমাররুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কঠোর হাতে কম্বোডিয়ার শাসনক্ষমতা দখল করে রাখেন। ক্ষমতার প্রায় চার দশকে তিনি তার প্রতিদ্বন্দ্বী যেকোনো বিরোধী শক্তি বা বিরোধী দল নিষিদ্ধ করেছেন। তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। জনগণের বাক্স্বাধীনতা হরণ করেছেন। কম্বোডিয়া বিরোধী দল ছাড়া একতরফা নির্বাচনের আয়োজন করায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেখানে বিদেশি কিছু সহায়তা কর্মসূচিও স্থগিত করেছে ওয়াশিংটন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেমন সম্পর্ক তেমন সম্পর্ক কম্বোডিয়ার সঙ্গে। বাংলাদেশের প্রায় ১০ লাখ লোক যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং কম্বোডিয়ার ৩ লাখ লোক যুক্তরাষ্ট্রে থাকেন। গত রোববার পাতানো নির্বাচনে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ বিজয় ঘোষণার পরই যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনে প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি কোনো কার্যকর প্রতিপক্ষের মুখোমুখি হয়নি। তাই ওয়াশিংটন ‘বিচলিত’। কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না। মিলার আরো জানান, নির্বাচনের আগে কম্বোডিয়ার সরকারবিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে হুমকি দিয়েছে ও হয়রানি করে দেশের সংবিধানের মর্যাদাক্ষুন্ন করা হয়েছে। এছাড়া কম্বোডিয়ার নির্বাচন আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি। এর পালটা পদক্ষেপ হিসেবে যারা গণতন্ত্রের মর্যাদাক্ষুন্ন করেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু বিদেশি সহায়তাও স্থগিত করা হয়েছে। মিলার কম্বোডিয়ার কর্তৃপক্ষকে প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বিচারের অবসান ও সরকারি সমালোচকদের মুক্তি এবং ‘দেশের আন্তর্জাতিক অবস্থানের উন্নতি’ করার জন্য স্বাধীন মিডিয়াকে হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিন যুগের বেশি সময় ধরে কম্বোডিয়া শাসন করা সুচতুর হুন সেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বলী (পদত্যাগ) হলেও বড় ছেলে হুন মানেতকে ক্ষমতায় অভিষিক্ত করার ঘোষণা দিয়েছেন। তার হাতে আগামী ১০ আগস্ট ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। হুন মানেত এখন কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে আছেন। সিপিপি ও হুন সেনের শাসন চ্যালেঞ্জ জানাতে পারে কম্বোডিয়ার ক্যান্ডেললাইট পার্টি। তবে এবারের নির্বাচনে এ দল অংশ নিতে পারেনি। তবে নির্বাচনে অংশ নেয় হুন সেন অনুগত তাবেদার ১৭টি রাজনৈতিক দল। কিন্তু তারা খুবই ছোট দল অথবা নতুন দল অথবা সিপিপির সঙ্গে জোটে আছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না বলে এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে কম্বোডিয়ায় নাগরিক সমাজের কথা বলার জায়গা ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। তাদের সেই জায়গাটাকে নিঃশ্বেষ করে দিয়েছেন কর্তৃত্ববাদী হুন সেন। অব্যাহতভাবে বিরোধীদের দমন চালিয়ে ভেঙেচুরে দিতে তিনি ২০১৭ সালে আদালতকে ব্যবহার করেছেন। বিলুপ্ত করে দিয়েছেন আরেকটি জনপ্রিয় দল সিএনআরপি। এর নেতাদেরকে হয়তো জেলে পাঠিয়েছেন, না হয় নির্বাসনে পাঠিয়েছেন। হুন সেন ক্রমবর্ধমান হারে ভিন্ন মতাবলম্বী এবং মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠকে গলাটিপে ধরেছেন। দেশটির সবচেয়ে নিরপেক্ষ মিডিয়াকে বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেয়ার হুমকিতে আছে অধিকার বিষয়ক গ্রুপগুলো, ট্রেড ইউনিয়ন ও এনজিওগুলো।
এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাসহ বিভিন্ন অভিযোগে চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা

গিল-পান্তের ব্যাটে পিষ্ট বাংলাদেশ

গিল-পান্তের ব্যাটে পিষ্ট বাংলাদেশ

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি