ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ঢাকার আশপাশে চলছে ধরপাকড় ও তল্লাশি

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৭ জুলাই ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৬ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ‘চল চল ঢাকা চল’ সেøাগানে সারাদেশের নেতা-কর্মীদের রাজধানীতে জড়ো করার চেষ্টা করছে দলটি। কর্মীদের অনুপ্রাণিত করতে লন্ডন থেকে অনলাইন মাধ্যমে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। গত কয়েক বছরে হতোদ্যম হয়ে পড়া বিএনপির লাখ লাখ নেতা-কর্মীকে আন্দোলনের মাঠে ফেরাতে সফল হয়েছেন বলে অনেকেই কৃতিত্ব দিচ্ছেন তাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা উৎসবমুখর মনোভাব নিয়ে আসছেন।
অন্যদিকে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা যাতে আসতে না পারে সে জন্য রাজধানীর প্রবেশ পথগুলোতে অবস্থান নেওয়ার জন্য আওয়ামী লীগ তাদের দলের সকলকে নির্দেশনা দিয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থকার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়কে ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব ঢাকার বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি করবে বলেও ঘোষণা দিয়েছে। এ ছাড়া রাজধানী এবং এর আশপাশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীদের ধর-পাকরড়ও শুরু হয়েছে। যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। আমাদের জেলা সংবাদদাতাদের পাঠানো রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
মুন্সীগঞ্জ খেকে মঞ্জুর মোর্শেদ জানান, ঢাকায় বিএনপি মহাসমাবেশ উপলক্ষে ঢাকায় যেতে নেতা-কর্মীদের ভয়ভীতি এবং যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেবার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে আবদুল্লাপুর থেকে গজারিয়ায় এক বিএনপি নেতাকে আটকের খবর পাওয়া গেছে। লৌহজং এবং শ্রীনগর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি করছে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান খাঁন জানান পুলিশ তাদের মুভমেন্ট বাড়িয়েছে এবং আওয়ামী লীগ যুবলীগের নেতা-কর্মীরা এলাকায় মহড়া দিচ্ছে।
সাভার থেকে সেলিম আহমেদ জানান, ঢাকায় বিএনপি সমাবেশের আগের দিন সাভারে চলছে পুলিশের ধর-পাকড়। বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে। অনেকেইে ঢাকায় প্রবেশ করেছে। সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমানকে থানায় আটক করে নিয়ে গেছে পুলিশ। গতকাল দুপুরে সাভারের নিজ বাসভবনের সামনে টিসিবির পণ্য বিতরণকালে কাউন্সিলর আব্দুর রহমানকে তুলে নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ। সে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রহমান নিজ বাসার সামনে টিসিবির পণ্য বিতরণ করছিলেন। এসময় হঠাৎ সাভার থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়। কি কারণে তাকে তুলে নিয়ে গেছে তার কারণ তারা বলতে পারেনি।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, গতকাল (মঙ্গলবার) আমাদের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে গিয়েছিল পুলিশ। আজও অনেকের বাসায় তল্লাশি চালাচ্ছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে বাসার সামনে থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরেই পুলিশ ধর-পাকড় শুরু করেছে। তার দাবি সাভারের বিএনপির ৯০ভাগ নেতা-কর্মী আগেই ঢাকায় প্রবেশ করেছে। যারা আছে তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে।
রূপগঞ্জ থেকে খলিল সিকদার জানান, বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে রূপগঞ্জে টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংসদ গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা এলাকায় এলাকায় প্রস্তুতি নিচ্ছে। গতকাল বিকালে ভুলতা-গাউসিয়া এলাকায় যুবলীগের নেতৃত্বে বিশাল মিছিল বের করে। অপরদিকে মহাসমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী প্রস্তুতি নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শান্তি সমাবেশ সফল করতে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা এলাকায় এলাকায় যাচ্ছে। এছাড়া তার নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দিতে প্রায় ২০ হাজার নেতা-কর্মী প্রস্তুতি নিচ্ছে। গতকাল বিকালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী ভুলতা এলাকায় মিছিল করেছে।
অপরদিকে, বিএনপির মহাসমাবেশে যোগ দিতে কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী প্রস্তুত রয়েছে। এর বাইরেও তার অনুসারী অনেক নেতা-কর্মী বুধবার থেকেই ঢাকায় চলে গেছে। কাজী মনিরুজ্জামান মনির বলেন, এ সরকারকে উৎখাত করতে রূপগঞ্জ বিএনপি প্রস্তুত রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জ বিএনপি জীবন দিবে।
কেরানীগঞ্জ থেকে মো. আব্দুল গনি জানান, রাজধানী ঢাকায় একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কেরানীগঞ্জে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এই মহাসমাবেশে যেতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো সমস্যা না হলেও বিএনপি ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। ইতোমধ্যেই হাসনাবাদ বুড়িগঙ্গা সেতুর প্রবেশ মুখে, কদমতলী গোল চত্বর এলাকায় বাবুবাজার সেতুর প্রবেশ মুখে, ঘাটারচরে বছিলা সেতুর প্রবেশ মুখে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বুড়িগঙ্গা নদীতেও নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল তৎপরতা চালাচ্ছে। বুড়িগঙ্গা নদীর ধলেশ্বর খেয়াঘাট থেকে শুরু করে খোলামোরা, বালুরচর খেয়াঘাট পর্যন্ত নদীতে চলাচলকারী কয়েক শতাধিক নৌকার মাঝিকে রাত ৮ টার পর থেকে নৌকা পারাপার বন্ধ কারার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে। ঢাকা মাওয়া মহাসড়কে দক্ষিণবঙ্গের চলাচলকারী বিভিন্ন পরিবহণ কম দেখা গেছে। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের অনেক বাড়ি বাড়ি গিয়েও নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। যেসব বিএনপি নেতা-কর্মীরা বর্তমানে জামিনে মুক্ত আছেন তাদেরকে গ্রেফতারের হুমকি প্রদান করছে বলে বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন। বিএনপির অধিকাংশ নেতা-কর্মীরাই বুধবার দিনেই এবং কিছু কিছু নেতা-কর্মীরা রাতেই রাজধানীতে প্রবেশ করে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশে যেতে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ নানাভাবে বাধা দিচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি: নাহিদ

পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি: নাহিদ

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা

গিল-পান্তের ব্যাটে পিষ্ট বাংলাদেশ

গিল-পান্তের ব্যাটে পিষ্ট বাংলাদেশ

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার