সমাবেশ করতে দুই দলকে মানতে হবে একই শর্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ জুলাই ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

রাজধানীতে সমাবেশ করতে হলে আওয়ামী লীগ ও বিএনপিকে একই শর্ত মেনে চলতে হবে। রাস্তায় কোনো ঝামেলা করা যাবে না। করা যাবে না জনদুর্ভোগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেনস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন করতে সরকারিভাবে কোনো বাধা নেই। তারা যেন নিয়ম-শৃঙ্খলা ও আইন মেনে চলে, জনদুর্ভোগ সৃষ্টি না করে। আমি বলেছি রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে, এখানে কোনো বাধা নেই। কিন্তু তারা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে কিংবা জানমালের ক্ষতি, করে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে, তখন আমাদের নিরাপত্তাবাহিনী যে কাজ বা অর্পিত দায়িত্ব, সেটা তারা পালন করবে। আমাদের নিরাপত্তা বাহিনী এখন সুদক্ষ, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে একটা সুন্দর জায়গায় আনায় সহযোগিতা করছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের কোথাও কোনো বাধা নেই। আজ (গতকাল) বিএনপি সমাবেশ করতে চেয়েছিল, আমরা বলেছি কোনোক্রমেই রাস্তার মধ্যে সমাবেশ করতে দেব না। তারা সেটা সরিয়ে নিয়ে আজ শুক্রবার করবে বলে জানিয়েছে। সেটাও আমরা বলব রাস্তা পরিহার করে করার জন্য।

কেন এই পাল্টাপাল্টি সমাবেশ, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে আমার তেমন কিছু বলার নেই। যারা রাজনৈতিক নেতা তাদের জিজ্ঞেস করতে পারেন। আমি তো হোম মিনিস্টার কাজেই আমার কাছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করবেন। আর এই প্রশ্নটা তাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা যখন পারমিশন দিই, তখন জনদুর্ভোগ যাতে না হয়, সে কথাটা বলে দেই। তাদের কর্তব্যটা কী, তা জানিয়ে দিই। আমরা সব সময় কিছু শর্ত দিয়ে দিই যে, তারা কী করতে পারবে, আর কী করতে পারবে না। তারা যদি সেগুলো পূরণ করতে না পারে, তখন আমরা ব্যবস্থা নিয়ে থাকি।

দুই দলের প্রোগ্রাম কাছাকাছি হয়ে যাওয়ায় সহিংসতার কোনো শঙ্কা আছে কি না বা পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় পুলিশ ও রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি, তারা যেন সভা-সমাবেশের জন্য রাস্তাগুলো বর্জন করে। তারপরও তারা যদি করে, তাহলে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন সহিংসতায় না যায়।

বিএনপি শুক্রবার নয়াপল্টনে সমাবেশের করবে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, তারাও দক্ষিণ গেটে সমাবেশ করবেন, এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা শুনেছি, এটা নিয়ে বসবো। মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার, তিনি এটা নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি বসে সিদ্ধান্ত নেবেন কী করবেন। তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত আছে। যদি ঝামেলা করে তাহলে তাদের ওপর অর্পিত তারা দায়িত্ব পালন করবে।

এদিকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আসা বন্ধে ভারত যেভাবে সহযোগিতা করছে, মিয়ানমার সেটা করছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের প্রচলন যুগ যুগ ধরেই চলে আসছে। আমরা কোনো মাদক তৈরি করি না, তৈরি করতে উৎসাহও দিই না। কিন্তু আমরা ক্ষতির শিকার হচ্ছি। পার্শ্ববতীসহ বিভিন্ন দেশ থেকে ইয়াবা ও আইসসহ ক্ষতিকর মাদক আসে। মিয়ানমার থেকে এমফিটামিনযুক্ত ইয়াবা ও আইস আসে। ভারত থেকে ফেনসিডিল আসত। তাদের সরকারের সঙ্গে কথা বলে, যেসব সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল আসে, সেসব জায়গায় তারা কাজ করছেন, যাতে এগুলো বাংলাদেশে আসতে না পারে। ভারত যেভাবে আমাদের সহযোগিতা করছে, মিয়ানমার সেটা করছে না। মিয়ানমারের সঙ্গে সীমান্ত লাইন একদম দুর্গম। সেখান থেকে হেঁটে যেতেও অনেক সময় লাগে। সে কারণে আমরা হেলিকপ্টারও কিনেছি। মাদক নিয়ন্ত্রণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বহু আগ থেকেই মাদক আমাদের সমস্যার কারণ হয়ে আছে। এরইমধ্যে আমাদের দেশে অনেক সর্বনাশী ড্রাগ চলে এসেছে। আমরা মাদক তৈরি করি না, কিন্তু প্রতিবেশী কিংবা অন্য দেশ থেকে আসা মাদকের সবচেয়ে খারাপ শিকার হচ্ছি আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনীয়তা’ নীতি ঘোষণা করেছেন। সেভাবে আইনও সংশোধন করা হয়েছে; তাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো মাদকদ্রব্য সেবনের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করা। মাদকাসক্তমূলক বাংলাদেশ গড়ে তুলতে সরকার তিনটি কর্মকৌশল অনুযায়ী কাজ করছে। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো, চাহিদা হ্রাস। এ জন্য সবাই মিলে কাজ করছি। সমাজের সবাই সচেতন না হলে আমরা চাহিদা হ্রাস করতে পারব না। জেলখানার কয়েদিদের অধিকাংশই মাদকের জন্য অপরাধী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
আরও

আরও পড়ুন

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬ চিনিকল চালু হওয়ায় ভারতের দম্ভ খতম!

কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬ চিনিকল চালু হওয়ায় ভারতের দম্ভ খতম!

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা