ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
০১ আগস্ট ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ জন ভোগান্তি শেষে গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়। রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন। ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-গে-ারিয়া অংশে তিনটি আলাদা রেললাইন নির্মাণকাজ শুরু হয়। গে-ারিয়া রেলস্টেশন পুননির্মাণ ও পুরাতন লাইন সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করতে এ রুট বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর নারায়ণগঞ্জ থেকে কোনো ট্রেন ঢাকা কিংবা ঢাকা থেকে নারায়ণগঞ্জেও আসেনি কোনো ট্রেন। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এ রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করতো।
এ প্রকল্পের পরিচালক সেলিম রউফ জানিয়েছিলেন, এর আগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যে পুরাতন সিঙ্গেল লাইন ছিল সেটিই আবার চালু করা হচ্ছে। নতুন করে যে ডুয়েল গেজ লাইন প্রকল্প নেয়া হয়েছে সেটি শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে। সেটি চালু হলে আবার পুরাতন লাইন নতুন করে সংস্কার করা হবে।
প্রকল্প সূত্র বলছে, বাংলাদেশ রেলওয়ে ২০১৪ সালের জুলাইয়ে ৩৭৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও ঠিকাদার নিয়োগ না হওয়ায় তা শেষ করা সম্ভব হয়নি। সর্বশেষ সময়সীমা গত বছরের ডিসেম্বরে শেষ হলেও এ পর্যন্ত প্রকল্পের ৮২ শতাংশ অগ্রগতি হয়েছে। এখন কাজ শেষ হতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫৮ কোটি ৩৪ লাখ। এ লাইনের সিগন্যালিংয়ের কাজ এখনও শুরু হয়নি। ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে এ প্রকল্প শেষ হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলওয়ে প্রকল্পের আওতায় ৫টি রেলস্টেশনের উন্নয়নের কাজ চলছে। স্টেশনগুলো- শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষাড়া ও নারায়ণগঞ্জ স্টেশন।
এর আগে গত ২৫ জুলাই রাজধানীর কমলাপুর থেকে গ্যাংকারে চড়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্ডাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে দ্রুত কাজ শুরু হবে।
এ রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীরা বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জে অফিসে যেতে ট্রেনে অল্প সময় লাগে। আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতেও সময় কম লাগে তাই এই রেল রুটটি অনেক যাত্রীর জন্য জরুরি। গত আট মাস বন্ধ থাকার কারণে বাসে করে ভোগান্তি পোহাতে হয়েছে। এখন অবার চালু করার কারণে নারায়ণগঞ্জের চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য ঢাকায় চলাচল সহজ হবে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি