রোহিঙ্গা ক্যাম্পে দাতা সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ
০১ আগস্ট ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির সামাজিক সম্প্রীতির নামে দাতা সংস্থার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্য চিড্রেন, পিএইচডি, সিএনআরস ও বিটা নামের কয়েকটি সংস্থার বিরুদ্ধে। চুক্তি অনুযায়ী সঠিক কাজ না করে ভুয়া রিপোর্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থার বিরুদ্ধে ক্যাম্পের রিফিউজি ও হোস্ট কমিউনিটির কোনো ধরনের সম্প্রীতির উন্নয়ন হচ্ছে না বরং দিনদিন অবনতি দিকে ধাবিত হচ্ছে। এ ধরনের অনিয়ম-দুর্নীতির কারণে দাতাদের অর্থ সহায়তা কমে যাচ্ছে বলে মনে করেছেন উখিয়ার সুশীল সমাজ।
সম্প্রতি উখিয়া-টেকনাফের হোস্ট কমিউনিটির লোকজন ও রোহিঙ্গা ক্যাম্পের লোকজনের মাঝে সামাজিক সম্প্রীতির ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি রোহিঙ্গা জনগণের মধ্যে মারামারি, হুমকি-ধামকি ও মাদক পাচারের মতো অপরাধ প্রতিনিয়তই হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সম্প্রীতি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা কমিউনিটিতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাতা সংস্থা বিএমজির অর্থায়নে কাজ শুরু করেছে আন্তর্জাতিক ও জাতীয় সংস্থাগুলো। ১ নভেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২৩ শেষ করার কথা রয়েছে। গতকাল উখিয়া উপজেলার হল রুমে প্রকল্পের প্রগ্রেস শেয়ারিং মিটিং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গত ৬ মাসের কর্মসূচি তুলে ধরা হয়। এতে দেখা যায়, ছয় মাসে শুধুমাত্র ছয় জন ফিল্ড ফেসেলিটর দিয়ে ৫৪০টি মা সমাবেশ, ১৩৫টি তাদের ট্রেনিং, ৩০টি হেলথ সাপোর্ট মিটিং, ৩৬টি ইয়ুথ ক্লাবের মিটিং, ১৪৪ ইয়ুথ গ্রুপের মিটিং, ১৩ কিশোরীদের মিটিং, ৯৮৪ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাপোর্ট, ১১টি ফোকশন ১১টি নাটক, ৭টি ফ্লিম শো, ২০টি রেডিওতে মিটিং, ১৪৪দিন মাইকিং ১৬টি টিভি চ্যানেল প্রচারসহ অসংখ্যবার কর্মসূচি পালন করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এত অল্প সময়ে এত অল্প সংখ্যক লোক দিয়ে কিভাবে এতগুলো কর্মসূচি বাস্তবায়ন করলেন তা জিজ্ঞেস করলে কোন সদোত্তর মেলেনি। সভায় উপজেলা চেয়ারম্যান, মেম্বার ও হোস্ট কমিউনিটির লোক জনের কাছে ১৪৪ মাইকিং আপনারা শুনছেন কিনা জিজ্ঞেস করেন এবং সকলে শুনে নাই বলে জানান।
গ্রান্ডবারগেইন, চাটারের চুক্তির আওতায় হোস্ট কমিউনিটির লোক জনের সেবা নিশ্চিত করতে ২৫ ভাগ বরাদ্দ রাখার স্বাক্ষর করেন। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো কোন নিয়মের তোয়াক্কা করা হয়না। স্থানীয় এনজিও ও সিভিওগুলো বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মত দাতা সংস্থার অনুদান নয়ছয় করা হচ্ছে বলে সচেতন মহল মনে করেন।
সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবস্থা নেয়া উচিত। অথচ উখিয়ার মানুষ আজ হুমকির মুখে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিজেদের মধ্যে খুন-খারাবিতে নিয়োজিত। অপহরণ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সন্ত্রাসীরা। এমতাবস্থায় বাহিরের এনজিওগুলো ফলাফল হীন কর্মসূচি পালন করে, অদৃশ্য প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উখিয়াবাসী ক্ষতিগ্রস্ত একথা সবাই বলে কিন্তু কাজ করে উল্টো। গোটা কক্সবাজারকে হোস্ট কমিউনিটি বলে এখন সারা বাংলাদেশকে হোস্ট কমিউনিটি বলে উখিয়া টেকনাফকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, উখিয়ার কোন এনজিও দিয়ে কাজ করা হয় না। নতুন নতুন কিছু সংখ্যক সংস্থার মাধ্যমে উখিয়াতে নামে মাত্র প্রকল্প বাস্তবায়ন করা হয়। কতিপয় অসাধু কর্মকর্তা নতুন কিছু সংস্থার নাম দিয়ে সেবার নামে ব্যবসা করে যাচ্ছে। অথচ রোহিঙ্গা শরণার্থীদের কারণে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন নিধন, পানীয় জলের সমস্যা, যাতায়াত সমস্যা, চিকিৎসা সেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু উখিয়ার উন্নয়ন পরিকল্পনায় আমাদের মতামত নেওয়া হয় না।
তিনি বলেন, হোস্ট কমিউনিটির ২৫ভাগ বরাদ্দের সাথে আমরা আপোষ করব না। উখিয়া বাসীকে নিয়ে আমাদের অধিকার সংরক্ষণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘোষিত ২৫ভাগ টাকা হোস্ট কমিউনিটির সংস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিদ্রুত সেইভ দ্য চিড্রেনের প্রকল্পগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে