নিজে নিঃসন্তান, অন্যের শিশু চুরি করে ধরা
০১ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রাম নগরী থেকে চুরি হওয়া এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিয়ের প্রায় আটবছরেও সন্তান না হওয়ায় শিশুটিকে চুরি করে লালন পালন করতে তারা নিজেদের কাছে রেখেছিল। সোমবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- হোসনা আক্তার (৪০) এবং তার স্বামী মো. রুবেল (২৫)।
পুলিশ জানায়, গত রোববার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকার বাসা থেকে তিন বছর বয়সী মেয়েটি চুরি হয়। তার বাবা পেশায় রিকশাচালক এবং মা পোশাক কর্মী। গ্রেফতার রুবেল-হোসনা দম্পতি এবং চুরি হওয়া শিশুটির মা-বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তবে তাদের মধ্যে পরিচয় ছিল না। রুবেল-হোসনাও চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। হোসনা একটি পোশাক কারখানার কর্মী এবং রুবেল বাস চালকের সহকারী ছিলেন। রোববার রাতে শিশুটির বাবা-মায়ের দায়ের করা একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে এক মহিলা শিশুটিকে কোলে করে নিয়ে যাওয়ার তথ্য মেলে। প্রথমদিকে ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। কারণ তাকে কেউ চিনতে পারছিল না। পুলিশ জানিয়েছে, একটি সূত্রে এমন এক মহিলার বাসার ঠিকানা পেয়ে সেখানে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ওই বাসার ভাড়াটিয়ার নাম রুবেল বলে জানতে পারে পুলিশ। আরও তদন্তে নেমে রুবেলের নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মারামারির অভিযোগে দুটি মামলার তথ্য পাওয়া যায় । সেই মামলার সূত্রে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই শিশুটিকে পাওয়া যায়।
রুবেল ও হোসনাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, রুবেলের আগে হোসনার একবার বিয়ে হয়েছিল। সেই সংসারে দুই সন্তান আছে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সন্তানদেরও ফেলে চট্টগ্রাম শহরে এসে পোশাক কারখানায় কাজ নেন এবং তার চেয়ে বয়সে ছোট রুবেলকে বিয়ে করেন। আট বছরেও তাদের কোনো সন্তান না হওয়ায় তিন বছর বয়সী শিশুটিকে চুরি করে লালন-পালনের জন্য রুবেলের পরিকল্পনায় হোসনা চুরি করেন। নগরীর পাহাড়তলী থানায় চুরি হওয়া শিশুটির বাবার দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি