প্রধানমন্ত্রী রংপুরে যাচ্ছেন আজ
০১ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আজ রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই শেখ হাসিনার এ রংপুর সফর। সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল জনসভা হবে বলে আশা করা হচ্ছে। ১২ বছর আগে ২০১১ সালে তিনি এখানে শেষবার ভাষণ দেন। তিনি রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর রংপুর সফল উপলক্ষ্যে সেখানে পরে গিয়েছে সাজ সাজ রব। আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে টানা প্রস্তুতি নিয়েছেন ওই বিভাগের বিভাগের আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ঢাকা থেকেও দলের কেন্দ্রীয় নেতাদের একটি বড় টিম সেখানে আগে থেকেই অবস্থান করছেন।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছেন। দলীয় সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর রংপুরের জনসভাকে সফল করতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পদক সুজিত রায় নন্দীসহ দলের ওই বিভাগের নেতারা টানা কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর সফল করতে বিভাগের সব জেলা থেকে নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, আগামী ২ আগস্ট তাদের ভাগ্যনির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মহাসমাবেশে ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা। তিনি বলেন, এ লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসমাবেশ সফল হবে এবং রংপুরের জনগণ খুশি হবে কারণ প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে এক হাজার ২৪০ কোটি টাকার ২৭ প্রকল্পের উদ্বোধন এবং নতুন করে আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রংপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ২৭ প্রকল্পের মধ্যে রয়েছে-শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ের পানিবদ্ধতা নিরসন শীর্ষক প্রকল্প, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপেক্স, পালিচড়া স্টেডিয়াম, নলেয়া নদী পুনঃখনন, আলাইকুমারী নদী পুনঃখনন ইত্যাদি। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণ, রংপুর জেলায় বিটাক কেন্দ্র স্থাপন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস ভবন এবং লেডিস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
নৌকার আদলে বিশাল মঞ্চ
হালিম আনছারী, রংপুর থেকে জানান, প্রায় সাড়ে চার বছর পর আজ বুধবার রংপুরে আসছেন রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বধূ বরণে সকল প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রীর আগমকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুরকে। রংপুর জিলা স্কুল মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চ থেকেই রংপুরের বধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরবাসীকে শোনাবেন সুখবর। উদ্বোধন করবেন ২৭টি উন্নয়ন প্রকল্পের। রংপুরবাসীও অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মিলাতে শুরু করেছেন রংপুরের মানুষ। শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুইটি নির্বাচনী জনসভা করেছেন। এর আগে তিনি রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। সে মোতাবেক তিনি কাজও করেছেন। প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এখন রংপুরবাসীও তাদের পুত্রবধূ প্রধানমন্ত্রীকে বরণ করতে মুখিয়ে আছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন